নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

দায়ী কে? আমি, আপনি সবাই।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

আজকে জামাত শিবির এর তাণ্ডব দেখে কি আপনার খুব ক্ষোভ হচ্ছে ওদের উপর? উত্তর যদি হ্যা হয় তবে এর জন্য কি শুধু ওরাই দায়ী বলেন। গুটিকয়েক মানুষের স্বার্থের জন্য ওদের ব্যাবহার করা হচ্ছে।তাদের জন্য ওদের ব্রেন ওয়াশ করা হয়েছে।



ছাত্রলীগ আর ছাত্রদল যারাই ক্ষমতায় থাকে তারা পুরো জাতির জন্য বিষফোড়া হয়। দায়টা কি শুধু ওদের? ওরা রাজনীতিতে এসেছেই অন্যায় করে টাকা কামাতে। ওরা কোন মানুষের সেবা করতে রাজনীতিতে ঢোকে নাই। ওরা দেখছে কোপাকুপি করলে পোস্ট-পজিশন পাওয়া যায় আর মানুষের সেবা করলে সবসময়ই পিছেই পড়ে থাকতে। ওদের কি কোন দোষ বলেন?



পুলিশকে মারা হচ্ছে তাই খুব তৃপ্তির ঢেকুর তুলে বলছেন উচিৎ শিক্ষা হচ্ছে। বলছেন ওরা ঘুসখোর, দুর্নীতিবাজ, মানুষকে অনেক হয়রানি করে। শুধু ওদের দোষ বলেন? ওরা তো সিস্টেমের জাতাকলে পরা এক পুতুল।



এমনিকরে দেশের প্রায় প্রতিটি জায়গায় শুধু অনিয়ম আর অনিয়ম । এর জন্য দায় কার জানেন? এর জন্য দায়ী আপনি, আমি সহ সবাই। আপনি তো বাংলাদেশের রাজনীতির ব্যাপারে কোন কথাই শুনতে চান না? আপনি তো আপনার ভাই, বোন, ছেলে, মেয়েকে বাংলাদেশের ইতিহাস পড়তে বলেন না, শুধু বলেন পাঠ্যপুস্তক পড়তে। আপনি তো শুধু চিন্তা করেন নিজের কথা, পরিবারের কথা। আপনি তো কখনো ভাবেন না আপনার আশেপাশের মানুষের কথা। সমস্ত সময়ই তো আপনার নিজের আর ক্যারিয়ার এর জন্য। আপনি যতদিন রাজনৈতিকভাবে সচেতন হবেন না ততদিন দেশটা রসাতলেই থাকবে। দয়া করে এখন নিজের দেশের ইতিহাস আর রাজনীতির ব্যাপারে সচেতন হোন। তবেই আমরা দেশের ভিতরে যেইসব সমস্যা আছে তার মূলোৎপাটন করতে পারবো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভালো কথা বলেছেন..............

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২

তাজমুল আক্তার বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: একটু এলোমেলো হয়েছে তবে ভাল কথাই বলেছেন ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

তাজমুল আক্তার বলেছেন: নতুন নতুন লিখতেছি তো তাই হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.