নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

বিএনপি এবং জামায়াতের ব্যাপারে সরকারের দ্বিমুখী নীতি

১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৫



সরকারের দ্বিমুখী নীতিতে টাস্কিতঃ-



একদিকে দুই চার টা ককটেল ফুটানো আর জনগনের জানমালের নিরাপত্তার দোহাই দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সহ প্রায় ১০০ এর উপর নেতা গ্রেফতার।



অপরদিকে,



এখনো আমরা জানি না ,



- কে পতাকা পুড়েছিল?

- কারা শহীদ মিনার ভাংছিলো?

- কারা জাতীয় মসজিদে আগুন লাগাইছিলো?

-কারা হিন্দুদের বাড়িতে আগুন দিছে?

- কারা ট্রেনে আগুন দিছে?

- কারা কানসাটের পল্লী বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগাইছে?

- কারা পুলিশকে হত্যা করছে?

- জান-মালের নিরাপত্তার কথা বলে যেভাবে বিএনপির সাথে কঠোর আচরন করা হচ্ছে তেমনিভাবে কঠোর ভাবে কেন জামায়াতের হরতাল গুলো দমন করে মানুষের জান-মাল রক্ষা করা হলো না?



আবার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে সরকারের কোন উল্ল্যেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু গুঞ্জন আর গুঞ্জন। সবশেষে একটা কথাই বলবো, আতাত,সমঝোতা এবং আপোষ এই তিনটি শব্দের ব্যাবহারিক প্রয়োগের কারনেই জামায়াত-শিবির বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে। আশা করি এইবার সব রাজনৈতিক দলই জামায়াত-শিবির এর ব্যাপারে উপরোক্ত তিনটি শব্দ এড়িয়ে চলবেন। নতুবা ইতিহাসের আস্তাকুড়েও আপনারা নিক্ষিপ্ত হতে পারেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহই এখন একমাত্র সমাধানের
পাথেয়

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

তাজমুল আক্তার বলেছেন: হুম কিন্তু এই বলে আমাদের দায়িত্ব এড়ালে কি আল্লাহ্‌ খুশি হবেন?

২| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৮

মরু বালক বলেছেন:
.
.
.
.
বাতাসের উপর যে কোপ গুলা পড়েছে.... একটাও যদি আপ্নের উপর পড়তো!!!
তাইলেই বুঝতে পারতেন!! ক্যান করেনা..............

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

তাজমুল আক্তার বলেছেন: হুম, কোপ খাওয়ার অপেক্ষায়।

৩| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৯

দ্বিধান্বিত বলেছেন: ভাই, জামাত শিবির রে গালি দেয়ার মত যথেষ্ট খারাপ ভাষা আমি এখনও শিখতে পারি নাই। আওয়ামী লীগ আর বিএনপিরে গালি দিতে দিতে মুখ ব্যথা হইয়া গেছে। বাম দল গুলা তো নিজেরাই এক হইতে পারে না, সতের কোটি মাইনষেরে ক্যামনে সামলাইবো?
তাইলে কি দাঁড়াইল?
আমরা যামু কই কন দেহি?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

তাজমুল আক্তার বলেছেন: রাজনৈতিক দল গুলো এখন আর জনগনের জন্য রাজনীতি করে না শুধু নিজেদের জন্য রাজনীতি করে।

৪| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৯

নাম বলবো না বলেছেন: সরকারের এই দ্বিমুখী আচরন অনেক প্রশ্নের জন্ম দেয়, এবং তাদের অতীত ইতিহাসও এই প্রশ্নের পক্ষে সাক্ষ্য দেয়।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

তাজমুল আক্তার বলেছেন: গণজাগরনের কিছু দিন পরই সরকার সহ সব রাজনৈতিক দল গুলোর বিরুদ্ধে লড়তে হবে।

৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

অেসন বলেছেন: - কে পতাকা পুড়েছিল?
- কারা শহীদ মিনার ভাংছিলো?
- কারা জাতীয় মসজিদে আগুন লাগাইছিলো?
- কারা ট্রেনে আগুন দিছে?
- কারা কানসাটের পল্লী বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগাইছে?
- কারা পুলিশকে হত্যা করছে?

উপরোক্ত ঘটনাগুলির কোন নিন্দা বা প্রতিবাদ কি বিএনপি করেছে?
১৮ দলীয় ব্যানারে জামাতকে সমাবেশ করার সুযোগ কে দিচ্ছে?
সুতরাং বিএনপি-জামাতকে পৃথক করে দেখার সুযোগ নেই। উপরোক্ত ঘটনাগুলিতে বিএনপিও জড়িত।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

তাজমুল আক্তার বলেছেন: এই ব্যাপারগুলোয় যেই জড়িত থাকুক তাদের গ্রেফতার করে সবার সামনে আনা হচ্ছে না কেন?

৬| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

রূপসা ০০৭ বলেছেন: জামায়াত ও বিএনপি নিবন্ধিত রাজনৈতিক দল। আমি বলবনা যে তাদেরকে এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। কারন তারা সংবিধানের নিয়মনীতি মেনে নিবন্ধিত হয়েই এদেশে রাজনীতি করছে। তবে হ্যাঁ তারা যদি তাদের দলের গঠনতন্ত্র ও সংবিধান বহির্ভুত কর্মকান্ড করে তাহলে সরকার ও বিচার বিভাগ দেশ ও জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে যে তারা এদেশে রাজনীতি করবে কি করবে না? কিন্তু বিএনপি-জামায়াতের সাম্প্রতিক সহিংসতা, সংঘর্ষ ও অনৈতিক কর্মকান্ড দেখে মনে হচ্ছে, তারা যদি এধরনের সহিংসতার পথ পরিহার না করে তাহলে যেকোন সময় তারা রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারে। দেশের সর্বস্তরের মানুষের মুখে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। তারা বলছে, যে দাবিতে জামায়াতকে নিষিদ্ধের দাবি উঠেছে সেই একই ধরনের কর্মকান্ড বিএনপির মধ্যেও বিদ্যমান। সুতরাং জামায়তকে নিষিদ্ধ করলে বিএনপিকেও নিষিদ্ধ করা উচিত। আশা করি আমার এ দাবিটুকু সংশ্লিষ্ট মহলের দৃষ্টি কাড়বে। তাহলেই আমার বিশ্বাস লেখক তার সবগুলো প্রশ্নের জবাব পেয়ে যাবেন যে, কারা পতাকা পুড়েছিল? কারা শহীদ মিনার ভাংছিলো? কারা জাতীয় মসজিদে আগুন লাগাইছিলো? কারা হিন্দুদের বাড়িতে আগুন দিছে? কারা ট্রেনে আগুন দিছে? কারা কানসাটের পল্লী বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগাইছে? কারা পুলিশকে হত্যা করছে? ......... ইত্যাদি ইত্যাদি।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

তাজমুল আক্তার বলেছেন: উত্তর আমি জানি আপনিও জানেন। কিন্তু দোষীদের কেন গ্রেফতার করা হচ্ছে না? এইসব জঘন্য অপরাধীদের সাথে কেন নমনীয় আচরন করা হচ্ছে? এইটাই আমার প্রশ্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.