নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম কি জামায়েতেরই পরিবর্তিত রূপ?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

শাহাবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই ইনিয়ে বিনিয়ে অনেকেই এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করেছে। আসুন দেখি তারা কি ধরনের মিথ্যা অভিযোগ তুলেছিল আন্দোলনকারীদের দিকেঃ-

১) আন্দোলনকারীরা সব গাঁজাখোর।

২) নারী আন্দোলনকারীদের নামে কুৎসা।

৩) আন্দোলন সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় হচ্ছে।

৪) আন্দোলনকারীরা টাকা এবং খাবারের লোভে আন্দোলন করছে।

৫) যারা গণজাগরণের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা নাস্তিক, যারা এই আন্দোলন সমর্থন করে তারাও নাস্তিক।

৬)শাহাবাগের মঞ্চ থেকে নাকি ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

৭) আওয়ামীলীগের রাজাকারের বিচার কেন চাওয়া হয় না?

৮)কেন রাস্তা-ঘাট বন্ধ কইরা আন্দোলন?

৯) এই আন্দোলন ভারতীয় গোয়েন্দা দ্বারা পরিচালিত আন্দোলন।

১০) অন্য জাতীয় ইস্যু গুলো তোলা হচ্ছে না কেন? ইত্যাদি

তারা এত সব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটা লক্ষ্যেই আর তা হল আন্দোলন বানচাল। কিন্তু এতসব অপপ্রচার চালিয়ে তারা আন্দোলনকারীদের মনোবল ভাঙতে। কিন্তু তারা এই অপপ্রচার করে সফল হয় নাই কারন প্রতিটা আন্দোলনকারীই জানে তারা কেন আন্দোলন করছে?

তাদের এই ব্যাপারে স্পষ্ট ধারনা আছে যে তারা সকল যুদ্ধাপরাধীর সর্বচ্চো শাস্তি এবং যুদ্ধাপরাধীর সংঘটন জামায়াত-শিবিরের নিষিদ্ধ করার দাবিতে। যারা চায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই অমীমাংসিত অধ্যায়ের সমাপ্তি ঘটুক তারাই এই আন্দোলনের জাগ্রত সৈনিক। হাজার অপপ্রচার আর ভয় ভীতিও এই সৈনিকদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।

আজকে যখন দেখি হেফাজতে ইসলাম নামের একটি সংঘটন প্রজন্ম চত্বরের সমাবেশকে প্রতিহত করতে চায় আবার সেখানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। যখন দেখি তারা বলে শাহাবাগের আন্দোলনকারীরা ধর্মবিদ্বেষী তখন তাদের কাছ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করে। আর তা হলঃ-

১) যাদের নামে আপনারা অভিযোগ তোলেন সেই অভিযোগের বিপরীতে কি আপনাদের কাছে কোন প্রমান আছে? রাজিবের বেলায় নুরানি চাপার বিচরন পুরো ফেসবুক জুড়ে দেখলাম। কিন্তু এখন অভিযুক্ত লেখার কোন প্রমান দেখাচ্ছেন না কেন? নাকি তাদের মৃত্যুর পরই তাদের লেখা পাওয়া যাবে?

২) ধরলাম আপনাদের কাছে তাদের লেখার স্পষ্ট প্রমান আছে তাহলে তা আদালতে পেশ করলেন না কেন যখন রুল জারি হলো।

৩) ধরলাম তখন প্রমান ছিলো না কিন্তু এখন যদি থাকে তবে তাদের নামে মামলা করছেন না কেন? আর যদি কোন প্রমান ছাড়াই শুধু শোনা কথায় লাফান তবে আর কিছু বলার নাই।

জামায়াতের ব্লগারদের নিয়ে যে অপপ্রচার চালিয়ে আলেম ওলামাদের বিভ্রান্ত করতে চেয়েছিল তা আজকে বাংলাদেশের প্রায় সব ওলামায়েকেরামগন বুঝতে পেরেছে। তাই আপাতদৃষ্টিতে হেফাজতে ইসলাম নামধারী যে সংগঠন তাকে জামায়াতেরই একটি আলাদা ব্যানার ছাড়া কিছু মনে হচ্ছে না। তারপরও এর মধ্যে কেউ যদি জামায়েত ইসলামী না হয়ে থাকেন তবে আশা করবো সত্য জেনে তারপর গণজাগরনের বিরোধিতা করবেন।

জয় বাংলা

জয় জনতা

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

শোয়েব হাসান বলেছেন: উচিত কথা কইলে জামাত না ? প্রমান দেন তো তারা ভূল কইছে

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

তাজমুল আক্তার বলেছেন: হা হা হা আপনি এখনো এই সব অপপ্রচার বিশ্বাস করেন? উপরের গুলো সত্য তার প্রমান দেন।

২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

পথিক নোমান বলেছেন: ভালো বলেছেন।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

তাজমুল আক্তার বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

ইকবাল১৫০২ বলেছেন: একট ভয়ঙ্কর যুদ্ধ চলছে। ইনশাল্লাহ্ সত্যের জয় হবে। মিথ্যাবাদীদের বিরুদ্ধে নিশ্চয় আল্লাহ্ আমাদের পক্ষে থাকবেন।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

তাজমুল আক্তার বলেছেন: মিথ্যার পরাজয় যুগে যুগে হয়েছে আবার হবে।

৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ১,২,৪ বাদে সব পয়েন্টই তো সত্যি

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

তাজমুল আক্তার বলেছেন: হা হা হা আপনি এখনো এই সব অপপ্রচার বিশ্বাস করেন? উপরের গুলো সত্য তার প্রমান দেন।

৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: এই কথা গুলো ওদের পর্যন্ত পৌছে দিতে হবে । নচেত লাভ নেই আমি বা আরো ১০জন অনলাইনে পড়ে ।
জয় বাংলা ।

৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

এস বাসার বলেছেন: শোনেন, যে দেশে চান্দে চাইদীর ছবি দেখা যায়, সেখানে জামাত সাধারন ধর্মভীরু মানুষদের নিয়ে ফুটবল খেলবে সেটাই স্বাভাবিক......

ইসলামকে ধ্বংস করার মওদুদী চালের কাছে বাংলার মুসলিম পুরাই আউলায়ে গেছে....

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

তাজমুল আক্তার বলেছেন: বড়ই সংকটে আছি আমরা।

৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

জহীরুল ইসলাম বলেছেন: জয় বাংলা

ধর্মদ্রোহীদের রক্ষা নাই

৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

বুলবুল আহ্‌মেদ বলেছেন: হেফাজতে ইসলাম বা কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা যতটা শিবিরকে ঘৃণা করে ততটা ঘৃনা আওয়ামীলীগ ও করেনা।

৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: প্রচার আর অপপ্রচারের বিপুল সম্প্রচারের যুগে প্রচার আর অপপ্রচারের কোনটা যে অতিপ্রচারিত হচ্ছে তা নিয়ে আর কি যে অপ্রচারিত রয়ে যাচ্ছে তা নিয়ে মন্তব্য করাটাও সমস্যা। একপক্ষে কথা বললে নাস্তিক আরেকপক্ষে কথা বললে জামাত আর অন্য কথা বললে জঙ্গি। তার থেকে কোন মতামত দিলাম না। ইহাই ভাল।


কবে না জানি আমার মত মতামতহীনরা "নিসুপ" হয়ে যাই, তাই নিয়ে অতিশয় সংশয়ে ভুগছি।


তবে আমি ইসলাম শেখা আর অনুসরনের ক্ষেত্রে হুযুর পাক (সঃ) এর শিক্ষা আর সাহাবায়েকেরাম (রা) দের আদর্শ অনুসরন করার চেষ্টায় রত। সকলের জন্যই এই পথ কল্যাণের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.