নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম কে নিয়ে আফসোস

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

গণজাগরণের সমর্থক ও নেতারা স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এবং গণহত্যার জন্য জামাত/শিবিরকে ঘৃণা করে।



বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং তাবলিগ জামায়াতের অনুসারীরাও জামাত/শিবিরকে ঘৃণা করে..আকিদাগত ত্রুটি এবং দলীয় স্বার্থে ধর্মকে বিকৃত করার কারণেই তারা জামাত/শিবিরদের ঘৃণা করে.. তাদের নিয়েই নাকি হেফাজতে ইসলাম গঠিত..



স্বাধীনতার শত্রুদের(জামাত/শিবির) বিরুদ্ধে গণজাগরণ লড়াই করতেছে কিন্তু ধর্মের জন্য ক্ষতিকরদের (জামাত/শিবির) বিরুদ্ধে লড়াই করছে না কেন হেফাজতে ইসলাম?

তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি সন্দেহ জনক..



আলেম ওলামাদের একটা অংশ ১৯৫২ তে বলছিলো বাংলা হিন্দু দের ভাষা.. ১৯৫৪ তে বলছিলো যুক্ত ফ্রন্টকে ভোট দিলে বৌ তালাক হয়ে যাবে.. ১৯৭১ এ বলছিল মুক্তিযোদ্ধারা ভারতের দালাল..



যুগে যুগে আলেম ওলামাদের একটা অংশ পাকিস্তান প্রেমি হিসেবে বাংলাদেশের শুধু ক্ষতিই করে গেছে.. এইসব আলেম ওলামারা দেশ এবং ধর্মের জন্য ক্ষতিকর..



রাজীব হত্যার পর তার কথিত লেখা কত তাড়াতাড়ি পুরো বাংলার মানুষের কাছে চলে গেলো .. কিন্তূ গণজাগরণের যাদের এখন নাস্তিক বলে হচ্ছে তাদের লেখা সহ প্রমান কই? প্রমান ছাড়াই নাস্তিক বললে সে যদি নাস্তিক না হয় তাহলে কি ঈমান থাকবে? দলীয় স্বার্থে চিল্লাইতে গিয়া আবার নিজের ঈমানকে বিপদে ফেইলেন না..

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

টাইম পাস বলেছেন:

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

মনে নাই বলেছেন: লেখায় সহমত জানাইলাম।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

প্রগতিশীল ইকবাল বলেছেন: Nastik Blogger der rokka nai..............

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

সরোজ রিক্ত বলেছেন: আশ্চর্য!! তারা তো বলছে শুধু ঐ দোষী ব্লগারদের শাস্তি দিতে।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

আলতামাশ বলেছেন: এই পোস্ট লিখেছিলাম, কিন্তু আফসুস কেউ কেউ কথা দিলেও লিফলেট বানিয়ে শেষ পর্যন্ত কেউই বিতরন করেনি। তবু চেস্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু পারছি।

৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

মিথ্যুক আমি বলেছেন: শুনলাম নাস্তিকদের তারা যেমন বিচার চাই ঠিক তেমন করেই নাকি যুদ্ধাপরাধীদের ও তারা বিচার চাই। যদি তর্কের খাতিরে ধরেও নিই শাহবাগে যারা যায় আর যারা গেছে এমনকি প্রতিটি সমাবেশ শুরুর আগে যিনি কোরআন থেকে তেলাওয়াত করেন তিনিও নাস্তিক তাহলে তাদের প্রতিহত করতে হেফাজতে ইসলাম যেমন হরতাল বিক্ষভ করছে ঠিক তেমন ভাবে যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য করছে না কেন?

৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৭

তাজমুল আক্তার বলেছেন: জি তারা দেলওয়ার সাঈদীর মুক্তিও চায়..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.