![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
আজ ২৬ শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস।
এই দিনে চুপি চুপি ভাবতেছি,
যদি বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী দেখতে পারতাম।
যদি দেখতে পারতাম সকল ধর্মের লোকের শান্তিপুর্ন সহাবস্থান।
যদি দেখতে পারতাম সবার প্রতি সবার সম্মানবোধ।
যদি দেখতে পারতাম এই দেশকে দুর্নীতি মুক্ত।
যদি দেখতে পারতাম কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে টানাটানি করছে না
যদি দেখতে পারতাম দেশকে বেকার মুক্ত।
যদি দেখতে পারতাম দেশে সবাই সুচিকিৎসা পাচ্ছে।
যদি দেখতে পারতাম দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হইছে।
যদি দেখতে পারতাম সব মানুষ বিনয়ী।
যদি দেখতে পারতাম অন্যায়ের বিরুদ্ধে সবার প্রতিরোধ।
যদি দেখতে পারতাম স্বাধীনতা বিরোধীদের শুভ বুদ্ধি।
যদি দেখতে পারতাম কেউ ধর্মকে পুঁজি করে সার্থোদ্ধার করছে না।
যদি দেখতে পারতাম সকল শিশুর নিরাপদ শৈশব।
যদি দেখতে পারতাম নারীদের প্রতি সত্যিকার সম্মান।
যদি দেখতে পারতাম সকলের মৌলিক অধিকার পূরণ।
যদি দেখতে পারতাম জনগনের জন্য রাজনীতি।
যদি দেখতে পারতাম একজনের কান্নায় সবার কান্না কিংবা একজনের হাসিতে সবার হাসি।
পারবো কি আমরা এমন বাংলাদেশ দেখতে?
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
নতুন বলেছেন:
৩| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
তাজমুল আক্তার বলেছেন: kemne rajakari iccha@jagru
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১২
জাগরূ৪৯ বলেছেন: যত সব রাজাকারি ইচ্ছা, অফ যান।