নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

আমি জামাত-শিবিরদের নিষিদ্ধ না করানোর পিছনে কোন যুক্তি পাচ্ছি না। আপনাদের কাছে কি কোন যুক্তি আছে?

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

কাল রাত ১০.৩০ থেকে রুমি স্কোয়াডের ৯ জন জামাত-শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে অনশন করছে। তারা জানে না আদৌ জামাত-শিবির নিষিদ্ধ হবে কিনা? হলেও কবে হবে তাও জানে না? এক অনিশ্চয়তার মাঝে তারা নিজের জীবন বাজি রেখে লড়াই করতেছে।তারা নিজেদের জীবনের মায়া ভুলে গেছে ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে, নিজেদের কলঙ্কমুক্ত করার কথা ভেবে। আমিও চাই বাংলাদেশের রাজনীতি থেকে জামাত- শিবিরকে নিষিদ্ধ করা হোক। এবং এই চাওয়ার পিছনের কারনগুলো নিচে দিলামঃ-



১) জামায়াতে ইসলাম সংঘটন হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।

২) ১৯৭১ সালে জামায়েত ইসলামের অনেক নেতা কর্মী গনহত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি ইত্যাদি অপকর্মের সাথে জড়িত ছিলো।

৩) বাংলাদেশে পুনর্জন্ম হওয়া এই দলের প্রতিষ্ঠাতা প্রায় সবারই মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা ছিল, এবং স্বাভাবিকভাবেই তারা তাদের নেতা কর্মীদের ভুল আদর্শে দীক্ষিত করেছে।

৪) জামায়েতে ইসলামী তাদের নেতা কর্মীদের গেরিলা ট্রেনিং দেয় যা রীতিমত অবিশ্বাস্য।

৫)জামায়েতে ইসলামী নানা ভাবে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইসলামকে অবমাননা করে।যেমনঃ- জামায়েত ইসলামীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, সাইদিকে চাঁদে দেখা গেছে, কাবা শরীফের ইমামদের জড়িয়ে মিথ্যাচার, আওয়ামী লীগকে ভোট দিলে ঈমান থাকবে না,জামায়েত ইসলামের নেতাদের ধর্মীয় নেতা বানানোর অপচেষ্টা, শোলাকিয়ার ইমামের পিছনে নামাজ পড়া হারাম ইত্যাদি আরো অসংখ্য মিথ্যাচার।

৬)জামায়েত ইসলাম সবসময় মিথ্যাচার করে দাঙ্গা লাগিয়ে দেশের ক্ষতি করতে চায়। যেমন,কাদিয়ানীদের সাথে দাঙ্গা, রামুর দাঙ্গা, সাইদিকে চাঁদে দেখা নিয়ে সৃষ্ট দাঙ্গা ।

৭) তারা কখনো বাংলাদেশকে নিজের দেশ মনে করতে পারে নাই তাই তাদের বার বার শহিদ মিনার আর জাতীয় পতাকার উপর আক্রোশ।

৮) মুক্তিযুদ্ধে তাদের অপকর্মের জন্য কখনো ক্ষমা না চাওয়া উলটো মুক্তিযুদ্ধকে নিয়েই কটু কথা বলা।

৯) মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা।যেমনঃ- ৭১ এ নাকি গণ্ডগোল হইছে, পাক-ভারত যুদ্ধের ফলে নাকি বাংলাদেশের জন্ম, মুক্তিযোদ্ধারা ভারতের টাকা খেয়ে নাকি যুদ্ধ করছে ইত্যাদি আরো নানা অদ্ভুত মিথ্যাচার।

১০) সর্বোপরি মওদুদির বাতিল পন্থা আঁকড়ে ধরে রাখা।



উপরোক্ত একটা কারণও যেখানে মেনে নেওয়া কষ্টকর সেখানে মাশাল্লাহ জামাতের মধ্যে সব ত্রুটিই বিদ্যমান। আমি ওদেরকে নিষিদ্ধ না করানোর পিছনে কোন যুক্তি পাচ্ছি না। আপনাদের কাছে কি কোন যুক্তি আছে?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩

পিপাসার্ত বলেছেন: আমি পিয়াল শাহবাগ আন্দোলন এর পথিকৃৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, " 'বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও..."

আসল ঘটনা অনশনকারীদের একজন তার ভাতিজা। শাহবাগিরা নাই এই সব রুমি ফুমির পিছে। মিডিয়া ও নাই। খামখা আপনি লাফান কেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি হইছে? আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধ নিয়া কেউ ব্যবসা করতে পারবেননা জানেনা। মিয়া ফাউল। চুপ যান।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

তাজমুল আক্তার বলেছেন: হাহাহাহা। অনেক দুখের মধ্যেও হাসলাম।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই কি রাজনীতি কম বুঝেন?? নাকি অন্য দেশে বাস করেন

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

তাজমুল আক্তার বলেছেন: অন্য দেশেই মনে হয়। নিজের দেশটা অনেক অচেনা হইয়া গেছে।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

লোকমান বিন আলী বলেছেন: বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান কি আপনাদের চেয়ে কম বুঝতেন?

শুনুন, যারা সন্ত্রাসী রাজাকার ছিল তাদেরকে দেশ স্বাধীন হওয়ার পরপরই হত্যা করা হয়েছে। আমি নিজেও (তখন ক্লাস সিক্স এর ছাত্র) ডিসেম্বরের হাঁড় কাপানো শীতে ধৃত রাজাকারদের শরীরে টিউব ওয়েলের পানি ঢেলে ঢেলে হত্যায় অংশ নিয়েছিলাম।

বর্তমানে দেশে সেই খতারনক কোন রাজাকার অবশিষ্ট নেই। বর্তমানে নাস্তিক বন্ধুরা দেশে অস্থিাতশীল পরীবেশ তৈরীর জন্যই নাটক করে যাচ্ছেন।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

তাজমুল আক্তার বলেছেন: গোলাম আযম দেশে থাকলে বঙ্গবন্ধু নিশ্চয়ই তারে চুমাইতো না। আর ওর গোলাইম্মাই তো নিজের দিক্ষায় দিক্ষিত করছে জামায়েত ইসলামীরে

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

যিনদা মুরদা বলেছেন: চ্যালেঞ্জ ! চ্যালেঞ্জ !! চ্যালেঞ্জ !!!
নাস্তিক ও মুসলিম নামধারী মুনাফিকদের প্রতি জামাতের ইসলামীর চ্যালেঞ্জ ! রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না-শান্তি ও মুক্তির একমাত্র পথ ইসলামী খেলাফত- রাষ্ট্রশক্তি বিহীন ইসলাম ইসলামই নয়.বিস্তারিত জানতে হলে পড়তে হবে নিচের লিঙ্ক এর সকল পোষ্ট -
Click This Link

৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২

লোকমান বিন আলী বলেছেন: @ লেখক বন্ধু, আরেক্টু সংযত এবং মেজাজ ঠান্ডা রাখলে ক্ষতি নেই, বরং লাভই হবে আপনার।

ইতিহাস অধ্যয়ন এবং ওই সময়ের ভালমানুষদের নিকট হতে প্রকৃত সত্য যাচাই করলে খুবই উপকৃত হবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব গোলাম আযম সাহেবের নাগরিকত্ব বাতিল করে শাস্তি দিয়েছিলেন। মামালা করে সুপ্রিম কোর্ট থেকে তিনি তার নাগরিকত্ব ফিরিয়ে পেয়েছিলেন। আর কি চান? আইন নিজের হাতে তুলে নিয়ে, ঢোল তবলা বাজিয়ে আর নর্তন কুর্দন করে ফাঁসি চাই ফাঁসি চাই বলাতে কী তেমন কল্যাণ নিহিত রয়েছে তা আপনিও কম বুঝেন না। শুধু মাত্র দেখতে না পরার কারণেই....... চলন বাঁকা.....

৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

েরজা১৩েহপী বলেছেন: এখনই এই বিষয়টি সমাধান হওয়া জরুরী .... সাইদীর ফাসি হলে/মারা গেলে কি তাকে (রহ: ) বলা যাবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.