নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

ওরা প্রথমে ধর্ম বিদ্বেষী আর কাফের বলে মানুষ হত্যা করবে।

তারপর ওরা নাস্তিক বলে মানুষ হত্যা করবে।

তারপর ওরা নাস্তিক সমর্থনকারী বইলা মানুষ হত্যা করবে।

তারপর ওরা ওদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের অপূর্ণাঙ্গ মুসলিম বলে হত্যা করবে।

তারপর ওদের যারা অনুসরন করবে না তাদের অমুসলিম ঘোষণা করে হত্যা করবে।

তারপর ওদের নিজেদের ভিতর নেতৃত্ব নিয়া মারামারি করে একে অপরকে হত্যা করবে।

ধীরে ধীরে এই জনপদ শূন্য হয়ে যাবে।

এত কিছু হবে শুধুমাত্র শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা আর নিজেদের সুবিধা মত ব্যাবহার করার জন্য। এত কিছু হবে শান্তির ধর্ম ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করার জন্য।

এই ব্যাপারে আমাদের প্রিয় নবী (সঃ) এর বিদায় হজের ভাশনের দুইটি কথা নিচে দিলামঃ-

“সাবধান! ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি কোরো না। এ বাড়াবাড়ির কারণে অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রত্যেক মুসলমানের ধন-প্রাণ পবিত্র বলে জানবে।“



“ওহে মুসলমান! অন্ধকার যুগের সব ধ্যান-ধারণাকে ভুলে যাও, নতুন আলোয় পথ চলতে শেখো। জেনে রাখো! আজ থেকে অতীতের সব মিথ্যা সংস্কার, অনাচার, পাপাচার ও কুপ্রথা বাতিল হয়ে গেল।“

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

উড়োজাহাজ বলেছেন: Dhormo neye barabari thik na, kintu dhormeo onuvutitay aghat karider sar dawao thik na. Tobe sob kisu hotay hobe law er moddho deye. Dhormo neye jara barabari kore tara jamon extremist, temni dhormo k jara kotakkho koray tarao extremist. Duitar e bechar dorkar. But amader jagoron moncho 2nd ta k support dai. R eita neye dhormopran muslim ra protibaad korte long merch arrange korsa.

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

তাজমুল আক্তার বলেছেন: আপনার সব কথাই মানলাম কিন্তু কবে জাগরন মঞ্চ ধর্মের কটাক্ষকে সাপোর্ট দিছে বলতে পারবেন?

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

নীলতারা বলেছেন: আর যখন ধর্ম অনুভূতিতে আঘাত করে কুলাঙ্গার ব্লগাররা যা ইচ্ছা বলে যাবে তখন আপনার কার াল ফালান? তখন কই থাকেন?

আল্লাহ ও রাসূল সা. এর বিরুদ্ধে কটুক্তি এবং অবর্ণনীয় নোংরা কথায় আক্রমন দেখেও যারা চুপ থাকে সত্যিকারের মুসলমান তারাও না।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

তাজমুল আক্তার বলেছেন: আপ্নে তো মনে হয় সারাদিন আমার লগে থাকেন তাই জানেন যে আমি কটাক্ষকারীদের ব্যাপারে চুপ ছিলাম। আন্দাজে চিল্লাইয়েন না

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

সৌভিক ঘোষাল বলেছেন: ইসলাম মানে শান্তি। ইসলাম মানে সমর্পণ। ইসলাম মানে যারা বলতে চায় 'জেহাদ', ভিন্ন ধর্মের বিরুদ্ধে, নারীর স্বাধীনতার বিরুদ্ধে, একটি কোনও নির্দিষ্ট 'মৌল' মতবাদের ও তার রূপায়ণের পক্ষে, তারা ইসলামের অন্যতর ব্যাখ্যায় অভ্যস্ত। ইসলামের এই দুই চেহারার মধ্যে একটা লড়াই চলছে যুগ যুগ ধরে। শুধু ইসলামেই বা কেন, হিন্দু, খৃষ্টান - সব ধর্মেই কড়া ধর্মধ্বজীদের সঙ্গে উদারপন্থীদের একটা দ্বন্দ্ব আছে। নাস্তিকদের সঙ্গে কড়া ধর্মধ্বজীদের লড়াইয়ের কথা ছেড়েই দেওয়া যাক, তা তো স্বাভাবিক। এখন দেখা দরকার উগ্রবাদী নাস্তিক, তাদের দায়বদ্ধতা স্বত্ত্বেও বাস্তবতা না বুঝে অনেক সময়েই বাড়াবাড়ি করে বিপরীত উগ্র ধর্মধ্বজীদের সামনে আসার সুযোগ করে দেন। তাতে উদারপন্থী ধর্মবিশ্বাসীরাও 'ধর্মসঙ্কটে' পড়েন।
আসলে দরকার উদারপন্থী নাস্তিক আর উদারপন্থী ধর্মবিশ্বাসীদের মত নিরন্তর সংলাপ, বিনিময়। এটাই পরস্পরকে পরস্পরের মতামত বুঝতে ও পারস্পরিক সম্মান বাড়াতে সাহায্য করবে। উভয় পক্ষের উগ্রবাদীদের পারস্পরিক কুৎসা ও হিংস আক্রমণ পরিস্থিতিকে কেবল বিষিয়ে তুলবে, জটিল করবে।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

তাজমুল আক্তার বলেছেন: উগ্রবাদী নাস্তিক ও উগ্র ধর্মধ্বজীদের সংখ্যা খুব কম কিন্তু এরাই সমাজটাকে অশান্ত করে রাখে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++

গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।

...তালেবান জঙ্গিবাদের ভয়

মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে

'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান

হয় তালেবানী না হয় শত্রু

মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।

ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন

হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা

‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’


...হেফাজতের কাছে প্রশ্ন

শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক

হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?

জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ

আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।

হেফাজতে ইসলামের আসল চরিত্র

প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!

হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?

...লংমার্চ

লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।

লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি

পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে

প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী

...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা

কাণ্ডারি হুশিয়ার!!

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।

গণজাগরণ মঞ্চ।

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা

...জামাত বিষয়ে হেফাজত অন্ধ

হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী

জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?

একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!

যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....

ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥

হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?

হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য

হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন

...তেরো দফা

হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।

লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী

...নারীর উপর তালেবানী হামলা

এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।

বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম

ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!

আমি ও চাই !

উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।

...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন

'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.