নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

ভন্ডদের CTN!!! শুভ নববর্ষ

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

প্রত্যেক পহেলা বৈশাখেই একটা কথা অনেকের মুখে শোনা যায় আর তা হল নববর্ষ উদ্‌যাপন নাকি হিন্দুয়ানি সংস্কৃতি।নববর্ষ উদযাপন করলে অনেকেই ধর্ম গেলো গেলো রব তোলে। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি ঠিক বুঝি না আমি যদি নববর্ষের জন্য একটা পাঞ্জাবি কিনি তাতে হিন্দুয়ানির কি আছে? আমি যদি এই দিনে পান্তা/ইলিশ খাই তাতে হিন্দুয়ানির কি আছে?আমি যদি এই দিনে মেলায় (বাজারে) গিয়ে কিছু কিনি তাতে হিন্দুয়ানির কি আছে?আসলে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম নিজস্ব ভাষা এবং সংস্কৃতির স্বকীয়তার মাধ্যমে নিজস্ব জাতিসত্তা তৈরি করে।এইটার মাধ্যমে জনমত তৈরি হয়েছে এবং পরবর্তীতে মানুষ প্রাণের বিনিময়ে বাঙ্গালী জাতিসত্তা প্রতিষ্ঠা করেছিলো। তাই যারা সংস্কৃতি আর ধর্মকে এক লাইনে দাঁড়া করায় বুঝা যায় তাদের চুলকানীটা কোথায়।এই সমস্ত ভন্ডদের সোজা লাত্থি।



সবাইকে শুভ নববর্ষ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভ নববর্ষ । ভন্ডদের জন্য করুনা হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.