নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে কটূক্তিকারী নাকি ধর্মের দোহাই দিয়ে খুন, বোমাবাজি সহ নানা অন্যায়কারী কে বেশী ধর্মের জন্য ক্ষতিকর?

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ধর্ম নিয়ে কটূক্তিকারী নাকি ধর্মের দোহাই দিয়ে খুন, বোমাবাজি সহ নানা অন্যায়কারী কে বেশী ধর্মের জন্য ক্ষতিকর?

ধরুন, হিন্দু ধর্ম নিয়ে কেউ কটূক্তি করলো তাতে কি আপনার মনে হয় একজন হিন্দুও ধর্মান্তরিত হবে? উলটো অন্য ধর্মের প্রতিটি বিবেকবান মানুষ একে খারাপ চোখে দেখবে। যদিও কিছু উগ্রবাদী সমর্থন করতে পারে কিন্তু তারা সমাজের ক্ষুদ্র অংশ। ফলে কটূক্তির ফলে ধর্মের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নাই। কিন্তু কটূক্তির ফলে নিঃসন্দেহে সাধারন ধর্ম প্রান হিন্দুদের মনে কষ্ট লাগবে এতেও কোন সন্দেহ নাই। এবং এই ধরনের কাজের শাস্তি রাখাও বাঞ্ছনীয় কিন্তু এর ফলে কি আদৌ ধর্মের কোন ক্ষতি হয়? মনে হয় না।



বিপরীত দিকে ধরুন আপনার হিন্দু ধর্মের কোন বন্ধুকে কেউ হিন্দু ধর্মের দোহাই দিয়ে মারলো তখন কিন্তু আপনার প্রথমেই মনে আসবে হিন্দু ধর্মের অনুশাসন খারাপ। আপনি ধর্মের দোহাইকারির অন্যায় বাদ দিয়ে ধর্মকেই আপনার বিবেকের কাঠগড়ায় দায়ী করে ফেলবেন । একবারের জন্যও ভাববেন না আসলে হিন্দু ধর্মে এই ব্যাপারে কি বলা আছে। আসলে যারা ধর্মের দোহাই দিয়ে হত্যা, সন্ত্রাসী, লুটতরাজ , দাঙ্গা সহ নানা অন্যায় করে তারা মারাত্মকভাবে ধর্মকে কলুষিত করে। অন্য ধর্মের লোকেরা যাচাই না করেই সেই ধর্মের ব্যাপারে মন্দ কথা বলে। যেই ধর্মের নাম দিয়ে অন্যায় সাধন করা হয় অনেকে সেই ধর্মের ব্যাপারে না জেনেই এর বিপরীতে স্ট্যান্ড নিয়ে নেয়। ফলে ওই ধর্মের প্রচারকদের অন্য ধর্মের মানুষকে নিজের ধর্মে নিয়ে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যা ঐ ধর্মের জন্য মারাত্মক ক্ষতিকর।

আমার দৃষ্টিতে ধর্ম নিয়ে কটুক্তি এবং ধর্মের নাম দিয়ে অন্যায়কারী দুইজনেই অপরাধী কিন্তু ধর্মের জন্য অত্যন্ত ক্ষতিকর তারাই যারা ধর্মের দোহাই দিয়ে নানাবিধ অন্যায় করে থাকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

শাহীন ভূইঁয়া বলেছেন: হাসনাত আব্দুল হাই যখন "টিভি ক্যামেরার সামনের মেয়েটি" গল্পটির প্লট তৈরী করেছিল তখন কি তার মেয়েকে মডেল হিসেবে মনে করে গল্পটি রচনা করেছিল? নাকি তার কন্য সস্তান সৃষ্টিকর্তা দেননি । জানতে ইচ্ছে হয় .......তোষামোদি বুদ্ধিজীবিকা নির্বাহকারীদের কাছে। পাক সার জমিন...সাদ বাদ ...লিখে হুমায়ুন আযাদ এর ছুরিকাঘাতে মারা যেতে হয়েছে......আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নানা দল , তৃতীয় শক্তি .........তাকে ছুরিকাঘাতে না মেরে .....অন্তত রাষ্ট্রের প্রদত্ত একুশে ও স্বাধীনতা পদক কেঁড়ে নেওয়া হোক ................এই দাবীটি সার্বজনীন হোক

২| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ইনফা_অল বলেছেন: এক চামচ মনষ্য মল খাওয়া ভাল না এক প্লেট মনষ্য মল খাওয়া ভাল?

উত্তর এখানেই আছে।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আশা-নিরাশা বলেছেন: ছাগু(ধর্মব্যবসায়ী) আর হনু(ইসলামবিদ্বেষী) কোনটা আপনার পছন্দ?

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

তাজমুল আক্তার বলেছেন: একটাও না অবশ্যই। দুইটাই মানসিক বিকার গ্রস্থ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.