নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিবিদদের নির্লজ্জ চেহারা আর কত দেখবো?

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

মাননীয় প্রধানমন্ত্রী জানেন সাভারে আজ কারা মারা গিয়েছে?

যারা দিন রাত পরিশ্রম করে এই দেশের অর্থনীতিকে সচল রেখেছে তারা মারা গিয়েছে।

দুর্নীতির সাগরে ভাশা দেশটাকে যারা প্রবল কষ্টে পাড়ের কাছে নিয়ে আসতেছে আজ তারা মারা গিয়েছে।

যারা রাজনীতি, বিচার, তত্ত্বাবধায়ক সরকার, আইন-কানুন নিয়ে না ভেবে শুধু কাজ নিয়ে ভাবে আজ তারা মারা গিয়েছে।

যাদের অট্টালিকার কোন স্বপ্ন নাই শুধু আছে একটু শান্তিতে থাকার ইচ্ছা আজ তারা মারা গিয়েছে।

যাদের লোভ নাই, দুর্নীতি করে টাকার পাহাড় করার কোন ইচ্ছা নাই, শর্টকার্টে বড়লোক হওয়ার ইচ্ছা নাই আজ তারা মারা গিয়েছে।

যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে মাথা উচু করে দাড়া করানোর চেষ্টায় নিয়োজিত ছিল আজ তারা মারা গিয়েছে।



মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জানেন, এই স্বাধীন বাংলাদেশে এরাই আমাদের সূর্য সন্তান।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি দিয়েছেন এই সূর্যসন্তানদের?

তাদের তো অনেক চাহিদা ছিল না। তারা শুধু চায় ন্যায্য পারিশ্রমিক, তারা শুধু চায় নিরাপদ কর্মস্থল। দেশের সূর্যসন্তানদের নুন্যতম চাহিদা কি আপনারা রাজনীতিবিদরা দিতে পারবেন না?

যদি নাই পারেন তবে অবসর গ্রহন করুন রাজনীতি থেকে? আপনাদের এই নির্লজ্জ চেহারা বারবার আমরা আর দেখতে চাই না। হয় সূর্যসন্তানদের জন্য কিছু করুন নতুবা অনেক দূরে চলে যান।।।।।।।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

ভিটামিন সি বলেছেন: তাদরে চেহারা দেখার চাইতে ময়ুরীর নাচ. গান দেখা ভালো। স্বাস্থ্যের জন্য উপকারী।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

তাজমুল আক্তার বলেছেন: ঠিক

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

ওিহদুর বলেছেন: আপনি খুবই সত্য কথা বলেছেন । কিন্তু কবে লজ্জার ভূষণে ভূষিত হবেন আমাদের দেশের রাজনীতিবিদরা?

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

পাইলট ভয়েচ বলেছেন: ভিটামিন সি বলেছেন: তাদরে চেহারা দেখার চাইতে ময়ুরীর নাচ. গান দেখা ভালো। স্বাস্থ্যের জন্য উপকারী
হক কতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.