নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

দায়ীদের শাস্তি চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

সাভার ট্রাজেডির দায় কাদের উপর বর্তায়:-

১. BGMEA

২. প্রশাসন

৩. রাজউক

কিন্তু উপরোক্ত কোন বিভাগের কারো কি চাকরি গেছে ? না কেউ দায়িত্বে অবহেলার জন্য পদত্যাগ করেছেন?সবাইই তো স্ব স্ব পদে বহাল তবিয়তে আছেন তবে দায় টা কার?



BGMEA এর সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রী কিংবারাজ উকের চেয়ারম্যান কারর্‌ই পদত্যাগ করার কোন লক্ষণই নাই।



হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত রানা ভবনের মালিক এবং গার্মেন্‌টস এর মালিকদের কেউই এখনো গ্রেফতার হয় নাই।আদৌ তাদের বিচার হবে কিনা এই ব্যাপারে সবাই সন্দিহান।



উল্টো দিকে যারা মারা গিয়েছে তাদের চাকরি ক্ষেত্রে কতই না ক্ষুদ্র কারণে শাস্তি পেতে হতো। টার্গেট অনুযায়ী কাজ না করলে, দেরি করে অফিসে আসলে, দুপুরের খাবারের পর ফ্যাক্টরিতে না আসলে, ওভার টাইম না করলে ইত্যাদি সহ নানা ক্ষুদ্র কারণে তাদের চাকরি চলে যেত।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের মৃত্যুও দায়ী ব্যাক্তিদের কর্ম জীবনে কোন প্রভাব ফেলতে পারে না।



দায়ী ব্যাক্তিদের শাস্তি চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.