![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
আমার বাবা ছিল একাধারে আমার আব্বা, বন্ধু, গুরু, সমালোচক। আমার বাবার সাথে কাটানো সময়গুলো আমার দারুন কাটতো। প্রায় প্রতি সন্ধ্যাতেই আমরা টিভিতে ক্রিকেট খেলা দেখতাম, তারপর টক-শো দেখতাম আর যেকোন রাজনৈতিক ইস্যু নিয়ে দুইজন মিলে চুলচেরা বিশ্লেষণ করতাম। প্রায়শই সুস্থ তর্কবিতর্ক আমাদের মাঝে। সর্বশেষ শাহাবাগের আন্দোলন নিয়েও অনেক তর্ক হতো। আমার বাবা শাহাবাগের আন্দোলনের সমর্থন করলেও সবসময় বলতো খোদ সরকার নিজের করায়ত্তে আনার চেস্টা করতে গিয়ে এই আন্দোলনের সর্বনাশ করবে। আমার শাহাবাগে অবস্থান করার ব্যাপারেও বাবা কখনো আপত্তি করে নাই। যাই হোক টক-শো দেখার পরে আমরা দুইজন মিলে স্প্যানিশ লীগ দেখতাম। আমার বাবা ছিলো বার্সার সমর্থক আর আমি ছিলাম রিয়ালের। এই নিয়ে যদিও কখনো দ্বন্দ্ব হত না কিন্তু রিয়ালের পরাজয়ে আমার কস্ট দেখে বাবা খুব মজা পেত। আমার বাবার সাথে সাধারনত এভাবেই দিনের সময়গুলো কাটতো। চাকরি করার পর যখন বাসায় ফিরতে দেরী হতো তখন বাসায় ফিরলেই বাবা সেইদিনের খেলার স্কোরকার্ড বলা শুরু করতো। কে ফিফটি করছে, কে সেঞ্চুরি করছে কিংবা কে কত উইকেট নিছে তা গল গল করে আমাকে শোনাত। কারন বাবা জানতো ক্রিকেট প্রতি আমার কত ভালোবাসা।
বাবা তুমি কি জানো তুমি চলে যাবার পর আমি একটা বারের জন্যও খেলা দেখার জন্য বসি নাই।।।।
বাবা তুমি কি জানো তুমি চলে যাবার পর একটা বারের জন্যও কোন টকশো দেখি নাই।।।।
বাবা তুমি কি জানো তুমি চলে যাবার পর ফুটবল খেলার কোন খোজই নেই আমার কাছে।।।।
বাবা আজ বিশ্ব বাবা দিবস। কোন বাবা দিবসেই তোমাকে জড়িয়ে ধরে বলা হয় নাই তোমাকে কত ভালবাসি। আজ বড্ড ইচ্ছে হচ্ছে তোমায় জড়িয়ে ধরে চিৎকার করে বলতে বাবা আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। কিন্তু তুমি এতো দূরে কেন এখন বাবা?
আল্লাহ্ তুমি আমার বাবাকে ক্ষমা করো, বেহেশত নসীব করো।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০
তাজমুল আক্তার বলেছেন: আমীন
২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭
একজনা বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেস্তবাসী করুন-আমিন। আর আপনাকে আপনারন বাবা বিহীন পৃথিবীতেও ভালো রাখুন।
৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩০
খেয়া ঘাট বলেছেন: একজনা বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেস্তবাসী করুন-আমিন। আর আপনাকে আপনারন বাবা বিহীন পৃথিবীতেও ভালো রাখুন।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৯
ওঁ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: একজনা বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেস্তবাসী করুন-আমিন। আর আপনাকে আপনারন বাবা বিহীন পৃথিবীতেও ভালো রাখুন।
আমীন
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনার বাবাকে আল্লাহ বেহেশত নসীব করুক।