নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

দীপের মৃত্যুর জন্য কারা দায়ী???

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

দীপের মৃত্যুর জন্য হেফাজতের সমর্থকরা দায়ী না।

এমনকি জামাত-শিবিরও দায়ী না।

না, স্বাধীনতা বিরোধী চক্রও দায়ী না।

প্রবল প্রতিক্রিয়াশীলরাও দায়ী না।

উগ্র মৌলবাদীরাও দায়ী না।

দায়ী হচ্ছে তারা,

যারা শান্তির কথা বইলা জামাত-শিবিরের সাথে আপোষ করে।

যারা ভোটের জন্য ধর্মব্যাবসায়ীদের সাথে আতাত করে।

যারা গদির লোভে সাম্প্রদায়ীকদের বন্ধু বানায়।

যারা নির্বাচনের খাতিরে অন্যায় মেনে নেয়।

যারা প্রগতিশীলতার নামে তলে তলে প্রতিক্রিয়াশীলদের প্রশ্রয় দেয়।

তারাই দায়ী দীপের অকাল প্রয়ানের জন্য।

দীপ তুমি কি জানো এই দেশে আরো হাজার হাজার দীপ সামনে মারা যাবে কারন তারাও তোমার মতো ভূলতে বসেছে এই দেশে অন্যায়ের প্রতিবাদ করতে নেই।।।



পুনশ্চঃ সিলেটের হিমেলই কি হতে যাচ্ছে পরবর্তী দীপ? আল্লাহ্‌ তুমি হিমেলকে সুস্থতা দান করো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আতা2010 বলেছেন: মেয়েরা তাদের বিয়ের প্রথম ৬ বছর তাদের স্বামীকে যেভাবে ................. Click This Link

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫২

দুরন্ত-পথিক বলেছেন: ভাই,এক্তরফা হয়ে গেল না কথা গুল,দ্বীপ যে ছাত্রলীগের ক্যাডার ছিল এই কথা টা একবারও উল্লেখ করেন নি।আর আমরা জানি এখন কার ক্যাডার কি জিনিস।অবশ্যই সে ও নানা ধরনের অপকরমে জড়িত ছিল।আর অন্যের জন্য খাল কাটলে কোন না কোন এক সময় অই খালে পড়তে হবেই। দ্বীপ কখনই ধোয়া তুলসি পাতা ছিলনা ।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

তাজমুল আক্তার বলেছেন: মানুষ যেমনই হোক তার অপঘাতে মৃত্যু কাম্য না।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৮

স্বাধীন শোয়েব বলেছেন: দিপু যা করছে সেইটা মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম থেকে করেনাই। লীগের ক্যাডারগিরি চুদাইতে যাইয়া করছে।

পুরান ঢাকায় বিশ্বজিত মরছে। শ্বজিতের জায়গায় যদি কোন ছাত্রদল কর্মী অথবা শিবির কর্মী মরত তাহলে ওই চাপাতিওয়ালারা আইজ হিরো হইত যেমন আইজ দিপুরে বানাইছেন।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

তাজমুল আক্তার বলেছেন: আওয়ামী লীগের কেউ মরলে সে আর মানুষ থাকে না হয়ে যায় নাস্তিক/সন্ত্রাসী।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
দ্বীপ ছাত্রলীগের সদস্য হলেই তাকে মেরে ফেলতে হবে?

দ্বীপের হত্যাকারিরা গ্রেফতার হয়েছে, তারা হত্যার কথা স্বীকার করেছে।
তারা ফ্যাসিষ্ট চিন্তাধারার ... তারা প্রকাশ্যে বলেছে "হত্যা করে অনুতপ্ত নয়"
এই মানুষ রূপি পশুদের সর্বচ্চ শাস্তি কাম্য।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

স্বাধীন শোয়েব বলেছেন: কালবৈশাখী সাহেব> সরকার বিরোধী দলের সমর্থক হওয়ার কারনে অনেক কর্মী/নেতাকে মারা হইছিল গত ৪ বছরে। এমনকি আপনার দলের নেতার হাতেই নরসিংদীতে মেয়র, আর নারায়ণগঞ্জে জনৈক নেতার পুত্রকে হত্যা করা হইছে।


০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

তাজমুল আক্তার বলেছেন: সকল হত্যাকান্ডই নিন্দনীয় কিন্তু যখন কেউ এক হত্যাকান্ডের মাঝে আরেক হত্যাকান্ডের কথা তুলে তখন বোঝাই যায় সে কার পক্ষ নিয়ে হত্যাকান্ড ডিফেন্ড করতেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.