নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

আমি কেম্নে আওয়ামীলীগ এর দালাল???

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

প্রায়শই আওয়ামীলীগের দালাল উপাধি শুনতে হয়। হাসি পায়।



আমি নাকি আওয়ামীলীগ এর দালাল কিন্তু এই আওয়ামীলীগ সরকারের আমলেই না পাইলাম একটা সরকারি চাকরি না পাইলাম একটা বায়িং হাউজে চাকরি।



এই সরকারের আমলেই অন্যায়ভাবে আমার বাড়ীর বাউন্ডারি ভাইংগা দিলো, থানা পুলিশ, সাহারা খাতুন এর কাছে গিয়াও ন্যায্য বিচার পাইলাম না কিন্তু আমি নাকি আওয়ামীলীগের দালাল।



এই সরকারের আমলেই দুই বোনের স্কুলের চাকরি অস্থায়ী থেকে স্থায়ী না হইয়া চাকরি চইলা গেলো কিন্তু আমি নাকি আওয়ামীলীগের দালাল।



মার্কেটের অন্য ব্যাবসায়ীদের যন্ত্রনায় ব্যাবসা করা দুরূহ হইয়া গেলো, মার্কেট সমিতির নূন্যতম সহায়তা পাইলাম না কিন্তু আমি নাকি আওয়ামীলীগ এর দালাল।



দালালি কি?

অন্যায় সুবিধা আদায়ের জন্য নিজের বিবেকের বিরুদ্ধে কারো উদ্দেশ্য সফল করার কাজই হলো দালালি।



আর আমার তো এই সরকারের আমলে নিজের প্রাপ্যই আদায় হয় নাই কিন্তু আমি আওয়ামীলীগ এর দালাল!!!!!





নিজের টাকা দিয়ে ইন্টারনেট চালাই, নিজের বিবেকের কাছে যেইটা সহিহ মনে হয় তা লিখি। তা আওয়ামীলীগ এর পক্ষে গেলেও আমার কিছু আসে যায় না, না গেলেও আসে যায় না।



আমার বিবেক মূলত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিরুদ্ধতা দিয়ে আমার বিবেক পরিচালিত। তাই কেউ আওয়ামীলীগ এর দালাল বললে আমি নিশ্চিত হই আওয়ামীলীগ স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতা বিরোধীদের জম।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

মোমেরমানুষ৭১ বলেছেন: ক্যা ভাই দলালী করলে কি সমস্যা? দেশে দলালের অভাব আছে? বুদ্ধি দলাল, টকশো দলাল, ব্লগ দলাল,ফেবুর দলাল। সরকারী হসপিটালের দলাল, জমির দলাল কত কিসিমের দলাল যে এ দেশে আছে....।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

তিক্তভাষী বলেছেন: আওয়ামী আমলে এতো নিষ্পেষিত হওয়ার পরও আওয়ামীলীগ এর পক্ষে থাকার কারণেই হয়তো লোকজন সন্দেহ করে! :(

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

তাজমুল আক্তার বলেছেন: তিক্তভাষী@ :)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

অগ্নি সারথি বলেছেন: স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিরুদ্ধতা নিয়ে কথা বললে আপনি আওয়ামী দালাল। আপনার এই ব্লগে মন্তব্য কারী ছাগুটাও আমাকে কিছুদিন আগে এই ট্যাগিং করেছে। পরে অবশ্য লেদাইতে না পেরে ব্লক মারছে। ব্যাপার না, চালায়া যান।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

নিয়েল হিমু বলেছেন: তুমি জামাত বিন্পির দালাল হতে পারলে আমি আওমিলীগের দালাল হতে দোষ কৈ বাহে ?
পক্ষ মাত্র ২টা । স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

তাজমুল আক্তার বলেছেন: পক্ষ মাত্র ২টা । স্বাধীনতার পক্ষ আর
বিপক্ষ।।।।। ধন্যবাদ

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

উড়নচন্ডী ডটকম বলেছেন: তিক্তভাষী বলেছেন: আওয়ামী আমলে এতো নিষ্পেষিত হওয়ার পরও আওয়ামীলীগ এর পক্ষে থাকার কারণেই হয়তো লোকজন সন্দেহ করে!

এর চাইতে ভাল মাইর আর কিছু হতে পারেনা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

তিক্তভাষী পুরাই ফাডায়া দিছে।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

পথহারা সৈকত বলেছেন: ভাই দলালী করলে কি সমস্যা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.