![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
তার ভুলের কারনে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা শহীদ হয়েছিলো আল্লাহ তার সেই ভূলকে মাফ করুক।
বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় তিনি যে খুনীদের সহায়তা করেছিলেন আল্লাহ সেই অন্যায়কে মাফ করুক।
ইনডেমনিটির মাধ্যমে তিনি যে সকল হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করতে চাওয়ার মাধ্যমে যে পাপ করেছিলো আল্লাহ তাকে সেই পাপ থেকে মাফ করুক।
কর্নেল তাহেরকে যে প্রহসনের বিচারে হত্যা করেছিলেন তার জন্য আল্লাহ তাকে মাফ করুক।
মুক্তিযোদ্ধাদের যে তিনি হত্যা করেছিলেন আল্লাহ তা মাফ কইরা দিক।
ক্যুয়ের অভিযোগে যে সব বিমান বাহিনীর লোকেদের হত্যা করেছিলেন আল্লাহ তা মাফ কইরা দিক।
জামায়াত ইসলামীকে রাজনীতি করার অনুমতি দেওয়ার ফলে তাদের হাতে নিহত সকল ব্যাক্তির দায় থেকে আল্লাহ তাকে মাফ করুক।
ছাত্ররাজনীতিতে অস্র এবং টাকা ঢুকানোর ফলে এযাবৎ যত ছাত্র হত্যাকান্ডের স্বীকার হয়েছে তাদের দায় থেকে আল্লাহ তাকে মাফ করুক।
গণহত্যার সাথে জড়িত যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে তিনি যে বিচারপ্রার্থীদের মনে যে দুঃখ দিয়েছিলেন আল্লাহ তা মাফ করুক।
দন্ডিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে তিনি যে অন্যায়কারীদের পক্ষ নিয়েছিলেন আল্লাহ তা মাফ করুক।
বাংলাদেশে হারাম মদের ব্যাবসা করার যে লাইসেন্স দিয়েছিলেন আল্লাহ সেই পাপ থেকে তাকে মাফ করুক।
এছাড়াও জানা ,অজানা, শিরকী, বিদয়াতী, কবীরা, সগীরা গুনাহ থেকে আল্লাহ তাকে মাফ করুক।
আল্লাহ সবাইকে জ্ঞান দিক, ক্ষমা করুক।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪
তাজমুল আক্তার বলেছেন: চুলকাইলে কিছু করার নাই।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
নষ্ট ছেলে বলেছেন: শেখ হাসিনাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ দিয়ে জিয়া যে পাপ করেছে তার কি কোন ক্ষমা আছে?
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬
তাজমুল আক্তার বলেছেন: আল্লাহ জানে। তবে শেখ হাসিনা জিয়ার সময়ে না আসলেও পরে আসতো। এই দেশের টানে, মাটির টানে।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
মুদ্দাকির বলেছেন:
মদের লাইসেন্সটা বাদে আর অন্য কবিরা সগিরা গুনাহ বাদে আপনার উল্লেখিত অনেক কাজের জন্য আল্লাহ তাকে সোয়াব দিবেন। আল্লাহ তাকে নাজাত দিন (আমিন)
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭
তাজমুল আক্তার বলেছেন: আল্লাহ ভালো জানেন।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
বেঈমান আমি. বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
তাজমুল আক্তার বলেছেন:
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
HHH বলেছেন: তোমার মা রে খোদা মাফ করুন, আকাম কইরা তোমার মত জারজ পয়দা করনের লেইগা।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯
তাজমুল আক্তার বলেছেন: আল্লাহ আপনাকে মাফ করুক।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক কয়েচেন ভ্রাত!!!
তাই আসুন শেখ মুজিবের জন্য আরও ৩০ লক্ষগুন++দেড় কোটি বেশিবার ক্ষমা চাই !!!!!!! টিক না!!
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯
তাজমুল আক্তার বলেছেন: চান। মানা করছে কেউ।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
শামীম মুসতফা বলেছেন: বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের কোনো জায়গা হবেনা। তাদের যতো বড় মুরুব্বিই থাকুক, যতোই তাদের পক্ষে কথা বলুক, তাদের রক্ষা করতে পারবে না। ...............
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০
তাজমুল আক্তার বলেছেন: ইনশাল্লাহ।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
নানাভাই বলেছেন: যারা দেশ ও মানুষ নিয়া চুদুরবুদুর করতাসেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুক
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
তাজমুল আক্তার বলেছেন: হেদায়েত করুক ।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন: আল্লাহ জানে। তবে শেখ হাসিনা জিয়ার সময়ে না আসলেও পরে আসতো। এই দেশের টানে, মাটির টানে।
শেখ হাসিনার পোলা কোন টানে আমেরিকা পইরা থাকে?
বর্তমানে মুজিব পরিবারের বেশির ভাগই আমেরিকা ও ইংল্যান্ডে থাকে! বিয়েও করছে সাদা চামড়াদের! এটা কোন টান?
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
তাজমুল আক্তার বলেছেন: এমনভাবে বলতেছেন যেন বিদেশে থাকা অন্যায়। তবে জয় দেশে আসবে এবং রাজনীতি করবে তখন আপনারাই আরো নানা ধরনের কথা বলবেন।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
হতাশ নািবক বলেছেন: @বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক কয়েচেন ভ্রাত!!!
তাই আসুন শেখ মুজিবের জন্য আরও ৩০ লক্ষগুন++দেড় কোটি বেশিবার ক্ষমা চাই !!!!!!! টিক না!!
@লেখক বলেছেন: চান। মানা করছে কেউ।
===== সহমত
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: হা হা ...চু.কানি পোস্ট ...