![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরিবের ডাক্তার’
আপডেট: ০১:৪৩, সেপ্টেম্বর ০৪, ২০১৫ |
‘গরিবের ডাক্তার’ নামে অধিক পরিচিত এড্রিক বেকারের মৃত্যুর সংবাদ যেমন আমাদের ব্যথিত করে, তেমনি বাংলাদেশের মানুষের প্রতি তাঁর অপরিসীম মমতা ও ভালোবাসার কথাও স্মরণ করিয়ে দেয়। নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী এড্রিক বেকার ১৯৭৯ সালে বাংলাদেশে আসেন। তারপর এই দেশ ও দেশের মানুষকে ভালোবেসে এখানেই থেকে যান। প্রথমে তিনি দুটি মিশনারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবায় নিয়োজিত থাকলেও পরবর্তীকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নিভৃত গ্রামে প্রতিষ্ঠা করেন একটি হাসপাতাল। তাঁর অন্তিম ইচ্ছা অনুযায়ী, হাসপাতাল অঙ্গনেই তাঁকে সমাহিত করা হয়।
‘ডাক্তার ভাই’য়ের চিরবিদায়ে শত শত মানুষ
তাঁর মৃত্যুর সংবাদ শুনে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছে, সেটাই স্বাভাবিক। কেননা, তিনি যাঁদের ভালোবাসায়, মমতায় আপন করে নিয়েছিলেন, অন্তিম বিদায়ের সময়ে তাঁরা তাঁর সেই ঋণ কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেছেন। মানবতাবাদী এই চিকিৎসক আশা করেছিলেন যে বাংলাদেশে প্রতিবছর যে হাজার হাজার চিকিৎসক তৈরি হচ্ছেন, তাঁদের কেউ এগিয়ে আসবেন। তাঁর জীবিতকালে সেটি না হলেও আমাদের আশা, তাঁর মৃত্যুর পরে এক বা একাধিক চিকিৎসক এগিয়ে আসবেন; এড্রিক বেকারের গড়া হাসপাতালটি সুচারুভাবে চালু থাকবে এবং ভবিষ্যতে গরিব রোগীরা একইভাবে চিকিৎসাসেবা পাবেন।
কেবল এড্রিক বেকারই নন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকসহ যেসব বিদেশি মানুষ সেবামূলক কাজে নিয়োজিত আছেন, তাঁরা যাতে নির্বিঘ্নে তাঁদের দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, এই মানুষগুলো নিজের দেশ ও স্বজনদের ছেড়ে বাংলাদেশেই কর্মজীবনের প্রায় পুরো সময়টা কাটিয়েছেন, এ দেশের মানুষকেই আপন করে নিয়েছেন।
এড্রিক বেকার তেমনই একজন স্বজন ছিলেন আমাদের। তাঁর অনুপস্থিতিতে তাঁর হাতে গড়া প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। এ দেশের মাটিতে থাকার অন্তিম ইচ্ছার কথা জানিয়ে তিনি প্রমাণ দিয়েছেন, এই দেশটি তাঁরও। তাঁর সেবাধর্ম ও মানবতাবোধ আমাদের অনুপ্রেরণা জোগাক।
©somewhere in net ltd.