![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul
ভিডিওটা কিছুদিন আগে পাইছি। ভাবলাম শেয়ার করি সবার সাথে। ব্লগে দিয়ে দিলাম। ভিডিওটায় শিক্ষণীয় অনেক কিছুই আছে। সাথে সাথে ভিডিওটা হাসিরও। কিন্তু ভিডিওটার অনেকগুলা শর্ত আছে। শর্ত মাইনা ভিডিওটা না দেখলে মজা পাইবেন না।
শর্তসমূহঃ
১) কানে মাইক্রোফোন লাগিয়ে ভিডিওটার মিউজিক শুনতে হবে।
২) কম্পিউটারে ফুল ভলিউম দিয়ে নিতে হবে। নাহলে দেখে মজা পাবেন না। (ভয়ের কিছু নাই। ভিডিওটার ভলিউম খুবই কম।)
৩) ফুল স্ক্রিনে দেখতে হবে।
ডাউনলোড লিংকঃ
Click This Link
{ভিডিওটারে দেইখা কেউ বলবেন না ভিডিওটায় কি আছে। সবাই দেইখাই জানুক কি আছে।।।}
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কন কি??? এত সুন্দর ভিডিওটা দেইখা..............
২| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
সেকেতুরে বলেছেন: ভাই সত্যিই খুবই ভয় পাইছি। মাগো অহনও শরির কাপতাছে! মুন্না ভাই আন্নে আর বারটা বাজাইছেন ভাই। তবে ভালো লেগেছে। দিলাম +
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ
হুদাহুদি মিথ্যা কথা কইয়া সবাইরে ভয় পাওয়াইয়া দেন ক্যান? কি সুন্দর ভিডিও.......
৩| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
নাজিরুল হক বলেছেন: কইলজা ধর ফর করতাছে...............
কেউ দেইখখেন না।
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হুদাহুদি ভয় দেখাইয়া লাভ নাই বুজছেন? সবাই এমনিতেই দেখবো।।। আপনি যেমনে দেখছেন
৪| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
আরিফুর রহমান বলেছেন: হুম... যখনই কৈছে ফুলস্ক্রীনে পুরা ভল্যুম দিয়া শুনতে হবে তখনি বুজছি কাহিনী কি হৈতে যাইতাছে!
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কিছুই বুঝেন নাই। দেখলেই বুঝবেন।
৫| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২০
এক্স ফাইলস্ বলেছেন: ভাগ্যিস বসে ছিলাম মেঝেতে, নইলে পড়েই যেতাম। এই ধরনের আগেও দেখেছি তবুও...হা হা হা
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মজা লাগছে???
৬| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২২
অরন্য আগুন বলেছেন: munna ami tor kotbel bhai, amar 5ta nick ban korse. proloy hasan tao.tui amar ban er jonno andolon kor, post de
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আফনে প্রলয়ী হাসান???????
আগে প্রমাণ করেন। একজন যদি আইয়া কয় সে বিল গেটসের নাতি। তাইলে কি বিশ্বাস করুম?
৭| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
এক্স ফাইলস্ বলেছেন: শিহরিত মজা।
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইডা কি আপনার আবিষ্কার???
৮| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
ইউনুস খান বলেছেন: হুদাই সবাই ভয় পাইছে।তয় দেখার সময় কিন্ত ভয় পায়েন না।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
৯| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
তানভীর আহমেদ সজীব বলেছেন: মুন্না ভাইজান, নিজের ছবিরে এম্নে পাব্লিসিটি করলেন... যাউকগা আপনার পার্টটা জোস হইছে....পুরা রিয়েলিষ্টিক...
অবশ্য...এখন তো নিজের ঢোল নিজেরেই বাজাইতে হয়, অন্যরে দিলে যদি আবার ফাটাইয়া ফেলায়....
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি মনে হয় আয়নার সামনে অনেকদিন যাননা। গেলেতো নিজের চেহারাটা চিনতে সমস্যা হওয়ার কথা না।।।
১০| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
অরন্য আগুন বলেছেন: মুন্না, তোমার কাছে এটা আশা করিনি। বিমাকে জিজ্ঞেস করে দেখ, সে জানে আমি কে।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হুমমম.....
ব্যান করলো কেন আপনারে???
১১| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
অরন্য আগুন বলেছেন: মোঃ আব্দুল খালেক, এতিম, প্রলয় হাসান, পাইন্না, কতবতবকবক এইগুলা সব আমার নিক। সব ব্যান।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনারে ব্যান করলো কেন?
১২| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
অরন্য আগুন বলেছেন: তুমি আন্দোলন করো তুমি জনপ্রিয় ব্লগার, অন্যরাও তোমাকে দেখে আন্দোলন করবে আমার জন্য।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি আন্দোলনে নামলে কি ঘটবো জানেন?
আমি জাস্ট ব্যান খামু। সবাই সবার মতো ব্লগিং চালাইয়া যাইবো। যাইহোক, আপনারে আনব্যান করার চেষ্টা করুম।
১৩| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
রুখসানা তাজীন বলেছেন: অরন্য আগুন বলেছেন: তুমি আন্দোলন করো তুমি জনপ্রিয় ব্লগার, অন্যরাও তোমাকে দেখে আন্দোলন করবে আমার জন্য।
--- মাইনষের তো খাইয়া দাইয়া কাম নাই।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভূল কননাই।।।
১৪| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
রুখসানা তাজীন বলেছেন: ভিডিওটা দেখে জাস্ট লাফ দিয়ে উঠছি। কয়েকটা হার্টবিট মিস হইছে, সেগুলি ফিরায়া দেন।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: রাগ ইমন আপুর কাছে যান। যাইয়া আমার নাম কইলেই সে বানাইয়া দিব।
১৫| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
হমপগ্র বলেছেন: বহুত মজা পাইছি!
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পুলকিত হইলাম
১৬| ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
কিউপিড বলেছেন: ভাইরে এটা কি দিলেন।আরেকটু হলে আমার হার্টের ছিটকিনি বন্ধ হয়ে গেছিল।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৪৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কন কি? এত সুন্দর ভিডিওটা দেইখা এতকিছু হইয়া গেল.......
১৭| ১৪ ই মে, ২০০৮ রাত ৮:২৩
রসের হাঁড়ি বলেছেন: থ্যাংকু!!!
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৪৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ওয়েলকাম।।।।
১৮| ১৪ ই মে, ২০০৮ রাত ৮:২৯
লিপিকার বলেছেন: দারুন মজা পাইছি।সাথে একটু ভয়ও পাইছি।
যেতে তোমারে মাইনাস দিছে হেতে মনে অয় বেশী ভয় পাইছে।
তোমার জন্য বরাদ্দ পেলাস।
১৪ ই মে, ২০০৮ রাত ৮:৪৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: থ্যাংকিউ....
১৯| ১৪ ই মে, ২০০৮ রাত ৯:৪১
মহাকাল বলেছেন:
টয়লেট কাছে আচিলো আর পরনে লুংগি আছিলো তাই বাচছি আন্নাইলে ছাইরা ই দিছিলাম
১৪ ই মে, ২০০৮ রাত ৯:৫০
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
২০| ১৪ ই মে, ২০০৮ রাত ৯:৪৮
েক আিম বলেছেন: কইলজাডা ঠোটে আইয়া পড়ছিলো, আর কপালডা ভালা যে একটু আগে হাইগা আরছিলাম। বড় চমৎকার ভিডিও: সবাই দেইখেন।
১৪ ই মে, ২০০৮ রাত ৯:৫০
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
২১| ১৪ ই মে, ২০০৮ রাত ৯:৫৭
রাশেদ বলেছেন: হে হে! মেলা আগেই দেখা এই জিনিস।
থ্যাঙ্কস তোমারে।
১৫ ই মে, ২০০৮ রাত ৮:২৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ওয়েলকাম
২২| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:২১
মৈথুনানন্দ বলেছেন: আমি ইতিহর্ষিত!!!!!
১৫ ই মে, ২০০৮ রাত ১১:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মানে??????
২৩| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: ১৯৭৪ সালে দেখসিলাম .. আজকে আবার দেখলাম ।
১৫ ই মে, ২০০৮ রাত ১১:৪৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
২৪| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:৩২
চিকনমিয়া বলেছেন: এইডা দেখনের আগেই ডরাইচি
মাইনাচ
১৫ ই মে, ২০০৮ রাত ১১:৪৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: চিকনা...
২৫| ১৬ ই মে, ২০০৮ রাত ১১:৪৬
অ্যালন বলেছেন: পুরানো..
১৬ ই মে, ২০০৮ রাত ১১:৫১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি আগে দেখছেন। অনেকেই আগে দেখেনাই। তাদের জন্য নতুন
২৬| ৩০ শে মে, ২০০৮ দুপুর ১:২০
নয়ন বলেছেন: এরম কয়ডা লাগবো? লাগলে আমারে বইলেন।
৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঠিকাছে।।।
২৭| ৩০ শে মে, ২০০৮ দুপুর ১:২৮
নয়ন বলেছেন: এরম কয়ডা লাগবো? লাগলে আমারে বইলেন।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কয়েকটা মেইল কইরা দেন।।।
২৮| ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
হুমায়ূন সাধু বলেছেন: হমম! পইলা কম্পুটার কিনার পরই মালডা পাইসিলাম। আমার অতি প্রিয়, সদালাপী, হাসি-খশি, সাহসী এক আপুরে দেখাইসিলাম। তিনি দেখে স্বাভাবিক (শক্ড হইতে পারে) নির্বিকার ভঙ্গীতে আমাকে বিশাল এক থাপ্পড় মার্সিল।
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হাহাপগে....
কমেন্টে উত্তম ঝাঝা....
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
শাওন বলেছেন: কসম; ভিডিও কেও ওমন শর্তে দেইখেন না । :-( আমি প্রায় গেছিলাম
বাইচ্চা আসলাম কেমনে আল্লাহ মাবুদ !!! 