নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

তাজুল ইসলাম মুন্না

একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul

তাজুল ইসলাম মুন্না › বিস্তারিত পোস্টঃ

"For every action, there is an equal and opposite reaction."-নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণ.... (ফান পোস্ট)

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯

For every action, there is an equal and opposite reaction.-প্রমাণ করতে চান? নিচের ধাপগুলো অণুসরণ করুন।।।



ধাপ ১: প্রথমেই ঘর থিকা বাইর হয়া রাস্তায় যান।



ধাপ ২: রাস্তায় কোন পুলিশ আছে নাকি দেখেন। যদি না থাকে তাহলে গাবদা কাউরে অথবা কোন মেয়েকে টার্গেট করেন।



ধাপ ৩: টার্গেট করা ব্যাক্তিরে কইষ্যা একটা থাপ্পড় মারেন।



ধাপ ৪: এইধাপে আপনার আর কিছু করার নাই। আশা করা যায় রি-একশন পাইবেন।।। ;)







এইটা ফান পোস্ট হিসেবেই লিখলাম। নিউটনের থার্ড লো নিয়া ভবিষ্যতে একটা শিক্ষামূলক পোস্ট দেবার ইচ্ছা আছে। দেখি কি হয়???



"Good boy Bad boy" ছবিতে এই সূত্রটার একটা আপডেট পাইছিলাম। সেইটা হইলো, " For every action, there is an equal and opposite reatraction" নিচের ছবিডা দেখলেই বুঝবেন... ;)

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৩

লিপিকার বলেছেন: :) :)

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

তাজুল ইসলাম মুন্না বলেছেন: হাসেন কেন?


প্রোফাইল ফটুকটা কিউট হইছে।।। :)

২| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৫

রাতমজুর বলেছেন: মার থাবা!!!

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: মার থাবা!!!!!! ;)

৩| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬

রক্তাক্ত যোদ্ধা বলেছেন: হা হা হা :)

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: খিক খিক.... ;)

৪| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

বিডি আইডল বলেছেন:

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঘরের ভিতরে দিলে রি-একশন পাবার সম্ভাবনা কম। আর এই ফটুকে যে রি-একশন আর হইবোনা তা শিওর। ;)




ভাই, মাইয়াডাতো সুন্দর। সুন্দর মাইয়ারাতো সহজে রাগে না! কি করতে লইছিলেন??? ;)

৫| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১

বিডি আইডল বলেছেন: ওইডা বাবলি...পাশেরডা নগরবালকের মেম্বার

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩

তাজুল ইসলাম মুন্না বলেছেন: খুক খুক....



আমার বাসায় হিডেন ক্যাম লাগাইলো কিডায়? ভাইরে, আপনার পায় পড়ি। এইডার আগেরটুকু দিয়েন না। :( কি করতে লইছিলাম মনে পড়ছে। নিজ দোষে মাফ চাইতাছি।।। :(












চরি...

৬| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৫

বিবর্তনবাদী বলেছেন: ছোটদের ব্লগএ এই সব অ্যাডাল্ট ছবি ব্যবহারকে টিব্র নিন্দা জানাচ্ছি। আমগো মুন্না পাকতাছে দিন দিন :)

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: গাছে থাকলে ফল পাকে.... ;)

৭| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৯

নিবিড় অভ্র বলেছেন: খিক খিক!! :)


মডেল একাডেমি ....... ???........ স্কুলটা বাংলা কলেজের ঐদিকে নাকি?কি নাম এলাকাটার?? দারুস সালাম..... নাকি ১নাম্বার!!

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: বাংলা কলেজের উল্টাপাশে। বিডিআর শপ দারুসসালামের পাশেই।


বাংলা কলেজের সামনে দাড়ায়া সোজা বামে তাকাইলে আমগো স্কুলের বিল্ডিং দেখা যায়। :)




(এতকিছু জানবার চান কেন? র‌্যাব লইয়া আইবেন নিহি? ;))

৮| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৫

নিহন বলেছেন: অনেকদিন পর দেখলাম তাজুরে ।

কেমন আছো ??

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন? আকাআকির কি খবর? :)

৯| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৬

বিডি আইডল বলেছেন: ওখে...

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ট্যাকস্.... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.