নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

তাজুল ইসলাম মুন্না

একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul

তাজুল ইসলাম মুন্না › বিস্তারিত পোস্টঃ

বালিকা ২ (প্রিতমের নতুন একটা গান। "বালিকা তোমার প্রেমের পদ্ম" গানটার সিক্যুয়েল..........:)

২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৫

গানটা দুইদিন আগে ডাউনলোড করছি। বের হইছে বেশ কয়েকদিন আগে। সবার সাথে শেয়ার করছি..........:):):)



লিরিক্স:::

তুমি জানালা খুলে সর্বনাশের হাতে রাখলে হাত,

তুমি দস্যি প্রেমের ছলনাতে হলে কুপোকাত;

আমি তোমায় দেখি, দেখে আমার বড্ড মায়া হয়;

কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়।



তুমি জানালা খুলে সর্বনাশের হাতে রাখলে হাত,

তুমি দস্যি প্রেমের ছলনাতে হলে কুপোকাত;

আমি তোমায় দেখি, দেখে আমার বড্ড মায়া হয়;

কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়।



তোমার প্রেমেও সাক্ষী ছিল পূর্ণ চন্দ্ররাত,

সাহস করে কাপা হাতে রেখেছিলে হাত;

তোমার বুকেও সুবাস ছিল হাসনাহেনা’র মতো,

ফিসফিসিয়ে কথার জোনাক ফুটতো অবিরত।



তোমার প্রেমেও সাক্ষী ছিল পূর্ণ চন্দ্ররাত,

সাহস করে কাপা হাতে রেখেছিলে হাত;

তোমার বুকেও সুবাস ছিল হাসনাহেনা’র মতো,

ফিসফিসিয়ে কথার জোনাক ফুটতো অবিরত।



তোমার সন্ধেবেলায় জানালা খোলাই ছিল চরম ভুল,

তোমার মনে ভেতর ফুটেছিল প্রেমের ধুতরা ফুল;

আমি তোমায় দেখি, দেখে আমার বড্ড মায়া হয়,

কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়।



তোমার মনেও ফাগুন ছিল আগুন হাওয়ায় স্নাত,

আধার ঘরে উঠতে জ্বলে পূর্ণিমারই মতো;

তোমার ঠোটে নিত্যদিনই থাকতো মাতাল ঘ্রাণ,

শীত-বসন্ত ছাড়াই হতো মন্ত্রমুগ্ধ প্রাণ।



তোমার মনেও ফাগুন ছিল আগুন হাওয়ায় স্নাত,

আধার ঘরে উঠতে জ্বলে পূর্ণিমারই মতো;

তোমার ঠোটে নিত্যদিনই থাকতো মাতাল ঘ্রাণ,

শীত-বসন্ত ছাড়াই হতো মন্ত্রমুগ্ধ প্রাণ।



তুমি সুখের খোজে জানালা খুলে করেছিলে ভুল,

তাই মনের মধ্যে উঠলো বেড়ে প্রেমের ধুতরা ফুল;

আমি তোমায় দেখি দেখে আমার বড্ড মায়া হয়,

কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়।



তুমি জানালা খুলে সর্বনাশের হাতে রাখলে হাত,

তুমি দস্যি প্রেমের ছলনাতে হলে কুপোকাত;

আমি তোমায় দেখি দেখে আমার বড্ড মায়া হয়,

কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়।



আমি তোমায় দেখি দেখে আমার বড্ড মায়া হয়,

কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়।







ডাউনলোড লিংক::::::::::::



♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫









আগের গানটা এখানে আছে। বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে......যে ফুলে ফুলে...........♫♫♫

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯

মেঘশাদা বলেছেন: :) :) :) :)

২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৯

তাজুল ইসলাম মুন্না বলেছেন: প্রিতমের "বালিকা" গানগুলা শুনে খুব মজা লাগে.............:):):)



বালিকাদের জীবনের কঠিন বাস্তবতাগুলো ফুটে ওঠে প্রিতমের গানগুলোতে.......................:(

২| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩২

মানবিক ৩০ বলেছেন: সত্যি.........মেয়েদের পাঠ্য বইেয়ে দেয়া দরকার

২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: হ। ঠিকই বলছেন। তাইলে তারা আগে থেকেই সাবধান হয়ে যেতে পারবে...............:):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.