![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টাফ রিপোর্টার : মুুক্তাগাছায় শিশুর অপুষ্টি প্রতিরোধে সভা।
আজ বুধবার বুধবার পারিবারিক খাবার সমৃদ্ধ করনের মাধ্যমে শিশুর অপুষ্টি প্রতিরোধ করা বিষয়ক সরকারি সহায়তা সমন্বয় করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের শহীদ হযরত আলী অডিটরিয়ামে বাংলাদেশ এমআইওয়াইসিএন হোম ফর ফরটিফিকেশন প্রোগ্রামের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক এর স্যোশাল কমিউনিকেটর ফর স্যোশাল চেঞ্জ আব্দুল্লাহ আল মামুন।
প্রবন্ধের উপর আলোচনা করেন সেক্টর স্পেশালিষ্ট আশিকুর রহমান ব্র্যাক জেলা প্রতিনিধি ফারহানা মিল্কি। মেহেদী হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথি ও অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কাদের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ দপ্তরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা জুবায়ের আহমেদ, খালেদা খাতুন, সাংবাদিক ফেরদৌস আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার প্রত্যেক সরকারি বিভাগের প্রধান গণ, ইমাম, পুরোহিত সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেয়। শিশু জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মাত্র মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা, ৬ মাস পর থেকে ২ বছর পারিবারিক বাড়তি খাবার ও ৬-৫৯ মাস বয়সি শিশুদের পুষ্টিকণা’র ডোজ, সুফল, খাবারের সাথে পুষ্টি কণা খাওয়ানোর নিয়ম সহ শিশুর বৃদ্ধি, বিকাশ, শক্তি ও পুষ্টি চাহিদা পূরণের সার্বিক তথ্যাদি উপস্থাপন করা হয়।
মুুক্তাগাছায় শিশুর অপুষ্টি প্রতিরোধে সভা
©somewhere in net ltd.