![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
জিয়ার মাজার আর মাজার নেই, ব্যায়ামাগার হয়ে গেছে!
স্বাস্থ চর্চা বা বিনোদন কেন্দ্র হিসাবে বিএনপি তা ব্যবহার করা শুরু করেছে। দুঃখ হলো মাজার কে কি না মজার যায়গা বানালো?
এখন মানুসশ আহত হয়, ড্যাবের হামলায়। র্যাবের ক্রসফায়ারে নয়!
বিএনপিপন্থি ডাক্তারদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শেরে বাংলা নগরে বিএনপির জিয়াউর রহমানের মাজারে ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হক ও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক ডা. মাজহারুল ইসলাম দোলন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জিয়ার মাজার এবং বেইলি ব্রিজের মাঝমাঝি স্থানে এ ঘটনা ঘটে। তাদের মধ্যকার দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদেরও অংশ নিতে দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আগত ড্যাব ও বিএনপি নেতারা প্রাণভয়ে এদিক-সেদিক দৌড়াতে থাকে।
সংঘর্ষের বিষয়ে ডা. মাজহারুল ইসলাম দোলন জানান, তাদের সঙ্গে এ সংঘর্ষ থেকে শুরু হয়নি। এটা শুরু হয়েছিল ১/১১- এর সময়। তখন দুর্নীতিবাজ ডা. জাহিদ দেশের বাইরে ছিল। আর ডা. আজিজুল হক ছিলেন সংস্কারপন্থি।
এখন তারা কাউন্সিল না করে আগে যারা বাম সংগঠন করতো তাদেরকে বিভিন্ন কমিটিতে স্থান দিয়েছে। আর সাবেক ছাত্রদলের নেতাদের বাদ দিয়েছে।
এরই অংশ হিসেবে বগুড়ার ড্যাবের নেতা ডা. শাহজাহান ও ময়মনসিংহ-এর ড্যাবের নেতা মুসাকে সেখানকার কমিটি গঠন করা হয়েছে। ফলে আমাদের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভ কাজ করছিল।
কিন্তু জিয়ার মাজারে ফুল দেয়া শেষে বেরিয়ে আসার সময় হঠাত্ পিছন থেকে আমাদের উপর ইট-পাটকেল মারতে থাকে জাহিদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা। এতে আমার বেশ কিছু সমর্থক আহত হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ডা. এ কে এম আজিজুল হক বলেন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কে বা কারা সংঘর্ষ ঘটিয়েছে সেটা জানি না। তবে সংঘর্ষে ড্যাবের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ড্যাবের মহাসচিব বলেন, আমি হলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আর দোলন একজন সামান্য ড্যাবের সদস্য। তার সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে। কিন্তু কোন দ্বন্দ্ব নেই। ড্যাবের ঐক্যের প্রতি ঈর্ষান্বিত (?) হয়ে বিরোধী শক্তির লোকেরা এ ধরনের সংঘর্ষের অপপ্রচার চালাচ্ছে। আমাদের কোনো ডাক্তার আহত হয়নি।
জানা গেছে, ডা. দোলন এবং জাহিদের মধ্যে ড্যাবের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব বিরাজ করছে।
গত ৩০ জুলাই সংসদ ভবনের এলডি হল চত্বরে ড্যাবের ইফতার মাহফিলেও দোলন-জাহিদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
২| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৬
সাবু ছেেল বলেছেন: জিয়ার মাজার আর মাজার নেই, ব্যায়ামাগার হয়ে গেছে!
সহমত ১০০% ।
৩| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৩
মেনােশদাস বলেছেন: Rest on one's oars-সামান্য খ্যাতির পর চেষ্টাহীন
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
সাবু ছেেল বলেছেন: জিয়ার মাজার কি বিএনপির মজার যায়গা?জিয়ার মাজার আর মাজার নেই, ব্যায়ামাগার হয়ে গেছে!
সত্যই,ব্যাপারটা এখন ভেবে দেখার মত!! তারা ব্লগে,এদিকে-সেদিকে এত ভালো ভালো,মহান মহান কথা বলবে আর একজন মুসলমান;যে নাকি আবার নিজেদের দলের মেইন নেতা,তার কবরের সামনে যেয়ে লাফালাফি করবে-এটাতো ভাই মেনে নেওয়াটা নিদারুণ কষ্টকর !!