নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
এশীয় বংশোদ্ভূত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেল বিজয়ী ড. ইউনূসকে দেখানো হয়েছে ভারতীয় নাগরিক হিসাবে। তালিকায় ড. ইউনিসের নাম রয়েছে ৫৪ নম্বর স্থানে।
‘১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ান পিপল অব ২০১৪’ শীর্ষক তালিকায় ২২তম প্রভাবশালী ব্যক্তি হিসেবে নাম রয়েছে শেখ হাসিনার।
এই তালিকার প্রথম পাঁচের মধ্যে তিন জনই ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সদস্য। দ্বিতীয় স্থান পেয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং চতুর্থ এবং সোনিয়া তনয় ও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী পঞ্চম স্থানে রয়েছেন। শীর্ষ স্থানে পেয়েছেন চীনের নয়া প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনীতি, খেলা, ব্যবসা, ব্যাংকিং থেকে অর্থনীতি, বিনোদন, দর্শন- এই ছয়টি শ্রেণিতে ভাগ করে এই তালিকা প্রকাশ করেছে এশিয়ান অ্যাওয়ার্ডস।
এশিয়ার ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে ভারতীয় রয়েছেন ৩৯ জন। প্রভাবশালী হিসাবে ভারতের মধ্যে যারা স্বীকৃতি পেয়েছেন, তাদের মধ্যে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (নবম), ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (১৯তম), শিল্পপতি লক্ষ্ণী মিত্তল (২০তম) অন্যতম। রয়েছেন অভিনেতা অনুপম খের, অভিনেত্রী নীনা ওয়াহিদা, লেখক হানিফ খুরেশিও। ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ অভিনেতা স্যার বেন কিংসলেও এই তালিকায় রয়েছেন। কিংসলে ১৯৮৪ সালে ‘গান্ধী’ ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। সুত্রঃ দ্য বেঙ্গলি টাইমস ডটকম
দা বাঙ্গালি টাইমস এর খবরটি সম্পূর্ণ সঠিক নয় নিজেই দেখুন the Asian Awards Ltd.এর ওয়েবে
ওনাকে বাংলাদেশি বলেছে ওখানে। কিন্তু উনি পড়াশোনা ও সরকারের সাথে কাজ করেছেন ভারতে বলে দাবী করা হয়েছে।
সাথে হাস্যকর ভাবে ব্লা হয়েছে উনি আর্থনীতিতে নবেল পেয়েছেন। আসলে উনি আর্থনীতিতে নয় শান্তিতে নবেল পেয়েছেন। the Asian awards এর মত একটি প্রতিষ্ঠান কি করে এত বড় ভুল করে .।.।.।
বলেনতোঃড. ইউনূস ভারতীয় নাগরিক? না আর্থনীতিতে নবেল?
ক) ড. ইউনূস ভারতীয় নাগরিক।
খ) ড. ইউনূস আর্থনীতিতে নবেল।
গ) উপরের দুইটাই।
ঘ) উপরের কোনটাই না।
০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২১
তালপাতারসেপাই বলেছেন: মন্ত্রক বলেছেন: উপরের কোনটাই না।
২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আমি তো দেখলাম না ওখানে কোথাও লেখা আছে যে উনি অর্থনীতি তে নোবেল পেয়েছেন। ডান পাশের কলাম টা হচ্ছে ক্যাটাগরি, তার মানে এটা না যে উনি ওই ক্যাটাগরির নোবেল পেয়েছেন। তাহলে বলুন তো ওই ১০০ জন ই কি নোবেল প্রাপ্ত? না। উনি অর্থনীতি ক্যাটাগরিতে প্রভাবশালী ১০০ জনের লিস্টে এসেছেন। আর তিনি তার মাইক্রো ক্রেডিট এর জন্যই কিন্তু নোবেলটা পেয়েছেন।
He studied in India and was a university lecturer before working in various governmental and financial institutions
এর অর্থ কিন্তু এটা দাড়ায় না " উনি পড়াশোনা ও সরকারের সাথে কাজ করেছেন ভারতে" অর্থটা দাড়ায় "তিনি পড়ালেখা করেছেন ভারতে এবং বিভিন্ন সরকারী এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজ করার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন" তার মানে এটা নয় যে উনি ভারত সরকারের সাথে কাজ করেছেন।
গুগল ট্রানস্লেটর দিয়ে ট্রানস্লেট করলেও এত খারাপ হত না মনে হয়। ভালো করে পরুন।
১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩
তালপাতারসেপাই বলেছেন: খালি কলসি বাজে বেশী "He was awarded the Nobel Prize for his micro-credit scheme, which supported entrepreneurs with little or no assets to allow them to build self sustaining businesses."
http://www.theasianawards.com/top_100.html
৩| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: "He was awarded the Nobel Prize for his micro-credit scheme, which supported entrepreneurs with little or no assets to allow them to build self sustaining businesses."
এইখানে ভুল কি দেখলেন?
৪| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: "He was awarded the Nobel Prize for his micro-credit scheme" এর অর্থ এইটা দাড়ায় না যে সে অর্থনীতিতে নোবেল পেয়েছেন। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন ঠিক আছে বাট শান্তিতে নোবেল পাওয়ার কারন কি ছিল? তিনি মাইক্রো-ক্রেডিট নিয়ে কাজ করেই কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০
মন্ত্রক বলেছেন: উপরের কোনটাই না।