নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

সত্যিই 'ডাক্তার' কিনা, তা যাচাই করে নিন

০৪ ঠা মে, ২০১৪ ভোর ৬:৩৭



বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) অবশেষে প্রশংসা পাওয়ার মত কাজ করেছে।

Bangladesh Medical and Dental Council (BMDC) এমবিবিএস ডাক্তারদের নামের শেষে অসম্পূর্ণ বা ভুয়া ডিগ্রী না লেখার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিঃসন্দেহে ভাল পদক্ষেপ। কিন্তু আমরা আরও খুশী হতাম যদি তারা আগে ভুয়া ডাক্তার সনাক্ত করার কোন কার্যকর ব্যবস্থা নিতেন। কারন মানুষ মূলত ভুয়া ডাক্তারদের কাছেই প্রতারিত হয়, বিশেষজ্ঞ সাজা এমবিবিএস ডাক্তারদের কাছে না। একজন এমবিবিএস পাশ করা ডাক্তার যখন দেখে (বিশেষ করে গ্রাম/মফস্বলে) তার আশপাশে ডাক্তার না হয়েও অনেকে ডাক্তারী করছে, বিশেষজ্ঞ ডাক্তারদের মত ভিজিট নিচ্ছে, নামের আগে ডাঃ এবং পরে নানা রকম ভুয়া ডিগ্রী লাগিয়ে রুগী ঠকাচ্ছে, তখন অনেকটা বাধ্য হয়েই নিজেও অসম্পূর্ণ ডিগ্রী ব্যবহার করে।

যে কোন ডাক্তারের(১-৬০,০০০ পর্যন্ত) বিএমডিসি রেজিস্ট্রেসন নম্বর লিখে সার্চ দিলেই তার ছবি, নামসহ বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। তথ্যটা ছড়িয়ে দিন।

ডাক্তারদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের ভিজিটিং কার্ড এবং প্রেসক্রিপশন প্যাডে নিজের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করুন। আর রুগীদের প্রতি অনুরোধ আপনারা ডাক্তার সাহেব সত্যিই 'ডাক্তার' কিনা, সেটা হাতেনাতে যাচাই করে নিন।

বিএমডিসি'র সাইটে 'ডাক্তার' কিনা, সেটা হাতেনাতে যাচাই করাার লিন্ক bmdc.org.bd/doctors-info

অফ টপিকঃ ভুয়া ধরার জন্য এ রকম কোন পদ্ধতি কি আছে? প্রশ্ন থাকল।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৩৭

হিমচরি বলেছেন: new info...thnx

২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:০১

হাসান বিন নজরুল বলেছেন: ভালো উদ্যোগ :)

৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:০৪

এন ইউ এমিল বলেছেন: Error establishing a database connection

৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সাইট সম্ভবত এখন ডাউন আছে।

ভাল উদ্যোগ।

৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৩১

ঢাকাবাসী বলেছেন: এটা বানাতে আর এটাতে নাম ঢুকাতে বিএমডিসি কতকোটি টাকা ঘুষ নিসে আর নিবে?

৬| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৪০

নিজাম বলেছেন: কোন লাভ নেই! যারা এই প্রজ্ঞাপন জারি করেছেন তাদেরই এরকম অনেক ভূয়া ডিগ্রী আছে।

৭| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৭

নিঃশব্দ শিশির! বলেছেন: ভালো উদ্যোগ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.