নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

তারেক কেমনে করে ফাদার এডভান্স হয়?

০১ লা জুন, ২০১৪ রাত ১:২৭



যেসব বীরাঙ্গনাদের পিতৃ পরিচয় নেই, তাদের বাবার নামের পাশে লিখে দিবা, শেখ মুজিবুর রহমান। ঠিকানা দিবা ধানমন্ডির ৩২ নাম্বার। - বঙ্গবন্ধু



জিয়াকে বলেছিলেন, তুমি যদি তোমার বৌকে ঘরে না তুলে নাও, কেউ তার বৌ কে ঘরে নিবে না।



সেই জিয়া আর খালেদার পুঁচকে পোলা তারেক বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কথা বলে?

জিয়ার একটা ভাষণ দেখান, বঙ্গবন্ধুকে কটূক্তি করেছে। নেই!

তারেক কেমনে করে? তারেক ইউ আর ড্রাগ এডিক্‌টেড, গো ফর রিহেবিটেশান।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৩৩

াহো বলেছেন: ১৯৭১ সালের ১৫ মার্চ ‘টাইম সাময়িকী USA’ সেদিন লিখলো-


আসন্ন বিভক্তির (পাকিস্তানকে দুটি পৃথক রাষ্ট্রে পরিণতকরন) পশ্চাতে যে মানবটি রয়েছেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান(মুজিব)। গত সপ্তাহে শেখ মুজিব ‘টাইম’-এর সংবাদদাতা ডন কগিনকে বলেন- বর্তমান পাকিস্তানের মৃত্যু হয়েছে, সমঝোতার আর কোন আশা নেই। তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক পৃথক শাসনতন্ত্র প্রণয়নের কথা বলেন এবং জানান যে তাঁর অনুগামীরা কেন্দ্রীয় সরকারের কর দিতে অস্বীকার করেছে, যা কিনা পশ্চিম পাকিস্তানে অবস্থিত। মনে হচ্ছে তিনি তাঁর ভাষায়, ‘বাংলাদেশের স্বাধীনতা ঘোষনার দ্বারপ্রান্তে’ উপনীত হয়েছেন।…এর দুদিন আগেই পুর্ব পাকিস্তানের এই নেতা পশ্চিম পাকিস্তানিদের সম্পর্কে বলেন- ‘আমি তাদেরকে পঙ্গু করে দেব এবং তাদেরকে নতি স্বীকার করতে বাধ্য করবো।’

২| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৪৫

কানা দাজ্জাল বলেছেন: তাইলে আপনেই কন শেখ মুজিবরের বাত্তি মাইয়া যদি জিয়ার মত একজন মানুষ সম্বব্ধে উল্টা পাল্টা কথা বলে তাহলে তারে কই পাঠাইতে হয়? তারে রিহ্যাবিলিটেশনের জন্য কেউ জায়গাও দিব না। তারেক পুচকে পোলা, সে ভুল করতে পারে, বকা দেন মাগার বাত্তি আর সুটায়া গেছে, সেগুলারে কি করবেন? যেইখানে পাঠাবেন অশান্তির বীজ বপন করে আসবে।

৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৪৯

ভুয়া প্রেমিক বলেছেন: আওয়ামী ফটোশপ লীগ

৪| ০১ লা জুন, ২০১৪ রাত ২:০৯

সুমাইয়া আলো বলেছেন: শেখ মজিবুর রহমান কে কখনো মিথ্যাচার করতে শুনেছেন কিন্তু তার মাইয়ার মিথ্যা কথা না কয়লে ভাতই হজম হয় না ;)

৫| ০১ লা জুন, ২০১৪ রাত ৩:২৪

কানা দাজ্জাল বলেছেন: আপনার ব্লগের স্লোগান, আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। তাইলে এইসব আবাইল্লা কার্টুন সমৃদ্ধ আবাইল্লা পোষ্টিং এর মানে কি? এইরকম কার্টুন দেওয়া শুরু করলেতো ভাই আপনার ডিকশনারি ফুল কইরা দেয়া যাইব। এরা তো তাও জামাই বউ ছিল। উল্টা দেয়া শুরু করলে তো আপনেও ভালো জানেন ওই কার্টুনে জামাই বউ থাকব না, থাকব ভাতারদেত লিস্ট আর ফটো। আল্লাহর নাম ফিচার স্লোগানে রাইখা এইসব ফাতরামি পোষ্টিং আর দিয়েন না ভাই। পাপ লাগব। দিলে ওপর থিকা এই নামখান মুইছা তারপর যত খুশি দেন। কাউতে পচান ভাল, প্রেম দেখান তাও ভাল মাগার সৃষ্টিকর্তার নাম কপালে রাইখা মজা লইয়েন না।

৬| ০১ লা জুন, ২০১৪ রাত ৩:৫১

নিয়েল হিমু বলেছেন: সত্য শুনতে সবাই অভ্যস্ত না অন্তত যারা প্রেঃ জিয়াকে প্রথম প্রেঃ মনে করে তারা তো ভুলেও সত্য শুনবে না । টেনশন নিয়েন্না আমরা এহনো জাইগা আছি ।

৭| ০১ লা জুন, ২০১৪ ভোর ৪:১৩

াহো বলেছেন:

টাইম সাময়িকী USA’ সেদিন লিখলো-
Monday, Dec. 20, 1971
The World: Bangladesh: Out of War, a Nation Is Born



JAI Bangla! Jai Bangla!" From the banks of the great Ganges and the broad Brahmaputra, from the emerald rice fields and mustard-colored hills of the countryside, from the countless squares of countless villages came the cry. "Victory to Bengal! Victory to Bengal!" They danced on the roofs of buses and marched down city streets singing their anthem Golden Bengal. They brought the green, red and gold banner of Bengal out of secret hiding places to flutter freely from buildings, while huge pictures of their imprisoned leader, Sheik Mujibur Rahman, sprang up overnight on trucks, houses and signposts. As Indian troops advanced first to Jessore, then to Comilla, then to the outskirts of the capital of Dacca, small children clambered over their trucks and Bengalis everywhere cheered and greeted the soldiers as liberators.








Click This Link

৮| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:১০

ফারুক3655 বলেছেন: ব্লগটা B.N.P ও BAL ভাইরাস দিয়া বইরা গেসে। এদের কে Shift Delete
করার অনুরোদ রইল।

BAL ও B.N.P এর জন BHARMA ও আমাদের B.G.B k মারে।

৯| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২৮

াহো বলেছেন:

বাকশাল ---প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হবে[/sb

]----Time Magazine USA--Feb. 10, 1975
Under the new system, executive powers are vested in the President, who will be elected directly every five years, and in a Council of Ministers appointed by him. Although an elected Parliament can pass legislation, the President has veto power and can dissolve Parliament indefinitely. Parliament may remove the President, however, by a three-fourths vote "for violating the constitution or grave misconduct" as well as for physical or mental Incapacity. The amendment also empowers Mujib to set up a single "national party," thus shutting off any political opposition.
Click This Link

১০| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:১৫

তিক্তভাষী বলেছেন: বঙ্গবন্ধুকে ‘ব্যর্থ’ রাজনীতিক বলায় তারেককে ‘ছাগল’ ও ‘পিগমি’ বলেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর মতো 'সফল' রাজনীতিকের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর প্রস্তাব করেছিলেন কেন মতিয়া চৌধুরী?

১১| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিক্তভাষী বলেছেন: বঙ্গবন্ধুকে ‘ব্যর্থ’ রাজনীতিক বলায় তারেককে ‘ছাগল’ ও ‘পিগমি’ বলেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর মতো 'সফল' রাজনীতিকের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর প্রস্তাব করেছিলেন কেন মতিয়া চৌধুরী? Right !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.