নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
টিপু কিবরিয়া বা প্রকৃত নাম ফখরুজ্জামান।
তিনি একজন শিশুসাহিত্যিক, চিত্রগ্রাহকও বটে। বেশির ভাগ কাজ করেন পথশিশুদের নিয়ে। টিপু কিবরিয়া নামে পরিচিত এ শিশুসাহিত্যিক জড়িয়ে পড়েছেন জঘন্য এক অপরাধে। শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিদেশে বিক্রির অভিযোগে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জিজ্ঞাসাবাদে টিপু কিবরিয়া অপকর্মের দায় স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
সিআইডি কর্মকর্তারা জানান, টিপু কিবরিয়া ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করার পাশাপাশি শিশুসাহিত্য রচনা করতেন। এরই মধ্যে তাঁর অর্ধশতাধিক বই বেরিয়েছে। মাদ্রাসাভিত্তিক শিক্ষার পর টিপু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। যুক্ত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে। তাদের শিশু সংগঠন ফুলকুঁড়ির জন্য তিনি কাজ করতেন। তাদের প্রকাশনায় প্রায় নিয়মিত তাঁর লেখা ছাপা হতো।
সিআইডি সূত্রে জানা যায়, টিপু কিবরিয়া শিশুদের নিয়ে পর্নো ছবি তৈরির পর বিভিন্ন পে-ওয়েবসাইটে প্রচার করতেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে তাঁর পর্নো ভিডিওর ক্রেতা রয়েছে।
সিআইডি কর্মকর্তারা জানান, কার্যত বাংলাদেশ পুলিশের কাছে টিপু কিবরিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। ২০০৫ সালে ইন্টারপোল সন্ধান পায়, ঢাকা থেকে শিশু পর্নোগ্রাফি বিভিন্ন দেশে যাচ্ছে। সে ব্যাপারে নজরদারির পাশাপাশি বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়। এ চক্রের সদস্যদের ছবি ও তথ্য এত দিন পাওয়া যাচ্ছিল না। চলতি মাসে ইন্টারপোল একজন পর্নোগ্রাফারের স্কেচ সংগ্রহের পর তা যাচাইয়ের জন্য ঢাকায় পাঠায়। ইন্টারপোল জানায়, অপরাধী ঢাকায়ই আছে এবং মুগদায় তাঁর একটি স্টুডিও থাকতে পারে। এসব তথ্য নিয়ে সিআইডির সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ অনুসন্ধানে নামে। আর তাতেই সন্ধান মেলে টিপু কিবরিয়ার। তাঁকে গত মঙ্গলবার খিলগাঁও তারাবাগ থেকে গ্রেপ্তারের পর মুগদার স্টুডিওতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৩ বছর বয়সী এক পথশিশুকে উদ্ধার করা হয়েছে, যে শিশু পর্নোগ্রাফির শিকার বলে জানা গেছে। এরপর গ্রেপ্তার করা হয়েছে টিপুর সহযোগী নুরুল ইসলাম নুরু ও শাহারুল ইসলামকে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম জানান, টিপু কিবরিয়ার প্রকৃত নাম ফখরুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন এবং একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। শিশুসাহিত্য ও ফটোগ্রাফি নিয়ে প্রকাশ্যে কাজ করলেও জড়িয়ে পড়েন অপরাধী চক্রের সঙ্গে। তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির যে অভিযোগ মিলেছে, সে ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক কিছু তিনি স্বীকার করেছেন। তাঁর বাসা ও স্টুডিও থেকে কম্পিউটারের হার্ডডিস্ক, ক্যামেরা, ল্যাপটপসহ শতাধিক পর্নো সিডি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর টিপু কিবরিয়ার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাহিত্যচর্চার আড়ালে দীর্ঘদিন ধরেই তিনি শিশু পর্নোগ্রাফিতে জড়িত। এ ক্ষেত্রে পথশিশুদের ব্যবহার করা হয়েছে বেশি। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শিশু পর্নোগ্রাফির বাজার রয়েছে। এরই মধ্যে তিনি সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পর্নো সিডি ও আলোকচিত্র বিক্রি করেছেন। জার্মানি ও সৌদি নাগরিকের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই ইন্টারপোল শনাক্ত করে ফেলে টিপুকে। এ-সংক্রান্ত তথ্য যাচাই ও সহযোগীদের সন্ধান পেতে পুলিশ টিপুকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। টিপু কিবরিয়া পে-ওয়েবসাইটে পর্নো ভিডিও আপলোড করে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা সংগ্রহ করার কথা জানিয়েছেন।
সুত্র
২| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১০:২৫
শাহ আলম বাদশাহ বলেছেন: এখন বুঝলাম যে, শিবিরের নামে যা রটে তা আপনাদের মতো আহাম্মকরাই টেবিলে বসে তৈরি করে--আপনার আগেই এ সংক্রান্ত আমার লেখা পড়ুন
৩| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫
এম এ কাশেম বলেছেন: কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়,
৪| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১১:২২
তালপাতারসেপাই বলেছেন: Click This Link
৫| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১১:২৭
কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: এখানে শিবিরের নাম আনার প্রসংগটা বুঝতে পারলামনা । আপনি তারমানে বোঝাতে চাচ্ছেন ছাত্রশিবির পর্ণগ্রাফি করে %-) ! এভাবেই মুসলিমদের কেউ কুলাঙ্গার হলে পশ্চিমারা প্রকাশ করে সব মুসলিমই কুলাঙ্গার । যত্তসব ।
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৮
তালপাতারসেপাই বলেছেন: সিআইডি কর্মকর্তারা জানান, টিপু কিবরিয়া ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করার পাশাপাশি শিশুসাহিত্য রচনা করতেন। এরই মধ্যে তাঁর অর্ধশতাধিক বই বেরিয়েছে। মাদ্রাসাভিত্তিক শিক্ষার পর টিপু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। যুক্ত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে। তাদের শিশু সংগঠন ফুলকুঁড়ির জন্য তিনি কাজ করতেন। তাদের প্রকাশনায় প্রায় নিয়মিত তাঁর লেখা ছাপা হতো।
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২৭
তালপাতারসেপাই বলেছেন: বাংগালের আংগিনায় রাজাকারের ঠাই নাই
৬| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০
প্রবাসী ভাবুক বলেছেন: এখানে শিবিরের কথা লিখলেন কোন উদ্দেশ্যে? শিবির তো করে ছাত্ররা৷ ছাত্রলীগ বা ছাত্রদলে অছাত্ররা থাকলেও ছাত্রশিবিরে কোন অছাত্র আছে এটা জানা নাই৷ টিপু কিবরিয়া নামাজেরই ধার ধারে না আবার ছাত্রও নয়৷ তাহলে এরকম ফালতু কথা লিখার কি দরকার? মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে লেখালেখি থেকে বিরত থাকাই উত্তম৷
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৮
তালপাতারসেপাই বলেছেন: সিআইডি কর্মকর্তারা জানান, টিপু কিবরিয়া ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করার পাশাপাশি শিশুসাহিত্য রচনা করতেন। এরই মধ্যে তাঁর অর্ধশতাধিক বই বেরিয়েছে। মাদ্রাসাভিত্তিক শিক্ষার পর টিপু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। যুক্ত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে। তাদের শিশু সংগঠন ফুলকুঁড়ির জন্য তিনি কাজ করতেন। তাদের প্রকাশনায় প্রায় নিয়মিত তাঁর লেখা ছাপা হতো।
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২৬
তালপাতারসেপাই বলেছেন: বাংগালের আংগিনায় রাজাকারের ঠাই নাই
৭| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬
অস্তিত্বহীন বলেছেন: থাপড়ানো দরকার
৮| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৯
অস্তিত্বহীন বলেছেন: "সিআইডির সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের অতিরিক্ত ডিআইজি শাহ আলম জানান, টিপু কিবরিয়ার ৫০টির ওপর বই আছে। তিনি ফ্রিল্যান্স আলোকচিত্রী" কই তারাও তো শিবিরের কথা লিখলো না।
"সিআইডি কর্মকর্তারা জানান, টিপু কিবরিয়া ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করার পাশাপাশি শিশুসাহিত্য রচনা করতেন। এরই মধ্যে তাঁর অর্ধশতাধিক বই বেরিয়েছে। মাদ্রাসাভিত্তিক শিক্ষার পর টিপু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। যুক্ত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে। তাদের শিশু সংগঠন ফুলকুঁড়ির জন্য তিনি কাজ করতেন। তাদের প্রকাশনায় প্রায় নিয়মিত তাঁর লেখা ছাপা হতো।" - এই লেখার সুত্র কি?
৯| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:২২
তালপাতারসেপাই বলেছেন: http://www.samakal.net/2014/06/13/65941
১০| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৩
নিয়ানডার্থাল বলেছেন: কতক ছাগ-শিশুর উদয় হইয়াছে। স্ব-গোত্রের নাম নেওয়াতে তাহাদের হাটে-হাঁড়ি ভাঙ্গার মতন অবস্থা।
কাঁঠালপত্রের বন্টনে কম পড়িয়াছে বিধায় ম্যাঁ-ম্যাঁ চিৎকার- আমাদিগের গোত্রের নাম কেন উচ্চারিত হইলো - কৈফিয়ৎ চাই।
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২৩
তালপাতারসেপাই বলেছেন: সহমত @ নিয়ানডার্থাল বলেছেন: কতক ছাগ-শিশুর উদয় হইয়াছে। স্ব-গোত্রের নাম নেওয়াতে তাহাদের হাটে-হাঁড়ি ভাঙ্গার মতন অবস্থা।
কাঁঠালপত্রের বন্টনে কম পড়িয়াছে বিধায় ম্যাঁ-ম্যাঁ চিৎকার- আমাদিগের গোত্রের নাম কেন উচ্চারিত হইলো - কৈফিয়ৎ চাই।
১১| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫
তালপাতারসেপাই বলেছেন: Click This Link
১২| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:১০
নিষ্কর্মা বলেছেন: শিবিরের [পড়ুন কুকুর] কাজ শিবির করেছে
পর্নোগ্রাফি করেছে তায়
তাই বলে শিবিরের মত কাজ করা
কি আমাদের শোভা পায়??
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২৪
তালপাতারসেপাই বলেছেন: হা হা হা
১৩| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইগুলারে পাকিদেশে লইয়া গিয়া মহাসমারোহে গনসৎকারের ব্যবস্থা করিতে আজ্ঞা হউক
১৪| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: সে প্রায়ই এই সরকারকে ধন্যাবাদ দিতেন।
তার ফেসবুক দেখতে পারেন।
https://www.facebook.com/tipu.kibria/about
১৫| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১
দ্যা আহমেদ মামুন বলেছেন: এইসব কাজ টিপু কিবরিয়ার মত প্রগতিশীলরাই করতে পারে।
১৬| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:২৯
অস্তিত্বহীন বলেছেন: কমেন্টগুলোর কোন লিন্কেই তো শিবিরের কথা বলা নেই।
১৭| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:১২
মাইরালা বলেছেন: সোজা কথায়, এই পোস্টদাতা হচ্ছে ভারতীয় কুকুরের বীর্যে জন্মান দালাল।
শিবিরের ছেলেদের সাথে পরিচয় আছে কয়েক বছর ধরে। তারা এমনকি জুনিয়র ছেলেদের সাথে "আপনি" ছাড়া "তুমি" করে কথা বলে না।শিবিরের সবচেয়ে বড় দোষ হচ্ছে ছাত্রলীগের মানিকের মত ১০০ ধর্ষণের সেঞ্চুরির রেকর্ড নেই। শিবিরের দোষ হচ্ছে তারা লীগের মত চাঁদাবাজি টেন্ডারবাজি করে বেড়ায় না। তাদের সবচেয়ে বড় দোষ হচ্ছে তারা ইসলামিক। হ্যা আপনি ইসলামিক মাইন্ডেড হন, আপনার সমালোচনা করার জন্য লোকের অভাব হবে না। আর এই সব বাল ছালের হাম্বাদের চরিত্র কেমন ভালই জানা আছে। প্রতিদিনকার খবরের কাগজটা খুললেই দেখা যাবে অমুল লীগ নেতা ধর্ষণের অপরাধ, তমুক যুবলিগের অর্থআত্মসাৎ ইত্যাদি ইত্যাদি। তারপরেও শিবির খারাপ, সব দোষ শিবিরের।
কয়েকটা হাম্বা ভাদার ম্যাতকারে বিভ্রান্ত হওয়ার কিছু নাই।
১৮| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:২৩
মাইরালা বলেছেন: লেখকের শিরোনামে দিয়ে রাখছে
""আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব""
মহান আল্লাহর নামে বলছি আপনার এই সব কথার জন্য মৃত্যু পরবর্তী জীবনে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একটা মিথ্যা কথা দিয়ে কোন সংগঠনের সুনাম নষ্ট করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহর কাছে কি উত্তর দেবেন। আল্লাহকে সামান্য ভয় করুন।, শিবিরের নামে একান্তভাবে বদনাম যদি করতেই চান, সত্য খবর দিয়ে করুন। দিন রাতের পার্থক্য পরিস্কার হয়ে যাবে, কারা সত্তিকার অর্থেই অপরাধে লিপ্ত আছে আর কারা নেই।
১৯| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত সমর্থক ব্লগাররা এত ক্ষিপ্ত হচ্ছেন কেন?
মাদ্রাসাভিত্তিক শিক্ষার পর টিপু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। যুক্ত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে। হয়ত এখন করেনা, বা জামাত করে বা জামাত সমর্থক।
তবে জামাত সমর্থক শিশু সংগঠন ফুলকুঁড়ির জন্য তিনি কাজ করতেন, এটা নিশ্চিত।
আর তার পর্ন বানিজ্য ছিল জামাতিদের বাপ সৌদি-মধ্যপ্রাচ্য।
আর কিছু লাগবে?
২০| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৫০
মেককুমিল্লা বলেছেন: আসলে ঝগড়া না করে লেখক যদি দয়া করে কোন পত্রিকা বা টিভি চ্যানেলে সংবাদটি পেয়েছেন তার একটি লিংক দিলেই তর্কের সামাধান হয়ে যায়। তাই না?
১৭ ই জুন, ২০১৪ সকাল ৮:২১
তালপাতারসেপাই বলেছেন: লিন্ক শুরু থেকেই আছে।
হলে শখের কানা
কে করিবে মানা?
২১| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০৩
মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ... টিপু কিবরিয়া ছাত্র শিবিরের কেউ নয় .... সে গণজাগরণ মঞ্চের কর্মী ..... তার ফেসবুক প্রফাইলে গেলেই সবাই বোঝতে পারবেন ..... তা তার আকাম গুলা ধরা পরে ইন্টারপোলের গোয়েন্দা নজরদারিতে ..... ফলে তাকে গ্রেফতার না করে আর পারা যাচ্ছে না ....আর তাই গণজাগরণ মঞ্চের ভাবমূর্তি রক্ষার্থে তাকে শিবির বলে চালিয়ে দেয়া হচ্ছে .... হাস্যকর।
২২| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:২৯
মেককুমিল্লা বলেছেন: আসলে সুত্র কথাটির প্রতি প্রথমে আমার নজর পড়েনি, ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১০:২২
শাহ আলম বাদশাহ বলেছেন: আমি নিজেই একজন শিশুসাহিত্যিক হিসেবে লজ্জিত ও বিব্রত। টিপু কিবরিয়াকে আমি চিনি এবং আমার বহু লেখা সে রহস্য পত্রিকায় ছেপেছে যখন সেখানে চাকরি করতো।
কিন্তু অবাক হলাম যে লোক নামাজের ধার ধারেনা, ইসলামবিরোধী--তাকে ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত করার মতো জঘন্য অপকর্ম আপন কেনো করলেন, বুঝলাম না।
সে শিবির করলে (যদিও ছাত্র ছাড়া কেউ শিবিরে যোগ দিতে পারেনা বলেই জানি) পুলিশ তো সংবাদ সম্মেলন করে জাহির করতোই তা?
কেনো এমন অপপ্রচার করলেন--তার প্রমাণ তো আপনাকে দিতেই হবে নতুবা কান ধরে তওবা করতে হবে।