নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধাসিধে চিন্তাগুলি...

তামীম বলছি

সাধারন স্বপ্ন নিয়ে বেচে থাকা অতি সাধারন মানুষ। আজীবন সুখী থাকতে চাই।

তামীম বলছি › বিস্তারিত পোস্টঃ

তথ্যপ্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে এখনি যা করা দরকার

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

খবরঃ ইন্টারনেট গতির দিক থেকে ১৭৮ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৭১ তম।



কারণ কি? কারণ হল ব্যান্ডউইথের উচ্চমূল্য। ৫১২ কেবিপিএস এর লাইনের চেয়ে ১ এমবিপিএস লাইনের দাম প্রায় দ্বিগুণ, আর ২ এমবিপিএস লাইনের দাম ১ এমবিপিএসের দ্বিগুন।



বাংলাদেশের ব্যান্ডউইথের দাম বিবেচনা করলে দেখা যায় ৫১২ কেবিপিএস এর লাইনের মূল্যটাই কেবল সাধারণ মানুষের ধরা ছোয়ার মাঝে। বিটিটিবি যদি ৫১২ এর দামে ২ এমবিপিএস স্পীড জনসাধারণের কাছে দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিত, তবে সাধারণ জনসাধারণ ক্রয়সীমার মাঝেই মানসম্পন্ন ইন্টারনেট[স্পীড অনুযায়ী] ব্যবহার করতে পারত। এতে মানুষকে একটা ক্লিক করে আর পরের পাতার জন্য ঝিম মেরে বসে থাকতে হত না। তথ্যপ্রযুক্তি নির্ভর সেবাগুলি অনেক দ্রুতগতির হত। ফলে এক ধাপে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যেত।



দাম বেশী রেখে লাভ কার হচ্ছে? জনসাধারণের? অবশ্যই না। কর্তৃপক্ষ বলছে - দাম কমিয়েছি, কিন্তু ভোক্তা পর্যায় পর্যন্ত এর সুফল পৌছায়নি। আর ব্যবসায়ীরা বলছে - অন্যান্য খরচ বেড়ে যাবার দরুন ভোক্তা পর্যায়ে দাম খুব একটা বেশী কমান সম্ভব হয়নি। তাহলে এই দাম কমানোতে সাধারণ জনসাধারণের কি লাভ হল?



উন্নত বিশ্বে ৪ [4] এমবিপিএসকে সাধারণ স্পীড ধরা হয়। তাই বিটিটিবি কর্তৃপক্ষের উচিত, নূন্যতম এর অর্ধেক অর্থাত ২ এমবিপিএস যাতে আমাদের সাধারণ মানুষের ক্রয়সীমার মাঝে রাখা যায় - সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।



ডিজিটাল বাংলাদেশ শুধু শ্লোগানে না রেখে সেটা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেবার ইচ্ছে থাকলে এই বিষয়টি আশু বাস্তবায়ন করা দরকার।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

জহীরুল ইসলাম বলেছেন: একদিক দিয়ে ইন্টারনেটের বিল বাড়াবে, কামাবে না অন্যদিক দিয়ে দেশ কে ডিজিটালের সাগরে ভাসিয়ে দিবে...............

ডিজিটালের গোষ্ঠী কিলাই......।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

তামীম বলছি বলেছেন: সবাইকে সচেতন করে এই বিষয়টার উপর গণদাবী তুলতে হবে। তবেই দেখবেন সব ঠিক হয়ে যাবে।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: টিক নিজ
আর সব ইডিয়ট
চালায় লোকে
দুষ হয় ইন্টারনেট

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

তামীম বলছি বলেছেন: /:) /:)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

জাহিদ হাসান বলেছেন: আমার মনের কথাটিই লিখেছেন । আমার ব্লগের প্রোফাইলেও এই দাবী রয়েছে -

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

তামীম বলছি বলেছেন: এই দাবী নিয়ে এগিয়ে যেতে হবে।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

পরিযায়ী বলেছেন: সাথে আছি

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

তামীম বলছি বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

জাহিদ হাসান বলেছেন: সারা বাংলাদেশে সহজে ব্রডব্যান্ড ইন্টারনেট , ইন্টারনেটের স্পিড ৩ এমবিপিএস পর্যন্ত উন্নত করা এর মূল্য সাধারন জনগনের হাতের নাগালে রাখার দাবী আদায়ের জন্য আমি একটি আইডিয়া খুজে পেয়েছি ।
এর জন্য একটা নিদিষ্ট দিন ঠিক করতে হবে এবং এর জন্য কয়েক হাজার মানুষকে এই দাবীতে একত্র করার ব্যাবস্থা করতে হবে ।
আইডিয়াটা হল-

আত্নহুতি !!

নিজের মাতৃভূমিকে আধুনিক বিশ্বের মত করে গড়ে তুলতে এই সামান্য কাজটুকু করা যেতেই পারে !

আমি আমার জীবনকে দেশের উন্নয়নের জন্য দিতে প্রস্তুত , আপনি প্রস্তুত তো ?

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

তামীম বলছি বলেছেন: আত্মহুতি সমাধান নয়। গণ অনশন করা যেতে পারে, এক বেলা, এবং ৫ মিনিট গণ নিরবতা।

আরো ভাল করে চিন্তা করে একটা কিছু বের করা যেতে পারে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

জাহিদ হাসান বলেছেন: ব্রেকিং নিউজ শুনুন- ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে গাজীপুরের কাপাসিয়ায় ইন্টারনেট সংযোগ দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিটিসিএল । তাদের ফেসবুক ফ্যান পেইজে আমার প্রশ্নের জবাবে তারা এটি জানায় ।

আন্দোলনে নামা ছাড়া আর কোন উপায় রইল না । আসুন দিন তারিখ ঠিক করে আন্দোলনে নামি । ফেসবুক সহ সবখানে এটা শেয়ার করুন । ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সফল হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.