![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন হল আমার ব্লগটা নীরব হয়ে আছে, আমার কিছু লেখা হয় না। কেন হয় না জানি না। লেখার আগ্রহটা কোথায় যেন হারিয়ে গেছে। আজকে তবু আমি লিখতে বসলাম কি লিখব জানি না। হয়ত আমার কথা লিখব, আমার অনুভূতি লিখব।
আজকে বিকেলে হঠাৎ এক পশলা বৃষ্টির পর আকাশটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। খোলা জায়গার বসে আকাশের বিশালতা অনুভব করছিলাম। আকাশের বুকে টুকরো টুকরো অনেক মেঘ ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষন ধরে আকাশটাকে দেখছিলাম। আকাশ দেখতে দেখতে পাশ থেকে এক ফ্রেন্ড বলছিল, "ভূত, আকাশের মেঘ হয়ে থাকিস না, আকাশের নীলটুকু হ। মেঘগুলো ভেসে বেড়ায়, নীলটুকু স্থির থাকে।"
আপেক্ষিকতায় ভরা এই পৃথিবীতে শুধুই কি আকাশের ওই নীলটুকুর মত হয়ে থাকলে হয়? মাঝে মাঝে মেঘও হতে হয়। আজকের আকাশে যেমন ওই মেঘটুকু না থাকলে আকাশটা অত সুন্দর হত না, মানুষের জীবনটাও অনেকটা তেমনই।
জীবনে খুব বেশী স্থির হয়ে থাকলে ঝড় উঠলে সেই ঝড়ের সাথে হয়ত লড়াই করা যায় না, ঝড়ে একটু নড়ে উঠতেই হয়। তখন মেঘের মত একটু ভেসে যাওয়া ভাল, তবে পালিয়ে যাওয়া নয়। আবার মেঘ হয়ে বেশী দূরে চলে গেলে গন্তব্যও অনেক সময় দূরে চলে যায়।
আর বেশী কিছু লিখতে ইচ্ছে করছে না। ইদানিং সব কিছু কেমন যেন এলোমেলো মনে হয়। কোথায় যেন ছন্দপতন হয়েছে কিংবা কোন একটা সুঁতো ছিড়ে গেছে। মিলছে না অনেক কিছুই। জানি না এখন আমার কি করা উচিত। মেঘ হওয়া উচিত? বৃষ্টি? নাকি আকাশের নীলটুকু?
১৫ ই জুন, ২০১১ রাত ১১:২০
ভুত. বলেছেন: হুম....
২| ১৫ ই জুন, ২০১১ রাত ১১:২১
অরিত্রো বলেছেন: ডেস্টিনির শুয়াররা এবার স্কুল শিক্ষকদের উপর হামলা করল
Click This Link
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:১৮
ভুত. বলেছেন: দেখলাম।
৩| ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩২
কবীর হুমায়ূন বলেছেন: ইদানিং সব কিছু কেমন যেন এলোমেলো মনে হয়। কোথাও ছন্দপতন হয়েছে মনে হয়, অথবা কোন একটা সুঁতো ছিড়ে গেছে। যার জন্য গাঁথতে পারছি না ভাবনার মালা।মিলছে না অনেক কিছুই। কেনো এমন হয়? জানি না, কি করা উচিত? মেঘ হবো, না বৃষ্টি? না আকাশের নীল?
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৫৪
ভুত. বলেছেন: কি হওয়া উচিত?
৪| ১৫ ই জুন, ২০১১ রাত ১১:৪৪
জয় রাজ খান বলেছেন: আপনার মতো আমারও একি অবস্থা!! ব্লগে লিখতে ইচ্ছে করে না
জীবনে খুব বেশী স্থির হয়ে থাকলে ঝড় উঠলে সেই ঝড়ের সাথে হয়ত লড়াই করা যায় না, ঝড়ে একটু নড়ে উঠতেই হয়। তখন মেঘের মত একটু ভেসে যাওয়া ভাল, তবে পালিয়ে যাওয়া নয়। আবার মেঘ হয়ে বেশী দূরে চলে গেলে গন্তব্যও অনেক সময় দূরে চলে যায়।
আমার মনে হয় জীবন কে তার হাতেই ছেড়ে দেয়া উচিত যাক না উড়ে!! যেখানে যেতে চায়......
অনেক দিন পর ভুতের লিখি ভাল লাগলো
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৪৭
ভুত. বলেছেন: মাঝে মাঝে ছন্নছাড়া ভাবে উড়ে যেতে দিতে ইচ্ছে করে না জীবনটাকে। মনে হয় নিজের মত করে সাজাই, তবে হয় না।
লিখি ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ
৫| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:০২
সায়েম মুন বলেছেন: আকাশের নীল হয়ে থাকা মানে একটা আটপৌরে বিষয়।
তার চেয়ে মেঘের ভেলাই ভাল। দেশে দেশে ঘুরা যায়। বৈচিত্র্যতা চোখে পড়ে। চোখে ভাসে নতুন স্বপ্ন। নতুন দিগন্ত উন্মোচিত হয়।
সুন্দর করে লিখেছেন।
অট. আপনি ভুত নিক নিছেন ক্যান? ভুত নিয়ে তো কখনো কিছু লিখেন না। আমি কিন্তু ভুত নিয়ে লিখেছি। আপনার কমেন্টের রেশ ধরে আমার মেঘের বাড়ি নামক ছড়াপোষ্টে। হয়ত খেয়াল করেননি। তাই বললাম। আর অনধিকার চর্চা করে ভুল করে থাকলে মাফ কৈরেন কিন্তু
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৫২
ভুত. বলেছেন: হুম ঠিক মেঘের ভেলাই ভাল.. মনের মত করে উড়ে যাওয়া যায়। মাঝে মাঝে নীলটুকু হয়ে থাকাও খারাপ না বোধ হয়
আমি ভূত নিক কেন নিয়েছি আমি নিজেও জানি না
যতদিন ধরে ব্লগিং দুনিয়াতে আছি ততদিন ধরে ভূত নিকেই আছি। আর ভূত নিয়ে কিছু লিখতে পারি না, আমি ভূত তো তাই হয়ত
এক যে ছিল মামদো ভূত কবিতাটা আমার অনেক পছন্দ হয়েছে
৬| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:০৯
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: নীল তো কস্টের রঙ। এরচেয়ে সাদা সাদা তুলার মত মেঘ কত সুন্দর দেখতে। এক জায়গায় স্থির থাকলে তো জীবন চলবে না। আপনি বরং মেঘই হন।
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৫৫
ভুত. বলেছেন: হুম....
৭| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:১২
শিশিরের বিন্দু বলেছেন: সুন্দর হতাসাগ্রস্থ অনুভূতি। আমি প্লাস দিলাম। কিন্তু কেন এই হতাশা, কেন লিখা লিখি বন্ধ? কেন আকাশ পানে চেয়ে উদাস হয়ে বসে থাকা? আমার মতো বৃষ্টিতে বাংলামটর থেকে পান্থপথ পর্যন্ত বৃষ্টির মধ্যে হাঁটলে নির্ঘাত এমন মন খারাপ করা কিছু লিখতে পারতেন না। যা হোক হয়তো মাঝে মাঝে মেঘ হতেও ভালো লাগে, মাঝে মাঝে ঝলমলে রোদ্দুর, কখনোবা ভাবসা গরম আর কখনো প্রচণ্ড বাতাসের সাথে লড়াই।
আমার ভাবনাগুলো বড়ই অগোছালো, তাই লিখি একটা হয়ে যায় আরেকটা। এখন কি লিখিছি আর কি হয়েছে আল্লাহই জানেন।
ভালো থাকবেন, আর আর আপনার মন এখন থেকে দোলনায় চড়ে মেঘের মাঝে নীল আকাশে ঘুরে বেড়াক।
অঃ টঃ আপনাকে ভালো লেগেছে আপি>
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:০৫
ভুত. বলেছেন: কেন কিছু কিছু উত্তর আমার কাছে আছে, কিছু উত্তর আমার কাছে নেই। সেগুলো খুব তাড়াতাড়ি আমার পাওয়া দরকার। নিজেকে খুঁজে পাওয়া দরকার। লেখালেখির কথা বলতে পারি না, কেন যেন কিছু লিখতে গেলে কি বোর্ডটা হঠাৎ থেকে যায়। আর লেখা হয় না।
আপনি কিন্তু অনেক ভাল লেখেন আপু। আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয়
আপনিও ভাল থাকবেন আপু
অ: ট: আপনাকেও আমার অনেক ভাল লেগেছে আপু আর আমারকে তুমি করে বলবেন। আমি আপনার থেকে অনেক ছোটই হব
৮| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:১৫
ইলুসন বলেছেন: "ভূত, আকাশের মেঘ হয়ে থাকিস না, আকাশের নীলটুকু হ। মেঘগুলো ভেসে বেড়ায়, নীলটুকু স্থির থাকে।"
চমৎকার লাইন।
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:০৫
ভুত. বলেছেন: ধন্যবাদ
৯| ১৬ ই জুন, ২০১১ রাত ১২:৫৪
কাদা মাটি জল বলেছেন: ধূর্, নীল টুকু তো সব মানুষই হতে চায়, জীবনে থিতু হয়ে চায়না এমন মানুষই বিরল।
শুধুমাত্র আলাদা থাকার জন্যে হলেও, আমি বরং মেঘ হবো। যেখানে ভীড়, সেখানে ভালো ছেলেরা যায় না।
লেখা ভালো লাগলো।
লেখা পেয়ে ভালো লাগলো।
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:১৫
ভুত. বলেছেন: আমি ভাবছি মাঝে মাঝে নীল হব মাঝে মাঝে মেঘ
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
১০| ১৬ ই জুন, ২০১১ রাত ১:৪৯
রিয়েল ডেমোন বলেছেন: কথাগুলো সুন্দর,
আপু চেষ্টা কিরে দেখ কবিতা লেখতে পারো কি না?
চেষ্টা করতে তো দোষ নেই
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:১৭
ভুত. বলেছেন: আমি আর কবিতা?
ভয় পাইছি
তবে দেখি চেষ্টা করে দেখতেও পারি।
১১| ১৬ ই জুন, ২০১১ রাত ২:০০
নীরব 009 বলেছেন: পোস্টে ভাল লাগা।মেঘ হয়ে যান।বিভিন্ন রঙের মেঘ।ভাল লাগবে।
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:১৮
ভুত. বলেছেন: হুম....
১২| ১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৪০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আকাশের নীলটুকু
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:০৮
ভুত. বলেছেন: এক মাত্র আপনিই নীলটুকু হতে বললেন
১৩| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:০৪
অচিন রুপকথা বলেছেন: জীবনে খুব বেশী স্থির হয়ে থাকলে ঝড় উঠলে সেই ঝড়ের সাথে হয়ত লড়াই করা যায় না, ঝড়ে একটু নড়ে উঠতেই হয়। তখন মেঘের মত একটু ভেসে যাওয়া ভাল, তবে পালিয়ে যাওয়া নয়। আবার মেঘ হয়ে বেশী দূরে চলে গেলে গন্তব্যও অনেক সময় দূরে চলে যায়।
অনেক ভালো লাগলো ভুত...
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:০৮
ভুত. বলেছেন: ধন্যবাদ আপু
১৪| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১৩
চর্যা পদ বলেছেন: ছবিটা খুব সুন্দর।অল্প কথায় বেশ গুছিয়ে লিখেছেন।অনেকটা আপনার ছবির নীল আকাশের বুকে ভেষে থাকা টুকরো টুকরো সাদা মেঘের মত সুন্দর লেখাটা।
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১৮
ভুত. বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
১৫| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:০০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মেঘতো চলে যায়, নযতোবা বৃষ্টি হয়ে ঝড়ে যায়। আর নীল? সেতো রয়ে যায় সুন্দরতম হয়ে।
১৮ ই জুন, ২০১১ রাত ৯:২৫
ভুত. বলেছেন: সুন্দর বলেছেন
১৬| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:১৬
সত্যবাদী মনোবট বলেছেন:
একদম আমার মনের কথা.......
ভূতের সাথে দেখি আমার মিল আছে....বাহ!! ভালো লাগলো
রোবট+ভূত= রোবভূত
১৮ ই জুন, ২০১১ রাত ৯:২৬
ভুত. বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
রোবভূত কি জিনিস?
১৭| ১৭ ই জুন, ২০১১ দুপুর ১:১৮
মাহী ফ্লোরা বলেছেন: vut apu amn mon kharap kora lekha kno apu?
১৯ শে জুন, ২০১১ সকাল ৮:৪৫
ভুত. বলেছেন: জানি না আপু
১৮| ১৭ ই জুন, ২০১১ বিকাল ৫:১১
পটল বলেছেন:
তুমি মেঘ হবে মেয়ে
তুমি কি চাও না দূরের
নীল সাদা মেঘের ভেলা
বয়ে যাক হৃদয় ভবুনে
মেয়ে তুমি কি নীল নীলিমার
কাছে যাবে, যেথা স্বপ্নীল সবকিছু
রুপ, স্নিগ্ধতার নীলে
ভাসবে সারা দিন মান!
তুমি কিবৃষ্টি হবে মেয়ে
ঝির ঝির বা ঝর ঝর!
অথবা তীব্র আহবানে
আষাঢ়ে ঢাকা গগনে!
পারো তুমি হতে সব্ই
মন যদি হয়, প্রজাপতি
১৮ ই জুন, ২০১১ রাত ৯:২৮
ভুত. বলেছেন: কবিতাটা কি ভাইয়া আপনার লেখা?
কবিতাটা অনেক অনেক অনেক ভাল লেগেছে
এমন সুন্দর একটা কবিতার জন্য অনেক ধন্যবাদ
১৯| ১৭ ই জুন, ২০১১ বিকাল ৫:১৮
নুপুরের রিনিঝিনি বলেছেন: বৃষ্টির পরের রংধনু হয়ে যান..
মন ভালো হয়ে যাবে :-)
১৮ ই জুন, ২০১১ রাত ৯:২৮
ভুত. বলেছেন: রংধনু হওয়া অনেক কঠিন
২০| ১৭ ই জুন, ২০১১ রাত ১০:১৪
চশমখোর বলেছেন: অনেকদিন বিরতি দিয়ে লিখলেন।
লেখালেখিতে বিরতি দেয়া ভালো।
একনাগারে লেখালেখি করলে বিরক্তি চলে আসে।
জীবনে খুব বেশী স্থির হয়ে থাকলে ঝড় উঠলে সেই ঝড়ের সাথে হয়ত লড়াই করা যায় না, ঝড়ে একটু নড়ে উঠতেই হয়। তখন মেঘের মত একটু ভেসে যাওয়া ভাল, তবে পালিয়ে যাওয়া নয়। আবার মেঘ হয়ে বেশী দূরে চলে গেলে গন্তব্যও অনেক সময় দূরে চলে যায়।
এই লাইনগুলো খুব বেশি ভালো লেগেছে।
আমার মতে নীল হওয়াই ভালো।
১৮ ই জুন, ২০১১ রাত ৯:৩৫
ভুত. বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ
হয়ত নীলই হব।
২১| ১৯ শে জুন, ২০১১ রাত ৩:৫৬
অভ্রমালা বলেছেন: মেঘ হওয়া উচিত? বৃষ্টি? নাকি আকাশের নীলটুকু?
আমি নিজেও জানিনা।
ভাবনাগুলো সুন্দর।
১৯ শে জুন, ২০১১ সকাল ৮:৪৫
ভুত. বলেছেন:
২২| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:৩৪
খুশবু বলেছেন: কারে কি বলবো ,সবার জীবন এমনই যাচ্চে,তার ছিড়া অবস্হা ।
২৫ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
ভুত. বলেছেন: হুম...
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:১৪
অনিক আহসান বলেছেন: আকাশের মেঘ হয়ে থাকিস না, আকাশের নীলটুকু হ।
---------------------------------------------------------------------------------
সব সময় যদি তাই হওয়া যেত....