![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান
জানো কষ্ট কি!
কষ্ট নিয়ে আর কি বলি। কষ্ট উহ, কষ্ট আহা। কষ্ট ভোগায়, না ভাগে। কষ্ট বিবর্ণ, কষ্ট তিক্ত, নীল, কষ্ট বিশ্রী। কষ্ট ভীষণ রকমে কষ্ট, কি যে কুৎসিত মায়াবতী।তোমার জন্য সন্ধ্যাছটা, মৃন্ময়ী অব্যয়ী শরৎ। আমার তরে অবিরাম কাদামাখা বরষাকাল, স্নিগ্ধ সকালে খুব হুট করে নামা অজর বর্ষণ, জলধারা শ্রাবণ কখনো প্লাবন। কষ্ট নিভৃতচারী, থাকে বাঁধা। সে কাদাখোঁচা কাদাজল । দগদগে, থকথকে। মনের অজান্তে শরীরে রি রি তোলা জ্বালাতন, যায়না তাকে কভু এঢ়ানো, চায়না যেতে সে ছেড়ে। আমার মধ্যিখানে এ বর্ষাবসান নয়তো দু'মাস পরে, আজন্ম একান্তচারী সঙ্গীনি, যেন ছায়াসাথী। ছায়ারাও করে অভিমান রাতবিরাতের আধারে মাঝেমাঝে, যায় পালিয়ে। বর্ষা তো যায়না, কাদা যে যায়না। থাকে স্লেটকালো অন্ধকারে, থাকে আরো বেশী। সময়ে থাকে, অসময়ে আসে বেশীবেশী। সে নশ্বর চিরবিবাগী। সদা বিরাগী বছরবছর। কতবার সে সফেনের কাছে পর্যন্ত পৌঁছেছি! খুব কাছাকাছি। চাইলে হয়তবা এক লাফে ছোঁয়াও ছিল সম্ভব। সব সম্ভাবনা হয় খুন, হয় উদ্ধত খুনে ফেরারী। সম্ভাবনা ভেঙে কী স্পষ্টতায় 'সম্ভব' ও 'না' দুটি অক্ষর প্রপঞ্চে হয়ে যায় দ্বিদল !
রক্ত ঝরে কি!
ঝড়ে বৃষ্টি, ঝড়ে বর্ষা। যত আছে মেঘ কাল। নিঃসীম নির্দ্বিধায়। দৃষ্টিসীমানাতে এলেই এতো সুখ, ছোঁয়া সীমানায় এলে তবে সে সুখ হবে কেমন! সে কি তবে সুখসুনামি ভ্রমন! ছোয়া হয়নি, হলোনা তো এখনো। কাদায় পিছলে পরি বারবার, সব হয় পঙ্কিল কর্দমাক্ত । আমার বস্ত্র, অঙ্গ - প্রত্যঙ্গ, ফুসফুস আর হয় বিরান হৃদয়োক্ত ভূমি । কাশফুল বুঝি আর ছোঁয়া যে হবেনা। ওই, দেখা যায় তবু, দোল খায়, দোলা দেয়, দুলছে হাওয়ায়। দুলছে ওই সুদূরে, ওই এলো সে ঝাপসা হয়ে।
এলো বুঝি সে!
সাদা, ধবধবে সাদা হয়ে যাচ্ছে ধূসর, হয়ে উঠে ধূধূ। উড়ছে, উড়ছে ওই হাওয়ায়, তার স্খলিত বসনাঞ্চল লুটোয় ধূলিকাময় ।
কিছু তার বারিষধারায়, কিছু তার অজানায়।
উড়ছে.....ওই....দুলছে…..সে.... লুটোচ্ছে ......
ঝমঝমিয়ে বৃষ্টি নামবে...... বুঝিবা এক্ষুনি.......
নামল কি!..............
#tamimbooks
©somewhere in net ltd.