নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্কাপ্রেম

মেহেদী হাসান তামিম

কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান

মেহেদী হাসান তামিম › বিস্তারিত পোস্টঃ

ছোটদের জন্য একজোড়া ছড়া ; বড়রা না পড়লেও চলবে . ----- মেহেদী হাসান তামিম

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৯

ছড়াঃ


ধেংগী দিলাম নাম
********************

তোমার নামটি কি রে বিড়াল ছানা
সাথেই থেকো,শুনবে যা করব মানা

এতো বোকা তুমি নিজের নামটি নেই জানা!
তোমায় দেব নাম, বল তুমি দেবেনা উড়াল
কাঁধে লাগিয়ে অন্য কারো ভাঙা ডানা।

তোমার চোখ দুটো তো বেজায় সুন্দর, কি টানা টানা
সময় পেলে কাজল দেব, তখন নড়াচড়া একেবারে না।

তুমি তো দেখছি ভালোই ত্যাঁদোর
করি তোমায় এতো আদর,
মাছের কাটা না পেলে কর এমন ভংগী
আজ থেকে তোমার নামটি দিলাম ধেংগী

ধেংগি বিড়াল
********************

ডিং ডং ডিং
কলিং বেলটা
করে তিড়িং বিড়িং
দৌড়ে যায়
মা দরোজায়
বাবু ভেবেছে
বাবা এসেছে।
নাতো এতো যে
হুলো বিড়াল
বাবু চাপড়ায়
নিজের কপাল!
হায়রে হায়
ধেংগি বিড়াল
করে ঝামেলা
সকাল বিকাল।
খেয়ে দেয়ে নেয়ে
দেয় আবার উড়াল।

**মেহেদী হাসান তামিমের শিশুতোষ ছড়াসমগ্র " ধেংগি " থেকে কবিতা দুটি নেয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.