![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান
আধারাগ্রাসন
----------------মেহেদী হাসান তামিম
আলোক ও আধারির মাঝে বিরাজিত ধূধূ হাহাকার এক
বোধের বেদিতে নিত্য হয় যে জমা শুকনো বাসি ফুল
সময় আসে একেক, কিছুতেই শান্ত হয়না নিঃসীম এ চিত্ত।
চারিদিক ছেয়ে যায় আধারের আগ্রাসী নখরনামা
পিছু হটে আলোল বিভাস চুপিসারে, খুব ধীরে
পিছোতে পিছোতেই মিলে দেখা ভূমির অন্ত
ফুরিয়ে যাচ্ছে রাজকীয় আলোকীয় দামামা যত
বিক্ষুব্ধতাহীণ, তারপর ;
নেতিয়ে পড়ে, আত্তীকৃত করে ক্লীবত্ব।
হয় শুরু অধিগ্রহন ধূসরিত অভাবী শূণ্য মনোভূমি
আলোর জানালাতে দাঁড়িয়েও চোখে পড়ে
আধারের তীব্র ঝলকদর্পণ
যায়না ছোঁয়া কোন শুভ্রতা, দখিন হাওয়া কোন
একরাশ অভিমান আসে ফের ভেসে
নিবে সে উড়িয়ে বলে
ফেলবে হারিয়ে বলে
তারপর; মনে হবে যেন তলিয়ে চলেছে ক্রমশ।
শুরু হয় যাত্রা অজানার পানে
কেউ কেউ ডুবে যায়
কেউ কেউ ভাসে ডুববে বলেই
শত চেষ্টায়, শত আকাঙ্খায়, শত দুর্বিপাকেও।
কোন দেবীমাহাত্ম্য হস্তও আসেনা এগিয়ে; তারপর -
হতাশ মনে হয়
বিলীন মনে হয়
মনেহয় সবকিছু ভীষণ রকম কালো।
*tamimbooks
৯:৩০ (সূর্যের অনুপস্থিতে)
অক্ষরবৃত্ত ছন্দ
২৬ অক্টোবর, ১৭
ছবি - অন্তর্জাল
©somewhere in net ltd.