নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্কাপ্রেম

মেহেদী হাসান তামিম

কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান

মেহেদী হাসান তামিম › বিস্তারিত পোস্টঃ

পাখিকূল মহৎ নিশ্চয় অথবা পাখির সে জীবন!!

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

পাখিজীবন
-------- মেহেদী হাসান তামিম

পাখিদের কলকাকলিময় মুখরিত বিকাল
ক্ষণেক্ষণে দেয় তবু হানা যত মন্দ মাকাল।

মহাকাল থেকে ছুটে চলি, আবার মহাকাল
পাখিদের সাথে সাথে চলি পথ সারাবেলা
অসামান্য জীবন স্বাধীনতা; উড়ে সে নেই তাড়া
নেই বসে প্রবঞ্চক যে কোন ডানে বামে উপরে
অকৃতজ্ঞ দল আছে পিছে, একা ঘোরে তারা দলছাড়া
দলে ভীড়ে শুধু তার মতো পথে চলা যারা, কি অদ্ভুদ!

মেকি ভালো সাজা, ভাণে ধরা, ভালোকথা নেই
একটাই ভাষা, একটাই বচন কিচিরমিচির শুধুুই।
খাবার - চোখের কার্ণিশে এসে জোটে যে আহার।

ভালোবাসে বন, উপোসের নেই আয়োজন
অন্তরে কালো ধরে ধর্মলেবাস নেই পড়া
নেই সীমানাজ্ঞাপক মিত্র পাখিদল, পুরো আকাশ তাদের
ভালোবাসে মেঘদল, মানুষের বিকেলেও সুখী তারা।

নেই ভয় যদি হয়, পথভোলা দিশেহারা
কাটে সবুজের বিছানায় তবু শান্তিধারা।

ঘুমায় পাখিরা, চলে গেলে আলো
তবে কি তাদের এ জীবন -
মানুষের থেকে ঢের বেশী ভালো!

৩০/১০/১৭
( অক্ষরবৃত্ত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.