![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান
এসো এ হেমন্তেই
---------------------------মেহেদী হাসান তামিম
এসো এ হেমন্তে সুতীব্র ও অতীত, ফিরে এ রণাঙ্গনে
দারুণ নির্ব্যূঢ় দাও হানা বুকের নিস্তব্ধিক বরফ গহীনে
বিরল সুচারু আঁচড় আঁক মনোজ একি সে অরণ্যে
এসো এ শীতে দিতে উষ্ণতা, শীতল বুভুক্ষু সে বুকেই।
বেজে উঠুক গীতিময়ী সুরেলা যত গীতিশতদল
ঘষেমেজে হোক চকচক অতৃপ্ত সে তৃষিত পিতল
অন্তর সাজুক ব্যথাতীর্থ, আঁখিপাতে অজর অনল
তোমার ওমে উঠবে জেগে যত শীতলা জলমহাল।
অতীত যে বড় ঝড়ো, আসে যেক্ষণে নিবিড়ে
মোম এ হৃদয়ে ধনুকের তীর হয়ে ব্যথাতুর বিঁধে
যতই নামবে তুমি ভরা ছলছল টলোমলো জল
কুড়িয়ে নিব বুকপকেটে জ্বর যাতনার দুর্বাদল।
যদি আসো এ হেমন্তেই প্রলয়বর্ষণ হবে যে অবরুদ্ধ
থমকে যাবেই কালমেঘ যত, থমকাবে ক্রন্দসী আকাশ
শীতের চাদরতলে রাখব জড়িয়ে ওগো তুমুল শক্তিতে
না এলে এবার, বরফজমাট হবেই সকল নিশ্বাসপ্রশ্বাস।
(অক্ষরবৃত্ত)
৩১/১০/১৭
©somewhere in net ltd.