নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্কাপ্রেম

মেহেদী হাসান তামিম

কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান

মেহেদী হাসান তামিম › বিস্তারিত পোস্টঃ

হ্যাল্লো, সেলুকাস ভাইয়া, তুমি কোথায়! কুউুউু উউউ---উউ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

হ্যাল্লো, সেলুকাস ভাইয়া,
তুমি কোথায়! কুউুউু উউউ---উউ

অমর একুশে গ্রন্থমেলা-তে ভাগ্যিস মেলা শব্দটির যোগ ছিল। বাঙালি যে মেলাপ্রিয় জাতি সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই।

যেকোন মেলাতেই দর্শক হয় প্রচুর, নাভিশ্বাস তোলা। বইমেলাতেও এর ব্যতিক্রম নয়।

কিন্তু ক্রেতা!
না না, উনারা ঘোরাফেরা করছেন। দেখছেন। বাছাই করছেন। সিদ্ধাম্ত নিচ্ছেন!
বাবারে, আগে আসতে দাওনা শেষ সপ্তাহ!

সেলুকাস ভাইয়া! কোথায় তুমি!
কুউু কুউু.......

তারপরেও কিছু লেখক থাকেন....কবি থাকেন......ছড়াকার থাকেন....
তারপরেও তারা লিখে চলেন...

মেহেদী হাসান তামিম এর 'অমর একুশে গ্রন্থমেলা-১৮' তে প্রকাশিত গ্রন্থসমূহ -

১) শিশুকিশোর ছড়ার বই -
''নামটি দিলাম ধেংগি- প্রথম পর্ব''

।।পাখিটি তো আগে উড়তে শিখুক, তারপর নাহয় দল বাঁধবে।।
অভিভাবকগন বাচ্চার চার বছর বয়সের মধ্যে যদি তাদের মানসিকতা, মনের মধ্যে ক্রিয়াশীল বোধগুলো সম্পর্কে বোঝার চেষ্টা না করে, জানতে না পারে তবে চার থেকে আট বছর বয়স পর্যন্ত বাচ্চাদের গড়ে তোলার মূল সময়টাতে, গাইড করা - পথ দেখানোর সময়টাতে নিজের অজান্তেই বড়রকমে ভুল হয়ে যেতে পারে। আদৌতে যা তার পরবর্তী জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

বইটিতে শিশুদের বয়সভিত্তিক শ্রেণীবিভাগ করে ছড়াগুলো সাজানো হয়েছে, যেন ৪ বছরের শিশু থেকে শুরু করে ১২ বছরের কিশোর পর্যন্ত ছড়াগুলো পড়ে আনন্দ লাভ করে। প্রতিটি ছড়ার বিষয় অনুযায়ী পুরো বইটিতে অলংকৃত করা হয়েছে, যা তাদেরকে নিশ্চিত করেই বইটির প্রতি আকৃষ্ট করবে। ছড়াগুলোতে কিছু মানবিক প্রপঞ্চ যেমন- মানবিকতা, বিবেকবোধ, শৃংখলা, সময়ানুবর্তিতা, পড়াশোনার গুরুত্ব, পরমতসহিষ্ণুতা, সম্মানবোধ, সাম্যতা খুব সুচারুরুপে রাখা হয়েছে -
যা তাদের বেড়ে ওঠার সময়টিতে অন্তরে প্রবেশ করানো প্রয়োজন।

যদিও এ চেষ্টা পুরো মহাকাশের তুলনায় ছোট্ট একটি চড়ুই পাখি বটে। ছোট্ট পাখিটি তো আগে উড়তে শিখুক, তারপর না হয় দল বাঁধবে।

মুদ্রিত মূল্য - ২৫০ টাকা
রকমারি.কমে
প্রি-বুকিং মূল্য - ১৮৩ টাকা
প্রচ্ছদ - ধীমান রঞ্জন মন্ডল
প্রকাশক- আদিগন্ত প্রকাশনী
পাওয়া যাবে-
স্টল নং- ৫২৫ ও ৫২৬
(বাংলা একাডেমীস্থ শিশুসাহিত্য স্টল প্রাঙ্গনে)

২) ছোটগল্প গ্রন্থ
"চলুন, অন্তত একবার মরি"

।।চাই সংকট, নাকি সমাধান।।
আমার নিজেকেই, আমার জন্য এগিয়ে আসতে হবে। মানুষ যদি চায় সে তার অন্তরে বাস করা সকল সংকটের অবসান ঘটাবে, মুহূর্তের মধ্যেই চারপাশের অন্ধকারগুলো হয়ে যাবে আলো, রাত হয়ে যাবে দিন, বর্ষা হয়ে উঠবে বসন্ত। এ যেন একটা ম্যাজিক।

আলোক বেগের দ্রুততায় অন্তরে বাস করা সকল যন্ত্রনার মুক্তি ঘটবে। চারপাশ ভরে উঠবে শান্তি, স্নিগ্ধতা আর সুন্দরে। জগতময় তন্নতন্ন করে খুঁজেও পৃথিবীর কোথাও পাওয়া যাবেনা, যতক্ষন মানুষ নিজের অন্তরগহীনে সুন্দর আর শান্তির খোঁজ না করেন। 'চলুন, অন্তত একবার মরি'- গ্রন্থটির গল্পগুলো মানব অন্তরে প্রস্ফূটিত করুক –

"সকল স্নিগ্ধতা, সকল সুন্দর,
নবীন ও প্রবীন প্রজন্মের মধ্যে গড়ুক অত্যাবশকীয় মেলবন্ধন; এক মহিমান্বিত সম্মিলন।"

মুদ্রিত মূল্য - ২০০ টাকা
প্রচ্ছদ - ধ্রুব এষ
প্রকাশনী - ঐতিহ্য প্রকাশনী
পাওয়া যাবে-
সোহরাওয়ার্দী উদ্যানস্থ মেলা প্রাঙ্গনের প্যাভিলিয়নে
ঐতিহ্য প্যাভিলিয়ন নম্বর- ১৬

৩) কাব্যগ্রন্থ -
"তোমার ছোঁয়া জলের তাপে পুড়ে যাচ্ছে পৃথিবী"

।।মেতে উঠি উৎসবে।।
প্রেমময়তা মানুষের জীবনকে কখন যে কোন বাঁকে নিয়ে গিয়ে উপস্থিত হয় সেটা নয় কারুরই জানা। "প্রেমে পড়া" তাই সে চির শ্বাস্বত, অম্লান, অক্ষয়, অব্যয়। আমরা তাই প্রেম শব্দটির সাথে পড়াকেই স্বাচ্ছন্দ্যে করি ব্যবহার। 'প্রেমে' কিন্তু কাউকে উঠতে শোনা যায়না। বস্তবতা কোনটি! প্রেম কি শুধু ফেলে, তোলে না!
পরিসংখ্যান কি তবে জরুরি হয়ে দাঁড়িয়েছে- প্রেম কতজন মানুষকে উঠিয়েছে, কতকেই বা নামালো! একটি বিষয় অনস্বীকার্য, সফল প্রেম মানুষকে না যতটা সফল করতে পারে, তার থেকে ব্যর্থ প্রেমের ডোজ অনেক বেশী, সে শুরু করলে ছিঁড়েফুঁড়ে তেড়ে করে।

পৃথিবী সৃষ্টির পর থেকে যত নামীদামী কবিসাহিত্যিক শিল্পী বা শিল্পস্রষ্টা প্রত্যেকেরই মোটামুটিরকম ইতিহাস হলো ব্যর্থতা, তথা ব্যর্থপ্রেম।

কেউ সফলতা পেতে চাইলে, কায়মনোবাক্যে প্রার্থনা করো। প্রার্থনা কোরো যাতে প্রেমে সফল না হও। তবেইতো সে ব্যর্থতার মূলে গজিয়ে উঠবে একজন সফল ব্যাক্তি, একজন নিবেদিত স্রষ্টা।
তাই চলো, ছ্যাঁকা খেলে আজ থেকে আমরা দুঃখকষ্টব্যথাবেদনা নয়, হবো উচ্ছ্বসিত, উন্মাতাল উল্লসিত, করব বিদিক আনন্দ, চলবে জীবনব্যাপী তার উৎসব।
জগত হবে আনন্দধাম.......ছুঁড়ব রঙ...... খেলব হোলি।

মুদ্রিত মূল্য - ২০০ টাকা
প্রচ্ছদ - ধ্রুব এষ
প্রকাশক - মুক্তভাষ
পাওয়া যাবে-
সোহরাওয়ার্দী উদ্যানস্থ মেলা প্রাঙ্গনে
বিশ্ব সাহিত্য ভবন স্টলে
স্টল নং - ৪৭৫ থেকে ৪৭৮

মন চাইলে, আমার বই কিনবেন, নিজে পড়বেন -
অন্যকে উপহার দিলেও দিতে পারেন।
যা-ই করবেন গাটের পয়সা, টাকা - সব আপনারি খরচ হবে।

ইচ্ছে হলে কিনুন, চিন্তাভাবনা করে কিনুন, প্রয়োজনে ২০দিন চিন্তাভাবনা করে ২১তম দিনে গিয়ে বই কিনুন-
আমাদের পরিশ্রম আর স্বপ্ন সেও-তো পাঠকের জন্যেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.