নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্কাপ্রেম

মেহেদী হাসান তামিম

কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান

মেহেদী হাসান তামিম › বিস্তারিত পোস্টঃ

কষ্টের নতুন সংজ্ঞায়ন - মেহেদী হাসান তামিম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১০


রচিত হতে চলেছে কষ্টের নতুন সংজ্ঞায়ন!
♪একজোড়া নতুন কবিতা♪
---মেহেদী হাসান তামিম


কষ্ট নবায়ন

কষ্টের কোন অতীত থাকে! বর্তমান বা কিম্ভুত ভবিষ্যত;
চর্মচক্ষে ভবিতব্য সঞ্চিতি
কয়েক সমুদ্র অথৈ তিতকুটে খেরোজল-
কানায়কানায় পূর্ণ থৈথৈ;
কষ্ট কি জমাট বাঁধানো হিমশীতল!

সে কি এফোঁড়-ওফোঁড় বুকে চিড় ধরানো অসুর;
বিরহী সংগীতজ্ঞ বিশেষ বাদকদল!
যাক ছিঁড়ে হৃদপিন্ড, হোক টুকরোটুকরো ছিন্নভিন্ন
ফিনকি থেকে ছিটকে বেরুক সব এদিক-ওদিক ;
বাজুক তীব্র আঘাত ঢাকগুড়গুড় বজ্রনিনাদ
কাঁপুক থরথর ভীষণ, বুকের খাদ।

কষ্ট বিকোলে সস্তায়, কষ্টলাভ হয় কি তায়!
কষ্ট হোক কষ্টেরি মতোন-
প্রমিতি অভিধানে পুরোদস্তুর হোক , সে সংজ্ঞা নবায়ন।

১০/০২/১৮
(অক্ষরবৃত্ত)


কষ্ট

সবকিছুই ছিঁড়েফুঁড়ে নিয়ে যায় সময়
এতটুকু নেই আহ্লাদ পেছনে তাকায়;
বদলানো ছিল প্রয়োজন!
ঠিক হবে সব; হলোনা কোনো অকারণেই।

সময় বুঝি আসে না নিজে! আনতে হয়
দমকা আতিথ্যে, মাশকা লাগিয়ে, লাল গালিচায়-
তবু মিলে সময়ের মন ?
ধরে কি হাত সবার!

জানা অজান্তেই চলে নিয়ত অবহেলা, দুঃখ দিতেই!
ওহ্, দারুণ বোকা, নয়তো ভীষণ রকমে আগামী
হৃদয়ের ভূমিভাগ, জানে শুধু-ই অন্তর্যামী!
কেন নও তুমি, নই কেন আমি!

০৭/০১/১৮
(অক্ষরবৃত্ত)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.