![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ব্যক্তিগত মত নয়, বেদনাঘাত বা আনন্দৌন্মুখতা হতে যে উচ্চারণ বেরিয়ে আসে তাই কবিতা। -কাহলিল জিব্রান
মরে গিয়েও, বেঁচে থাকতে পারাটাই বাঁচা
তোমাকে বাঁচাতে পারে আনন্দ, তার হাত ধরে বাঁচো।।
কয়েকটি মাত্র বাক্যখেলা।
কয়েকটি শব্দপুঞ্জ একটা প্রজন্মকে দ্বিখন্ডিত করতে পারে!
সম্ভব?
- সম্ভব, সম্ভব এবং খুব বেশীরকমে বেশী করেই সম্ভব।।
" দুঃখকে স্বীকার করোনা,
সর্বনাশ হয়ে যাবে।"
নির্মলেন্দু গুনের একটি কবিতা দিয়েই এ জগতে বাঁচা সম্ভব-
"দুঃখ করো না, বাঁচো-
প্রাণ ভ'রে বাঁচো
বাঁচার আনন্দে বাঁচো
বাঁচো, বাঁচো এবং বাঁচো।"
মরতে চান, নাকি মরে গিয়েও বাঁচতে? বাঁচলে বাঁচার মতো করেই বাঁচুন। যদি বাঁচতে চান, তবে -
"চলুন, অন্তত একবার মরি'
আমার নিজেকেই, আমার জন্য এগিয়ে আসতে হবে। মানুষ যদি চায় সে তার অন্তরে বাস করা সকল সংকটের অবসান ঘটাবে, মুহূর্তের মধ্যেই চারপাশের অন্ধকারগুলো হয়ে যাবে আলো, রাত হয়ে যাবে দিন, বর্ষা হয়ে উঠবে বসন্ত। এ যেন একটা ম্যাজিক।
আলোক বেগের দ্রুততায় অন্তরে বাস করা সকল যন্ত্রনার মুক্তি ঘটবে। চারপাশ ভরে উঠবে শান্তি, স্নিগ্ধতা আর সুন্দরে।
জগতময় তন্নতন্ন করে খুঁজেও পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, যতক্ষন মানুষ নিজের অন্তরগহীনে সুন্দর আর শান্তির খোঁজ না করেন।
মেহেদী হাসান তামিম এই গ্রন্থের ২২টি গল্পকে সাজিয়েছেন তাঁর অন্তরে ধারন করা সে প্রতিপাদ্যেই।
♥'চলুন, অন্তত একবার মরি'♥
গ্রন্থটির গল্পগুলো মানব অন্তরে প্রস্ফূটিত করুক –
সকল স্নিগ্ধতা, সকল সুন্দর,
নবীন ও প্রবীন প্রজন্মের মধ্যে গড়ুক অত্যাবশকীয় মেলবন্ধন; এক মহিমান্বিত সম্মিলন।
অমর একুশে গ্রন্থমমেলা-২০১৮তে 'ঐতিহ্য' প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।
প্যাভিলিয়ন নম্বর ১৬
প্রচ্ছদ - ধ্রুব এষ
মূল্য - ১৫০ টাকা
এছাড়াও এবারের বইমেলায়: লেখকের নতুন বই পাওয়া যাচ্ছে-
ছোটদের ছড়ার বই
♥নামটি দিলাম ধেংগি♥
প্রচ্ছদ - ধীমান রঞ্জন মন্ডল
আদিগন্ত প্রকাশনী
স্টল নং- ৫২৫-৫২৬
মূল্য - ১৯০টাকা
(দুটি স্টলই সোহরাওয়ার্দী উদ্যানে)
ভারতে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থ-
'শঙ্কাপ্রেম'
প্রচ্ছদ - সারফুদ্দিন আহমেদ
দোসর প্রকাশনী
স্টল নম্বর - 220A
(শঙ্কাপ্রেম- শুধুমাত্র কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পাওয়া যাবে)
অনলাইনে রকমারি ডটকমে - লেখকের সকল গ্রন্থাবলী অর্ডার করতে পারবেন।
©somewhere in net ltd.