![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কাল আমার SSC পরীক্ষার রেজাল্ট বেড় হয়েছে।পেয়েছি Golden A+ আমি নটরডেম কলেজে পড়তে চাই ।কিন্তু আমার কাকা বলেন,“নটরডেমে পড়লে মেছে থাকতে হবে,যেহেতু ঢাকায় আমাদের কোন আত্নীয় নেই।আর মেছে থাকলে
মন্দ মানুষের সাথে পরিচয় হতে পারে যার ফলে SSC তে যা রেজাল্ট করেছ HSC তে তাও হারাবে“
উনার এ কথা কি আসলেই সত্য।
এখন আমি কি পড়ব ,নাইন টেইনের বই না HSC এর বই?
০৯ ই মে, ২০১২ রাত ১:০৩
সতেজ মন বলেছেন: আচ্ছা।আমাদের গ্রামাঞ্চলে মুরব্বিরা এবাবেই কি জীরনের উন্নতির পথকে রুখে দেন?
২| ০৯ ই মে, ২০১২ রাত ১:০২
যে আছো অন্তরে বলেছেন: আপনার কাকা ঠিক কইছেন। যত কম লোকের সাথে মিশবেন, তত ভালো থাইকবেন
৩| ০৯ ই মে, ২০১২ রাত ১:০৯
কলম.বিডি বলেছেন: ভাইয়া তুমি নিজে ভালো তো জগত ভালো। খারাপ হওয়ার জন্য মেসে থাকা লাগে না। আর চাইলে যে কোন জায়গায় ভালো থাকা যায়। পরিবারের সাথে যোগাযোগ রাখবা, আলতুফালতু সম্পর্কে জড়াবা না, দিনে অন্তত ৪/৫ ঘন্টা পড়বা, নষ্ট করার টাইমই পাবা না।
তোমার ভাইবোন কয়জন? আমাদের বিল্ডিং এ দুইটা ছেলে মা সহ থাকতো,নটরডেমে পড়েছে।দুইজনের মা পালা করে এসে থাকতো। এরকম ব্যবস্থা করতে পারো।
০৯ ই মে, ২০১২ রাত ১:১৮
সতেজ মন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।ভর্তি পরীক্ষার আগে এখন দৈনিক কত ঘন্টা পড়া দরকার?
৪| ০৯ ই মে, ২০১২ রাত ১:১০
কাদা মাটি জল বলেছেন: আপনার মতো যারা "মেছে" থাকবে, তাদের নটরডেমে না পড়াই ভালো। আপনার কাকার কথা সেক্ষেত্রে সত্যি।
৫| ০৯ ই মে, ২০১২ রাত ১:১১
ফ্যাট পান্ডা বলেছেন: মেছে যারা থাকে তারাও সাধারনত নটরডেমিয়ান থাকে। আর একেক জনের মানসিকতা একেক রকম। তবে মেছে যারা থাকে তারা প্রায় সবাই প্রচন্ড পড়াশোনা করে। এক জনেরটা দেখে আরেকজন উৎসাহ পায়। আড্ডাও হয়। তবে নটরডেম এ ভর্তি হলে পড়াশোনা না করে উপায় থাকবেনা। তাই খারাপ করার সম্ভাবনা কম। কমলাপুর স্টেশন এর পেছনে জসিমুদ্দিন রোড এ নুরজাহান হোস্টেল নামে একটা হোস্টেল আছে। ওইটা অনেক ভাল। আমার বন্ধু থাকত। খাবার রুম এ দিয়ে যায়। কাপর ধোয়ার ও লোক আছে। আর সবচেয়ে ভাল হয় তোমার স্কুল বা এলাকার অন্য কোনও ছেলের সাথে যোগাযোগ করে এক সাথে উঠলে।
০৯ ই মে, ২০১২ রাত ১:১৬
সতেজ মন বলেছেন: স্বস্তি পাচ্ছি শুনে।
৬| ০৯ ই মে, ২০১২ রাত ১:১৯
ফাহিম হাসান বলেছেন: আফনের কাকা এডা কি কয়!!!! উনার কথা আসলেই অযৌক্তিক, NDC এর ৫০% + ঢাকার বাইরের ছাত্র। আমি একজন নটরডেমিয়ান কিনা তাই বলছি...আমার ফ্রেন্ডের অনেকেই হোস্টেলে থাকছে । ভাল খারাপ তোমার কাছে,
ওই মিয়া , সাইন্স না কমার্স তাই তো লিখলা না। যাই হোক
সাইন্স হইলে কয়েকদিন রেস্ট নিয়া পড়া-শোনা শুরু কর। ৯-১০ এর বই + বই এর বাইরে থেকে প্রশ্ন আসবে....
কমার্স হইলে , আল্লাহ আল্লাহ কর, আর খালি ৯-১০ এর বই পড়লেই আসবে...।
মৈখিক পড়ীক্ষা টা বেশি গুরত্বপূর্ণ, কনফিডেন্স রাখবা & পরিচিত কোন নটরডেমিয়ান থাকলে আল্প কর......
০৯ ই মে, ২০১২ রাত ১:২৩
সতেজ মন বলেছেন: হায় অল্লাহ,সালাম ভাইজান।আমি সাইন্সের ছাত্র।বাইরের থেকে প্রশ্ন ঠিক বুঝলাম না।
৭| ০৯ ই মে, ২০১২ রাত ১:২৪
গরম সিঙ্গাড়া বলেছেন: কাকাকে দোষারোপ করার কিছু নাই।
নিজেকে মেস, ঢাকার জীবন, পরিবার থেকে আলাদা থাকার অবস্থা, কলেজের প্রেসার এসবের সাথে তাল মিলিয়ে চলার চ্যালেঞ্জকে সামাল দিতে হবে।আর মানিয়ে চলার ক্ষমতা পার্সন টু পার্সন ভেরী করে।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, নটরডেম কলেজের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্সিটি জীবন।
আপনার যদি বাড়িতে পড়াশোনা করার খুব সুন্দর পরিবেশ থাকে তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলব যে, ঢাকায় এসে রিস্ক নেবার দরকার নেই। আর তো মাত্র দুইটি বছর।দরজা জানালা বন্ধ করে ভালো করে পড়াশুনা করে এইচ এস সি তে এমনই রেজাল্ট করুন। তার পর ভালো একটা বিশ্ববিদ্যাল্যে ভর্তি হবার জন্য ঢাকা আসুন।
ঢাকায় যে টাকাটা থাকা খাওয়া বাবদ খরচ হবে সেটা বরং আপনি বাড়িতে থেকে আপনার পড়াশোনার কাজে লাগাতে পারেন। যেমন স্থানীয় কলেজে যদি নিয়মিত ক্লাস না হয় তাহলে প্রাইভেটে কারো কাছে পড়ার জন্য সেই টাকাটা কাজে লাগান।
মনে রাখবে কোনভাবেই এইচ এস সি তে খারাপ করার রিস্ক নেয়া যাবে না।
০৯ ই মে, ২০১২ রাত ১:৩৫
সতেজ মন বলেছেন: ভাইয়া এখন অধিকাংশ বিষয় সৃজনশীল হওয়ার কারনে ভাল কলেজের ভাল শিক্ষকদের প্রয়োজন খুব বেশিতো তাই ঢাকায় আসতে চাই।
৮| ০৯ ই মে, ২০১২ রাত ১:২৬
শেখ আমিনুল ইসলাম বলেছেন: ২০০১ সালের কথা। এই চিন্তা করে আব্বাজান আমাকে এজিবি কলোনিতে (কলেজের পাশেই) সাবলেট বাসা ঠিক করে দিলেন আমার এক কলেজমেটের সাথে, শনি রবি ছুটি আসলে মন খারাপ হয়ে যেত বাড়ির কথা মনে পড়ে, তাই প্রতি সপ্তাহে বাড়ি যেতাম্। রেজাল্ট নিয়ে এসেছিলাম ৪।৬৩, ইন্টারে পেলাম ৪।১০। অথচ যারা মেসে ছিলো, অরা অনেক এডভান্স ছিলো সব বিশয়েই। সহজেই নোট পেত, গ্রুপ স্টাডি করতো। আরামবাগের মেসের সবাই নটরডেমিআন্, কাজেই ওদের সবার রেজাল্ট আমার চেয়ে ভালো হয়েছিলো, পরবর্তীতে ভালো যায়গায় চান্স পেয়েছে। এখন বুঝুন কোনটা ভালো।
০৯ ই মে, ২০১২ রাত ১:৩২
সতেজ মন বলেছেন: এখনও বুঝতেছি না ......।
৯| ০৯ ই মে, ২০১২ রাত ১:২৭
ফ্যাট পান্ডা বলেছেন: নাইন- টেন এর বই পর। ইংরেজি গ্রামার পড়তে হবে। আর মেথ এর জন্য নিয়ম- কানুন জরুরী ।প্রতি অধ্যায় এর আগের আলোচনা গুলো পড়। ওরা বেসিক টা চেক করে নেয়। তুমি কতটুকু মুখস্থ করেছ তা না। আমাদের সময় শুধু ভাইভা হত। ট্রান্সলেশন জিজ্ঞাস করছিল। নদীর পানি উপর থেকে নিচে বহে। এই টাইপ এর কিছু একটা। কোচিং করার দরকার নাই। তবে বিগত বছরের প্রশ্ন বা গাইড টাইপ এর কিছু যোগার কর। ভর্তি পরিক্ষার প্রশ্ন সম্পরকে ধারনা পাবে। শুভ কামনা রইল।
০৯ ই মে, ২০১২ রাত ১:৩০
সতেজ মন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১০| ০৯ ই মে, ২০১২ রাত ১:৩৩
সাংবাদিকতার ছাত্র বলেছেন: শোন পিচ্ছি, আমার এক শিক্ষক সন্দ্বীপ থেকে এসে নটরডেমে ভর্তি হয়ে মেছে থাকতেন। এরপর ইন্টারে স্ট্যান্ড করেন। এরপর ঢাবির বাঙলা বিভাগে অনার্স-মাস্টার্সে প্রথম হন। এখন তিনি ঢাবির বাংলার শিক্ষক। মেছ নেটওয়ার্কিঙয়ের জন্য বেস্ট।
০৯ ই মে, ২০১২ রাত ১:৪০
সতেজ মন বলেছেন: জি গুরু, যেনে রাখলাম।
১১| ০৯ ই মে, ২০১২ রাত ১:৩৪
ফাহিম হাসান বলেছেন: ...ওলাইকুম ছালাম। কিছু প্রশ্ন বই থেকে পাইবা, কিন্তু কিছু প্রশ্ন আসে যা জানতে হইলে আউট নলেজ লাগে,..+ বাংলাতে অনেক উদ্ভট উপন্যাসের/গল্পের/নাটকের নাম দিয়া দেয় যা জীবনেও শুনি নাই, english এ বেসিক ভাল থাকতে হবে। ...তবে ঘাবরাইও না, এরকম উলটা পালটা প্রশ্ন বেশি আসবে না...+ ঢাকার বাইরের জন্য আলাদা কোঠা থাকে...সব মিলিয়ে চান্স পাওয়া কঠিন ও না আবার সহজ না, তুমি সাইন্স কিনা তাই।
আমি কমার্স এর চাত্র। তাি খালি পরীক্ষার আগে ২ দিন পড়েই চান্স পাইসিলাম
০৯ ই মে, ২০১২ রাত ১:৩৬
সতেজ মন বলেছেন: তাই নাকি!
১২| ০৯ ই মে, ২০১২ রাত ১:৪৬
সাংবাদিকতার ছাত্র বলেছেন: আমি তো কিছুই পড়ি নাই। এপ্লাই করসি পরে দেখি পেপারে আমার রোল চইলা আসছে।যদিও ভর্তি হয় নাই,ভর্তি হয়েছি ঢাকা কমার্স কলেজে গিয়ে।
১৩| ০৯ ই মে, ২০১২ রাত ২:১২
আবদেল্লাহ ফাইসাল বলেছেন: চিন্তা নাই। নাকে তেল দিয়া ঘুমাও। সাসুতে আসতে পার, নটরডেম আর দুনিয়াদারিরর খবর জান না। হইলো? চাচা একটু বেশি সতর্ক তাই বলেছে আরকি। না বলেও উপায় কি-- তুমি একটু পোংটা মনে হয়। হয় বন্ধুদের সঙ্গে কোথায়--- পাওয়া যায় খুজবা চাচা বুঝে গেছে। আর একটা সমস্যা থাকতে পারে-- তুমি বেশি সুন্দর পোলা হইলে হুজুর টাইপ লোকজন তোমারে 'কু' প্রস্তাব দিতে পারে-- সেটাও উনার চিন্তায় আছে। যাক, যেটা প্রথমে বলেছি-- চিন্তা নাই। পরিক্ষা দাও। ভাল কলেজ।গ্রামের শহরের সবার সুযোগ আছে।
১৪| ০৯ ই মে, ২০১২ রাত ৩:১২
কাল্পনিক চরিত্র বলেছেন: @ ফ্যাট পান্ডাঃ নুরজাহান হোস্টেলের কথা আর বইলেন না! ঢাকার সবচে বাজে হোস্টেল হইলো এটা! ফারুকি কুত্তার বাচ্চার হোস্টেল, কোন রুলজ নাই, কিছু নাই, আর খাবার-দাবার!? টানা ২মাস দুপুরে ডিম ভাজি দিয়া খাওয়াছে!! আর মালিক হইলো শয়তানের বাচ্চা শয়তান, সারা রাত মদ নিয়ে পইরা থাকে! গোল্ডেন ৫ নিয়া ঢাকা আসছিলাম, বাইর হইছি সাদা ৫ নিয়া,তারপরও ভাগ্য ভাল, এক্সামের আগের দুইমাস মায়ের সাথে বাসা ভাড়া নিয়া থাকছি! নাহলে তো তাও জুটত না কপালে। আমাদের ব্যাচের যারা এই হোস্টেলে থাকছে পরীক্ষা পর্যন্ত ৯৫% A+ মিস করছে,আর ৩/৪জন তো ডিফল্ডার ছিল! তাই আপনারে বলতেছি,ভাল করে না যেনে এই হোস্টেলের কথা সাজেস্ট করবেন না দয়া করে।
১৫| ০৯ ই মে, ২০১২ রাত ৩:২২
কাল্পনিক চরিত্র বলেছেন: আর ছোট ভাই, এনডিসি তে যারা পড়ে বেশিরভাগই আমার তোমার মত বাইরে থেকে আসে! এখানে এসে অনেক পড়ার চাপে অর্ধেক একদম নর্মাল লেভেলের স্টুডেন্ট হয়ে যায়,পরে যারা আমার মত পস্তায়। আর বাকি অর্ধেক যারা তাদের আগের পজিশন ধরে রাখতে পারে-তারাই টিকে থাকে। এখন তুমি কিভাবে চলবে সেটা তোমার ব্যাপার। এখন যদি তুমি ৫/৬টা ছেলের সাথে গ্রুপ করে লেখাপড়া কর তারপর বাকি কাজ কর, তাহলেই তুমি টিকে থাকতে পারবে, আর যদি আমার মত সারারাত বাইরে ঘোরাঘোরি করে,রাতে কার্ড খেলে,আড্ডা দিয়ে মুভি দেখে সময় পার কর- তাহলেও ব্যাপার না! এখানে সবই চলে! তুমি কিভাবে চলবে তা তুমিই ভাল জানো! তুমি যদি ডিটারমাইন্ডেড থাক - যে যত কিছুই হোক পড়ালেখা থেকে কেউ তোমাকে সরাতে পারবে না, তাহলে আসতে পার, না হলে আসার কোন দরকার নেই। গ্রামের কলেজে পড়েও আমার অনেক ফ্রেণ্ড এখন বুয়েট-মেডিকেলে পড়ে আমার সাথে। কিন্তু এনডিসির অনেক ব্যাচমেট পড়তেছে প্রাইভেট মেডিকেলে। এটা ঢাকা শহর- সব কিছুই করা যায় এই শহরে। তাই তুমি যা করবে,একটু ভাল করে বুঝে করো। নাহলে পস্তাতে হবে সারা জীবন। হ্যা, এই কলেজ বাংলাদেশের একনাম্বার কলেজ, কিন্তু এটাও মনে রেখো, আরো অনেক ভাল ভাল কলেজ আছে ঢাকার বাইরে। এই কলেজে ভাল লেখা পড়া হয় ঠিক কিন্তু এই কলেজের কতিপয় ছেলেই চুরি,ছিনতাই,মারামারি,অজ্ঞান পার্টি এমনকি খুনের সাথেও জরিয়ে যায়(২০১০-১১ ব্যাচ)। এখন তুমি কি করবে-সেটা তোমার ব্যাপার!
শুভকামনা রইলো!
১৬| ০৯ ই মে, ২০১২ সকাল ৮:৩৬
বাতাসের রূপকথা বলেছেন: যদি আত্মবিশ্বাস থাকে পড়াকে উপভোগ করবে তা হলে মেছে থেকেও সম্ভব। আর যদি আত্মবিশ্বাসে ঘাটতি থাকে তা হলে সেফ সাইডেড হওয়া ভাল।
আমাদের সময় সেরা কলেজ ছিল ঢাকা কলেজ (রেজাল্টের ভিত্তিতে) যেখানে আমার কিছু বন্ধু ভর্তি হয়েছিল। আহামরি কোন রেজাল্ট তাদেরও ছিল না। যদিও পরে বুয়েট মেডিক্যালে তারা পড়েছে। বলা যায় ঢাকা কলেজে ক্লাসে গিয়ে কেউ শিখত না এবং কখনো টেস্ট পরীক্ষাও হতো না।
আসলে এস এস সি, এইচ এস সিতে সীমিত সিলেবাসে মোটামুটি একটা ছাত্র অনেক ভাল করতে পারে যদি তার সেই রকম ইচ্ছাশক্তি থাকে এবং পড়াকে উপভোগ করে। সত্যিকারের মেধার অনেকটুকু ভার্সিটি লাইফে অনেক বেশী মেলে ধরা যায়।
১৭| ০৯ ই মে, ২০১২ সকাল ৯:১২
ওয়াহিদ ০১ বলেছেন: ব্লগ লেখা শুরু করছো মানে ভালো মন্দ অনেক কিছু বুঝে ফেলেছো।
যাই হোক আমিও ওখানে মেসে থেকে পড়েছি। সমস্যা তো হয় নাই।
১৮| ০৯ ই মে, ২০১২ সকাল ১০:৫৯
চলতি নিয়ম বলেছেন: আমি এখনই ঢাকায় আসার পক্ষে না। গ্রামের স্কুল থেকে যদি এ+ পেতে পার তাহলে পাশের ভালো কলেজ থেকেও পারবে। নিজের চেষ্টাটা বেশী ইম্পর্টেন্ট। এইচ এস চি তেও এ+ ধরে রাখতে হবে। এই দুই আড়াই বছরই কিন্তু জীবনের গোল্ডেন টাইম, একটু অবহেলা করলে কিন্তু সর্বনাশ হয়েযাবে।
মেয়ে ঘটিত ব্যাপার!! থেকে এই দুই বছর অন্তত দূরে থাকবে।
১৯| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৩২
নীল_আকাশ বলেছেন: তোমার যদি নটরডেমে পড়াশুনা করার শখ থাকে তাহলে সেটা ভিন্ন বাপার। কিন্তু ---গরম সিঙ্গাড়া, চলতি নিয়ম---- এদের মন্তব্যও গুরুত্বপূর্ণ। বাকিটা তোমার সিদ্ধান্ত।
২০| ০৯ ই মে, ২০১২ দুপুর ১:৩৮
উণ্মাদ তন্ময় বলেছেন: আমি এবার নটরডেম থেকে এইচ.এস.সি দিচ্ছি। আমার সাথের কয়েক ফ্রেন্ডই হোস্টেল/সাবলেটে থাকে এবং ভালোভাবে কলেজ লাইফ পেরিয়ে এসেছে। ব্যাপারটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে। তুমি নিজে ভালো থাকতে চাইলে আশা করি কোন সমস্যাই হবে না। আর যদি নিজেই খারাপ হতে চাও, তবে সেই সুযোগেরও কোন অভাব হবে না।
ভর্তির ব্যাপারে বেশি টেনশন নিয়া কাজ নাই। এস.এস.সির প্রিপারেশন যদি তোমার খুব ভালো থেকে থাকে তবে এক্সট্রা তেমন কিছু পড়ার দরকার নেই। এক্সামের আগে একবার চোখ বুলিয়ে নিলেই হবে। আর ঢাকার বাইরের স্টুডেন্ট হিসেবে তো এক্সট্রা এডভান্টেজ এমনিতেই পাবে। সো নো চিন্তা, ডু ফূর্তি
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১২ রাত ১২:৫৭
মুক্তকণ্ঠ বলেছেন: কলেজের নাম নটরডেম!
আপনার কাকার কথা অযৌক্তিক, অপরিচিত নতুন মানুষের সাথে না মিশলে সারাজীবন পিছনে পড়ে থাকতে হবে।