![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তা হয় কেন জানি,তার সমাধান এখন ও পাই নি।
প্রতি রাতে সে আমাকে জরিয়ে ধরে,যেন আমরা চির চেনা দুই জন।তার বুকের মাঝে জরিয়ে ধরে নেয়,তার তীব্র নি:শাষ আমার গায়ে অন:বরত লাগতে থাকি,আমি কোন বাধা দেই না,হয়ত বাধা দিতে পারি না।
অনেক সময় তার চোখের জল দিয়ে আমার গা ভিজিয়ে দে,এই নিষ্ঠুর প্রিথীবিতে আমি একাই যেন তার আপন জন।অনেক সময় আনমনে কথা বলে,আমাকে পা দিয়ে জেপে ধরে।
অনেক অন্ধকার রাতে তার ঘামে আমার গা ভিজে যায়,আমি চুপ মেরে থাকি,তার শরীরের ঘ্রাণ আমার শরীর থেকে ভেসে আসতে থাকে।এই প্রেম যেন চির চেনা,যুগ যুগ ধরে চলে আসছে এই প্রেম।আমার ই প্রেম,আমার ই।।
বি:দ্র: আমি একটি মেয়ের কোল-বালিস
©somewhere in net ltd.