![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/149418/small/?token_id=bedc0c5c7107e81b2f2b5bc0896ebea8
বাঘ ও খরগোশ একই খাঁচায় বসবাস করছে। অথচ একটি অন্যটির কোনো ক্ষতি করছে না। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও চীনের একটি চিড়িয়াখানায় এ ঘটনা ঘটেছে। কিংডাও ফরেস্ট্রি নামের ওই চিড়িয়াখানায় বাঘশাবক ও খরগোশ একসঙ্গে বসবাস করে। পাশের খাঁচায় জলজ্যান্ত বাঘ থাকে। চিতা, বাঘ ও খরগোশ একসঙ্গে খেলা করে। খুনসুটিতে মেতে ওঠে। বাঘ ও খরগোশের সহজাত প্রবৃত্তি উপেক্ষা করে তাদের একসঙ্গে বেড়ে ওঠার ব্যবস্থা করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা নিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ দেখতে চাইছে, বাঘ প্রকৃতিগতভাবেই হিংস্র হয়ে থাকে নাকি পরিবেশ পরিস্থিতি ও পূর্বসূরিদের আচরণ থেকে শিখে তারা হিংস্র হয়ে ওঠে। বড় হওয়ার পরও যদি ওই বাঘশাবক খরগোশের ক্ষতি না করে তবে বোঝা যাবে বাঘ প্রকৃতিগতভাবে হিংস্র নয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দুই মাস বয়স থেকে বাঘ, চিতা ও খরগোশ শাবকদের একই খাঁচায় দেওয়া হয়েছে। খাঁচার ভেতর প্রাণীগুলোকে দেখে মনে হওয়ার উপায় নেই তারাই একটি অন্যটির শিকারে পরিণত হয়। তারা একে অন্যের ভালো বন্ধু। খরগোশ বাঘ ও চিতার গায়ে লাফিয়ে ওঠে। চিতা আদর করে খরগোশের কানে কামড় দেয়। দেখে মনে হবে তাদের মধ্যে চমত্কার বন্ধুত্ব।অথচ সৃষ্টির সেরা জীব নাকি মানুষ।
©somewhere in net ltd.