নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানিম তানভীর

তানিম তানভীর › বিস্তারিত পোস্টঃ

একটি নতুন দিন এর ক্ষুধা!

২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৯

আমরা যারা সবসময় কিছু না কিছু সামাজিক অবক্ষয় নিয়ে চিন্তিত এবং এ পর্যন্ত নানা জায়গা তে এ নিয়ে লেখালেখি করছি, কিংবা আলোচনার টেবিলে বসা হলে এ নিয়ে বিশদ আলোচনা বা ক্ষোভ প্রকাশ করছি, এই লেখাটি তাদের জন্য।

আমরা হয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া কোন ধরনের অপরাধই সহ্য করতে পারি না। একজন সৎ শান্তিকামী মানুষের পক্ষে আসলে তা সম্ভব নয়। ধর্ষণ, খুন, ছিনতাই, চাদাবাজি, প্রতারণা, ঘুষ, ঠকবাজি, ফতোয়া, শ্লীলতাহানী, ক্ষমতার অপব্যবহার, অসুস্থ রাজনীতি, দুর্নীতি, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনার মত কিছু বাংলা শব্দ আমাদের এখন খুবই পরিচিত হয়ে গেছে। এতটাই আমাদেরকে আজকাল এই ধরনের শব্দগুলো শুনতে হচ্ছে যে মানববন্ধন, বিচার চাই, সচেতনতা, হাইকোর্টের রুল, গ্রেপ্তার, সচ্ছতা, সততা, সত্যবাদীতা, মানুষ, দয়া, ধর্মভীরুতা জাতীয় শব্দগুলো আজ আর বাস্তব মনে হয় না, মনে হয় লেখার ভাষা।

সবাই যখন ভাবছি এগুলো তার মানে আমরা প্রত্যেকেই এ জাতীয় কোন না কোন সমস্যায় ভুক্তভোগী। ধরে নেই আমাদের মধ্যে এমন কেউ আছেন যিনি হয়তো এমন কোন সমস্যাই এখন পর্যন্ত পরেননি, তবুও আপনি এ নিয়ে ভাবছেন। তাহলে এরকম কিছু সমমনা মানুষ (হতে পারিনি) আমরা কি পারিনা এক হয়ে আজ এর সমাধান নিয়ে কাজ করার জন্য এগিয়ে যেতে। আমাদের কি এক হয়ে এখনি কাজে নেমে পরার সময় চলে আসে নি? আমি তো মনে করি অদূর ভবিষ্যতে আমাদের নিজেদেরকে, আমার মাকে, বাবাকে, বোনকে, সন্তানকে এই ধরনের বিপদজনক শব্দগুলো থেকে দূরে রাখতে হলে আমাদেরই চেষ্টা করতে হবে এর সমাধান খুঁজে তা বাস্তবায়ন করার জন্য।

বুকে সাহস নিয়ে নেমে যেতে হবে খুবই শীঘ্রই। যাদের কাজের উদ্দেশ্য হবে শুধু এই সমাজ কে দেয়া এখান থেকে কিছু নেয়া নয়। যদি কিছু নিতে হয় নিতে হবে নিজের কাছ থেকে। আত্মত্যাগী হয়ে কাজ না করতে পারলে এদেশ আর শান্তিতে বসবাসের যোগ্য হবে বলে আমার মনে হয় না।



আমি চাই আমার মুখ থেকে না পারলেও আমার ভবিষ্যত প্রজন্মের মুখ থেকে এই শব্দ গুলো মুছে ফেলতে, আর তাই আমার এই আহবান আজ সবার প্রতি। যদি সত্যিই আমার এই দাবী অবান্তর না মনে হয়, আমার সাথে একমত হয়ে থাকেন তবেই আসুন আমরা এক হয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার চেষ্টায় নেমে পরি।

একটি বিষয় আমি আর একবার মনে করিয়ে দিতে চাই তা হলো, মানুষ (হতে চাই) কে নিস্বার্থ ভালবাসা দিয়েই সবার জন্য সুখ-শান্তি আনা সম্ভব।



তানিম তানভীর

অফিসার

এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ই আর পি)

সাভার ডাইং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড,

ইয়াংওয়ান কর্পোরেশন,

ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ডি ই পি জেড), সাভার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.