নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম

তন্ময় চক্রবর্তী

হারতে রাজী আছি, ছাড়তে নই।...আমি যোদ্ধা।

তন্ময় চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

পিএইচপি+মাইএসকিউএল এর জন্য ফ্রি হোস্ট + সাবডোমেইন + মোড-রিরাইট(এইচটিএকসেস) সুবিধা

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

এরকম একটা সাইটে আমি অলরেডী আমার অনেক গুলো টেস্ট প্রজেক্ট রেখেছি, কিন্তু হঠাৎ করেই দরকার পড়লো "মড-রিরাইট" সুবিধা অর্থাৎ ইউজার ফ্রেন্ডলী ইউআরএল করার সুবিধা। এতদিন যেটাতে হোস্ট করতাম সেখানে মড-রিরাইট সুবিধা ব্যবহার করতে পারতাম না। তবে এই সাইটটিতে সমস্যাটার সমাধান হলো। এখানে আপনি কাস্টম .এইচটিএকসেস ফাইল রাখতে পারবেন এবং সেটাতেই ইউআরএল রিরাইট করতে পারবেন।



মূলত টেস্টিং পারপাজেই ফ্রি হোস্ট ইউজ করা ভালো। অনেক কমপ্লেইন আছে এসবের ব্যাপারে। যদিও এদের দেওয়া সুবিধা পড়ে শেষ করা মুশকিল। যাই হোক, প্রজেক্ট চলাকালীন সময়ে এখানে ফ্রি-তে আপ করে রাখতে পারবেন। এখন যে কেউ চাইবে ফ্রেন্ডলী ইউআরএল, তাই মড-রিরাইট মাস্ট, যতক্ষণ না আপনি ওয়ার্ডপ্রেস বা সামথিং লাইক দ্যাট ইউজ করতেছেন।



যাই হোক, যেহেতু টেস্টিং পারপাজ তাই সাবডোমেইন-ই যথেষ্ট। নীচের লিংকে যান



************** এখানে ক্লিক করুন ************



আপনার পছন্দের একটা ডোমেইন দিয়ে রেজিস্টার করুন। পাসওয়ার্ড এর জন্য ম্যাক্স ক্যারেক্টার ৮।



যাই হোক, সাকসেসফুল রেজিস্ট্রেশন শেষে আপনার ইমেইল যাবতীয় ইনফো (লগইন, এফটিপি, মাইএসকিউএল সার্ভার) পাঠায় দিবে। ইউজ দেম।



----------------------------------------------



যারা বুঝতে পারছেন না ফ্রেন্ডলী ইউআরএল টা কী জিনিস তাদের জন্য।



ইউআরএল মানে, ইন জেনারেল, ওয়েব এ্যাড্রেস। লাইক,



www ডট somewhereinblog ডট net



এখন যদি আপনি আপনার ব্লগে গিয়ে পোস্ট লিখতে বসেন তাহলে ইউআরএল টা হয় কিছুটা এরকম



www ডট somewhereinblog ডট net /blog/your_user_name/newpost



কিন্তু সত্যিকার অর্থে ব্যাকএন্ডে ইউআরএল টা এরকম থাকে না। কিরকম থাকে তাও জানি না, তবে অনুমান করতে পারি যে কিছুটা এরকম থাকে,



www ডট somewhereinblog ডট net /?user_name=your_user_name&newpost=1



কিন্তু দ্বিতীয় এই ইউআরএল এর চেয়ে প্রথমটা অনেক ভালো, মনে রাখাও সহজ। রিডেবল। এটাই ফ্রেন্ডলী ইউআরএল বা এসইও ফ্রেন্ডলী ইউআরএল।



.এইচটিএকসেস ফাইলটির মধ্যে মডরিরাইট রুলস লেখে এই সুবিধাটা তৈরী করা যায়। অর্থাৎ লেখা হবে ফ্রেন্ডলী ইউআরএলটি কিন্তু ব্যাক এন্ড (সার্ভার) সেটাকে ভেঙ্গে বানাবে দ্বিতীয়টি এবং তারপর সেটার উপর কাজ করে ইউজারকে ইনফো পাঠাবে। এই যে সুন্দর ইউআরএলটিকে ভেঙ্গে আর একটা ইউআরএল বানানো হলো এই কাজটি করা যায় যখন এ্যাপাচিতে মড-রিরাইট সুবিধা এনাবল করা থাকে এবং আপনি একটি .এইচটিএকসেস ফাইলে কিভাবে কী ভাঙ্গা হবে সেই রুলস গুলো লেখতে পারেন।



অনুরূপ ভাবে .এইচটিএকসেস ফাইলে আপনি চাইলে কাস্টম এরর পেজ এর লিংকও রাখতে পারেন। শুধু কাস্টম এরর পেজ এর জন্য অবশ্য মড-রিরাইট দরকার পড়বে না।



যাই হোক, আশা করি র-পিএইচপি ডেভেলপারদের কাজে দেবে।



আমার স্যাম্পল ফাইলটি দেখতে নীচের লিংকে যেতে পারেন।



স্যাম্পল লিংক



উপরের লিংকে দেখবেন সাইটের এ্যাড্রেসের শেষে /post/01 কথাটা লেখা আছে। সত্যিকার অর্থে আমি ব্যাক এন্ডে এটাকে ভাঙ্গি এভাবে



?post=01



এবং আমি 01 নাম্বারটা ধরতে পারি, ওখানে অবশ্য আপনি যেকোন নাম্বারই লিখতে পারবেন ০-৯ এর মধ্যে। ফ্রন্ট পেজে যেয়ে লাভ নাই, ডাটাবেজ আপ করি নাই, তবে এ্যাড্রেসের শেষে হাবিজাবি কিছু লেখে এন্টার দিতে পারেন, কাস্টম এরর পেজ দেখাবে যেখানে অবশ্য শুধু পেজ এর নামই দেখাবে।



যাই হোক, এ পর্যন্তই, আশা করি কারো কাজে লাগবে।



থ্যাংকস টু দ্যা গড অব ফ্রি।

_________________

ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

মোঃ আব্দুস সালাম বলেছেন: প্রথমবার যখন পড়ি তখন মনযোগ দিয়ে পড়িনি তাই বুঝিনি।
আজ পড়লাম এবং বুঝলাম। কিন্তু সমস্যা হল আমি রিরাইট কেমন করে করব সেটাই বুঝতে পারছিনা। মানে আমার প্রজেক্টে যদি একাধিক আলাদা আলাদা ইউ আর এল থাকে তখন আমি কি করব?

সব আলাদা আলাদা ইউ আর এল এর জন্য কি এইচটিএকসেস এ আলাদা কোড লিখব? ওয়ার্ড প্রেস এর এইচটিএকসেস এ তো দেখলাম অল্প কোড লেখা।

আমি মনে হয় বুঝাতে পারিনি।

ব্যাপারটা হল আমার প্রথম ইউ আর এল।

www ডট somewhereinblog ডট net /blog/your_user_name/newpost

দ্বিতীয় ইউ আর এল
www ডট somewhereinblog ডট net /following/...../..../

তৃতীয় ইউ আর এল

www ডট somewhereinblog ডট net /selected/..../...../...../


এখন আমার এইচটিএকসেস কেমন হবে?
নেটে আমি দুই দিন আগে খুজলাম কিন্তু মনের মত টিউটোরিয়াল পেলামনা।

হঠাৎ আপনার পোস্ট এর কথা মনে হল তাই লেখলাম। সমাধান জানাবেন প্লিজ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

তন্ময় চক্রবর্তী বলেছেন: ইউআরএল রাউটিং এর বিষয়টা তো আরো একটু ডিটেইলস। আমি যতটুকু শিখতে পেরেছি তা সময় করে একসময় লিখবো। কিন্তু ঠিক বলতে পারছি না যে কবে ফ্রি হবে আর কবে লিখবো।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

মোঃ আব্দুস সালাম বলেছেন: আশায় থাকলাম। অবশ্য তার আগে যদি শিখতে পারি তাহলেতো ভালই। এছারা আপনার কাছ থেকেই শিখব।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মোঃ আব্দুস সালাম বলেছেন: শেষ পর্যন্ত SEO ফ্রেন্ডলি ইউআরএল এর কাজ শিখেই গেলাম। আর দুই একদিনের মধ্যেই আমি আমার প্রথম সাইট যেটির ইউআরএল SEO সেটি ডেলিভারি দিব। আর আপনার কাছে শেখা হল না।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

তন্ময় চক্রবর্তী বলেছেন: জেনে ভালো লাগলো। গো-ব্রো-গো ... :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.