নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম

তন্ময় চক্রবর্তী

হারতে রাজী আছি, ছাড়তে নই।...আমি যোদ্ধা।

তন্ময় চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

ভিবি.নেট এর সাথে মাইএসকিউএল এর ব্যবহার নিয়ে দুইটি টিউটোরিয়াল

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

* পোস্টে টিউটোরিয়াল নেই, টিউটোরিয়াল এর লিংক আছে।

* পোস্টে টিউটোরিয়াল এর প্রি-রিকুস্টিস গুলো বলা আছে।

* টিউটোরিয়াল গুলো ইংরেজীতে লেখা।

______________________________________________



আমি জানি না কেনো, এমএস-এসকিউএল এর কাজ আমি কোনভাবেই বুঝে উঠতে পারি নাই। যেহেতু আমি একজন ওয়েব ডেভেলপার সেহেতু মাইএসকিউএল নিয়ে কাজ করি। তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আমি মাইএসকিউএল-ই ব্যবহার করি।



তো, ভিবি.নেট এ কি করে মাইএসকিউএল ব্যবহার করা যায় সেটা খুঁজে পাওয়ার পর আমার ল্যান-বেজড ডাটাবেজ সফটওয়্যার তৈরী অনেক ইজি হয়ে গেছে। মাইএসকিউএল সার্ভার অনেক হালকা, সহজেই ইনস্টল এবং কনফিগাড় করা যায়, রিসোর্স হাঙরিও নয়।



নীচের টিউটোরিয়াল দু'টো লিখেছি মূলত ভিবি.নেট এর সাথে মাইএসকিউএল সার্ভারের ব্যবহার নিয়ে।



১. ভিবি.নেট এর সাথে কিভাবে ব্যবহার করবেন মাইএসকিউএল সার্ভার?



২. ভিবি.নেট থেকে মাইএসকিউএল ডাটাবেজে ছবি স্টোর করবেন যেভাবে।



দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে যারা জানেন তাদের রেগে যাবার কারণ নেই। ওয়েব ডেভেলপিং এ পিএইচপি আমাদেরকে খুব সহজেই ছবি/ফাইল সার্ভারে আপলোড করার সুবিধা দেয়। কিন্তু ভিবি.নেট এ সেরকম ইজি আপলোড মেকানিজম নেই। এফটিপি অথবা নেটওয়ার্ক টুলস ইউজ করে আপলোড করতে হয়, যা একটু হলেও কঠিন। তাই এই টিউটোরিয়ারটি দিয়েছি। ল্যান বেজড নেটওয়ার্কে চোখে পড়বার মতো পারফরমেন্স ফল হয়নি, আমি টেস্ট করে দেখছি। তাই আমি মনে করি যদি একটি কুয়েরীতে একটি ইমেজই নিয়ে আসতে হয় তাহলে সেক্ষেত্রে ডাটাবেজে ইমেজ রাখা যায়। যদি মাল্টিপল ইমেজ নিয়ে আসতে হয় তাহলে ডিরেক্টরিতে রাখাই ভালো। সেটা অনেক বেশি ফাস্ট হবে বলেই মনে করি। যদিও কোন টেস্ট করে এখনো দেখা হয় নাই।



টিউটোরিয়াল গুলোর প্রি-রিকুস্টিস হলো



১. ভিবি.নেট এ বেসিক কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে।

২. মাইএসকিউএল এ ডাটাবেজ তৈরী, টেবিল তৈরী ইত্যাদি অভিজ্ঞতাও থাকতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.