![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ সবসময় যে কাজের সফটওয়্যারই বানাবে এমন কী কোন কথা আছে? থাকলে সরি, মাঝে মাঝে আমি এরকম দু'একটা বানাই যেটা কেনো বানাইছি তা আমি নিজেও জানি না। তারপরও যদি এটা কারো কাজে আসে তাহলে জেনে ভালো লাগবে।
সফটওয়্যারটার মূল কাজ একে দেওয়া কোন ওয়েবপেজ এর লিংকে এটি ইউজার কর্তৃক প্রদত্ত সংখ্যক বার হিট করবে। একটির পর আরেকটি হিট, এক সংগে নয়।
কোন টার্গেট মাথায় রেখে বানাই নাই, তবু একটু চিন্তা করে দেখতে পারেন, হয়তোবা কোন কাজ এটাকে দিয়ে করানো যেতেও পারে।
মূল কাজ, ইউজার একটি ওয়েবপেজ এর লিংক দিবে এবং ১ থেকে ১০ (সহ) এর মধ্যে যে কোন একটি নাম্বার দিবে। সফটওয়্যারটি ঐ ওয়েবপেজ এ ঠিক তত সংখ্যক হিট / ভিজিট করবে।
কোন টিউটোরিয়াল দেবার প্রয়োজন নেই। যে কেউ বুঝতে পারবেন।
মূলত আমি আমার জন্য একটি "ডেস্কটপ সামু নোটিফায়ার" বানাইছি, এটা সেটা বানানোর আগে যেসব ব্যপার স্যাপার নিয়ে ঘাটাঘাটি করছিলাম সেসব থেকেই বেরিয়ে আসা আগাছা (যদিও যে কেউ এই আগাছাকে ওষুধের ন্যায় ব্যবহার করতে পারবে)
--------------------------------------------------
সফটওয়্যার এর নাম: Hit The Link
ক্রেডিট: Tanmay Chakrabarty
সর্বশেষ ভার্সন: 1.0.1
ফাইল সাইজ: 141 KB
হোস্টেড এট: Mediafire
ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন
--------------------------------------------------
______________
ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
তন্ময় চক্রবর্তী বলেছেন: ধন্যবাদ। কিন্তু কেনো এটা আপনার ভালো লাগলো, আই মীন এটাকে আপনি ঠিক কী কাজে ব্যবহার করবেন সেটা যদি স্থির করে থাকেন তাহলে জানতে পেরে আমার আরো ভালো লাগতো।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ইখতামিন বলেছেন:
বলছি.
কিন্তু রান করতে গেলে নিচের লেখাটা আসে.
The application failed to initialize properly (0xc0000135). Click on OK to terminate the application.
কাজ হয় না।
কোনও রিকোয়ারমেন্ট আছে নাকি? নেট.ফ্রেমওয়ার্ক? কোনটা?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
তন্ময় চক্রবর্তী বলেছেন: হলি গড অব কম্পিউটার !! এটাতো জাস্ট .নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ এর এরর। আপনার পিসিতে ইনস্টলড নাই !! আপনার ওএস কি ? আমি অলরেডী, বাসা ও অফিসের পিসিতে চালাইছি, উইন্ডোজ ৭ এ। নক কইরেন, সমাধান না হলে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
তন্ময় চক্রবর্তী বলেছেন: এররটি সম্পর্কে জানতে এই লিংকে এ দেখুন : এখনে ক্লিক করুন
আর, আমার এ্যাপ এর কনফিগারেশনটাও দেখুন।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
ইখতামিন বলেছেন:
ভাই. ওটা নেটফ্রেমওয়ার্ক এর প্রবলেমই ছিল.
তবে সলভ করে ফেলেছি.
কিন্তু আপনার এই সফটওয়্যার দিয়ে ১০ বারের বেশি হিট করা যায় না।
আমার প্রয়োজন নিম্নে ১০০ হিট.
আর এই সফটওয়ারের মাধ্যমে ১০ বার হিট করতে যতো সময় লাগে. ততক্ষণে আমি ম্যানুয়ালী ১০০ হিট করতে পারি।
আই এম সো স্যরি. তবে আপনি অবশ্যই প্রশংসার পাত্র। সেটা মানতেই হবে।
আমার উদ্দেশ্যই ছিল লিংক হিট করা.
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
তন্ময় চক্রবর্তী বলেছেন: ওকে। তবে আমি নিজের পিসিতে ট্রাই তো করেছি, ততটা সময় লাগার কথা নয়। ওকে, আজ রাতে আপনার সাজেশন এর উপর কাজ করে আপডেট করে দিবো। হিট করতে সময় বেশি লাগার ব্যাপারটা আমি জানি, আই মীন ইটস সলভেবল। আর লিমিটের বিষয়টাও ইচ্ছে করেই দিয়েছিলাম। ওকে, তুলে নেবো।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
ইখতামিন বলেছেন:
ঠিক আছে
আমি অপেক্ষায় রইলাম.
ওকে হলে আমাকে জানাবেন.
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
ইখতামিন বলেছেন: ১ম ভালো লাগা.
+++++++++++
প্রিয়তে