নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপালী আলোর পথে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একরামুল হক শামীম

http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

একরামুল হক শামীম › বিস্তারিত পোস্টঃ

ঈদের মানে ( সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক )

১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১

ঈদের অনেক মানে, ব্যক্তিবিশেষে বদলে যায় এই সহজ মানেটাও,

যে লোকটা প্রবাসে থাকে, সে ভাবে বাড়িতে প্রিয়জনেরা ঈদ করছে

তার কাছে কি ঈদের মানে একাকিত্বে স্মৃতি রোমন্থন নয়?

ঈদের অনেক মানে, এই মানে বদলে যায় সময়ের স্রোতে

যে মানুষটি বড় হয়ে বাস্তবতার স্রোতে হাবুডুবু খাচ্ছে

তার কাছে কি ঈদের মানে ফিকে হয়ে যাওয়া আনন্দ নয়?

ঈদের অনেক মানে, এই মানে নিরন্তর বদলে যায় পারিপার্শ্বিকতায়

নববধুটির প্রথম ঈদ, যে কিনা আগের ঈদে ছিল বাপের বাড়িতে

তার কাছে ঈদ মানে কি, ছেড়ে যাওয়া আত্বিক টান উপলব্ধি নয়?



সবার কাছেই ঈদের অনেক মানে, অনেক ব্যাঞ্জনা

ঈদ মানে আনন্দের জোয়ার, ঈদ মানে খুশী

কিন্তু আমি জানি, ঈদ মানে উপলক্ষ্য ধরে গ্রামের টানে চলা

ঈদ মানেই মায়ের হাতে সেমাই খেয়ে অদ্ভুত মুগ্ধতায় ভাসা

ঈদ মানেই সালামির জন্য বাবার কাছে অদ্ভুত আবদার।

কিন্তু যাদের গ্রাম নেই, মা নেই , নেই বাবা,

তাদের কাছে ঈদ মানে কি?

এই যে বলি আমি জানি, তাদের জন্য কি এই জানাটা ব্যতিক্রম নয়?

এজন্যই বলি ঈদের অনেক মানে

অনেক মানের প্রত্যাশা শেষে আলোকিত ভোরের দেখা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩

প্রচেত্য বলেছেন: চমতকার ভাবের ছন্দময়তায় ঈদের অগ্রিম শুভেচ্ছা

২| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৮

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ প্রচেত্য। ঈদ মোবারক।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৩

ফারহান দাউদ বলেছেন: তারপরেও ঈদ মোবারক।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৭

একরামুল হক শামীম বলেছেন: ঈদ মোবারক।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯

শরিফ রনি বলেছেন: শামীম ঈদের আগে এতো জটিল লেখা না দিলেই কি নয়। তোমার লেখা পড়ে আমি হারিয়ে যাচ্ছি গভীর নস্টালজিয়ায়। স্মৃতি আমাকে আত্নবিস্তৃত করে দিচ্ছে। গত ঈদের আমার ছোট খালা বেচে ছিলেন। এই ঈদে তাকে আর পাচ্ছি না। কয়েকদিন আগে আমাদের ছেড়ে তিনি চলে গেছেন তারার দেশে। ছেলে বেলা থেকে ঈদের পর দিন ছোট খালার বাড়ী বেড়াতে যাওয়া রুটিনে দাড়িয়ে গিয়েছিল।

১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭

একরামুল হক শামীম বলেছেন: সরি রনি কষ্ট দিয়ে থাকলে..
তবে মাঝে মাঝে নষ্টালজিক হওয়া ভালো। এতে শেকড়ের কথা মনে থাকে।
ঈদ মোবারক।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

হমপগ্র বলেছেন: ঈদ মানে আনন্দ।
ঈদের আনন্দ উপভোগ করুন। ভাল থাকবেন। ঈদ মোবারক শামীম ভাই।
-শুভকামনা।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৮

একরামুল হক শামীম বলেছেন: ঈদ মোবারক ইমরোজ ভাই (হমপগ্র)।
ভালো থাকবেন।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০

শরিফ রনি বলেছেন: শাসীস মেইল খোলো সামী তোমার সঙ্গে কথা বলবে।

৯| ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৫৭

বিহঙ্গ বলেছেন: "বুঝতে পারি, বুঝতে তুমি দেওনা
তোমার পথের সীমানার প্রগাঢ়তা
উপলব্ধি করি, জানতে তুমি চাওনা
আমাদের হৃদয়ের অদ্ভুদ জমাটকথা।"
কবিতার মতো সুন্দর ,শামীম ভাই।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.