| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একরামুল হক শামীম
http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
পড়ালেখায় আগের চেয়ে মনোযোগী হয়ে উঠেছি। অবশ্য এর পিছনে কারন আছে। নিজে থেকেই পড়ালেখায় মনোযোগী হবো এমন ভালো ছাত্র আমি নই। ইউনিভার্সিটির থার্ড ইয়ারে ছাত্রছাত্রীরা পড়ালেখায় এমনিতেই একটু মনোযোগী হয়। তাছাড়া সেকেন্ড ইয়ার ফাইনালে একটু বেশি ভালো রেজাল্ট করে ফেলায় শিক্ষকদের উচ্চ ধারণা হয়ে গেছে আমার উপর। ক্লাসে এমনি এমনি প্রশ্ন জিজ্ঞেস করে বসে। ভালো ফলাফলের কারনে একটা লাভ হয়েছে অবশ্য। এখন আশেপাশে অনেক বন্ধু। বিশেষ করে আগে ক্লাসের যে মেয়েগুলো আমাকে গ্রামের ছেলে মনে করে কথা বলতো না তারা নিজেরাই এসে কথা বলে। পড়ার ব্যাপারে পরামর্শ চায়। আমি বিষয়গুলো বেশ এনজয় করি।
এখন ক্লাস শেষেই বাসায় ফিরে আসি না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনেই একটা মাঠ রয়েছে। সেখানকার নিয়মিত আড্ডায় অংশ নেই। আগে এই ধরনের আড্ডায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এখন আমি আড্ডায় অংশগ্রহণ করলে সহপাঠীরাও খুশি হয়। এর কারন আমার ভালো রেজাল্ট কিনা ধরতে পারি না। এই বয়সীদের আড্ডার মূল অনুসঙ্গ হিসাবে অবধারিত হিসাবে চলে আসে সম্পর্কের বিষয়টি। আমিও সাবলীলভাবে আমার মত দেই। ইদানিং লক্ষ্য করছি ভালোবাসার সম্পর্ক নিয়ে বলা আমার কথাগুলো সহপাঠী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনে। বিষয়টা পরিস্কার করে বুঝতে পারলাম যখন ক্লাসের একটা ছেলে তার সম্পর্কের ব্যাপারে আমার কাছে পরামর্শ চাইলো। ক্লাসের একটা মেয়েকে সে ভালোবাসে। মেয়েটাও সেটা জানে। তবে সমস্যা হচ্ছে মেয়েটা তাকে নানাভাবে ঘোরাচ্ছে। এই ঘোরানো অবস্থা থেকে মুক্তি পেতেই আমার শরণাপন্ন হয়েছে সহপাঠী বন্ধুটি। সে জানে মেয়েটার সাথে আমার ভালো পরিচয়। আমি কথা বলবো সিমিনের সাথে, এমনটা বলে ছেলেটাকে আশ্বস্ত করলাম।
একদিন একটু আগে ক্লাস শেষ হয়ে গেল। সিমিন তাড়াতাড়ি করে ক্লাস থেকে বের হচ্ছে। আমিও একসাথেই বের হচ্ছিলাম। আমি আগ বাড়িয়ে বললাম-
সিমিন তুমি কি কোথাও যাচ্ছো?
কেনো বলতো?
তোমার সাথে কিছু কথা ছিল। এখন কি বলা সম্ভব?
তুই আবার আমার সাথে কি কথা বলবি যে এভাবে বলছিস? মৃদু হেসে জিজ্ঞেস করলো সিমিন।
সহপাঠীদের অনেকেই এখন আমাকে তুই সম্বোধন করে। তবে আমি এখনো তুমি সম্বোধনের অর্গল পেরিয়ে তুই-তে পৌছাতে পারিনি। ফর্সা, একহারা গড়নের স্মার্ট মেয়ে সিমিন অবলিলায় আমাকে তুই সম্বোধন করে, অথচ আমি তাকে তুমি তুমি করে বলি। ডিপার্টমেন্টের বারান্দা পেরিয়ে মাঠের এককোনে গিয়ে বসলাম দুজনে। বসেই সিমিন বললো-
আজকের ওয়েদারটা অনেক সুইট না? শীতের সকালগুলো বেশ ভালো লাগে। সকাল হয়েছে অনেকক্ষণ হলো। এখন একটু একটু মিস্টি রোদ, শীতল বাতাস, সবমিলিয়ে দারুন এক ওয়েদার।
সিমিনের হাত নাড়ানো দেখতে দেখতে তার কথা শুনছিলাম। কথা বলার সময় মেয়েটা প্রচুর হাত নাড়ায়। তার এতোগুলো কথার জবাবে শুধু সংক্ষেপে বললাম, হুমমম।
আচ্ছা এখন বল, কি এমন ঘটনা হলো? কিংবা কি এমন বিশেষ কথা যে আমাকে ডেকে এনে মাঠে বসালি?
কিভাবে শুরু করবো তাই ভাবতাছি।
কিরে? তোর লক্ষণতো ভালো মনে হচ্ছে না। প্রেমের প্রস্তাব দিবি নাকি আমাকে? বলেই হাসতে লাগলো সিমিন।
ধুর, সবকিছুতে তোমার দুষ্টুমি! আসলে তারেকের ব্যাপারটা নিয়ে কথা বলার জন্যই তোমাকে ডাকলাম।
সঙ্গে সঙ্গেই সিমিনের উৎসাহ চলে গেল। তারপরেও আমি সামনে বসে আছি, কথা বলতে হবে এমন ভাব নিয়ে সে বললো- আচ্ছা বল, কি বলতে চাস তার সমন্ধে?
কেন তুমি জানো না? সবকিছু কি আমাকে নতুন করে শুরু করতে হবে?
দেখ, বিষয়টা নিয়ে অনেক ভেবে আমি আজকের অবস্থানে আছি। আমার কাছে তারেকের ব্যাপারটাকে ভালোবাসার মোহ মনে হয়। ইউনিভার্সিটির শুরুর দিকে হঠাৎ একদিন আমাকে দেখে ভালো লেগে গেল। এটা মোহ ছাড়া আর কিইবা হতে পারে? সে আমার সমন্ধে কতোটুকুইবা জানে?
কিন্তু যদি মোহই হতো তাহলে কি ছেলেটা তিন বছর ধরে তোমাকে ভালোবাসার কথা শুনিয়ে যেতো?
এই ব্যাপারটা নিয়ে আমিও ভাবি। তবে কি করবো বল? কিছু বিষয়ের কাছে আমি বন্দী।
মানলাম কিছু বিষয়ের কাছে তুমি বন্দী। তাই বলে এইসব উদ্ভট প্রস্তাব দিয়েছ কেন? আবাসিক হলের পাশের পুকুরে শীতের সকালে লাফিয়ে পড়তে হবে। এইসবের মানে কি?
এইটা ভালোবাসার তীব্রতা বোঝার পরীক্ষা। কেউ একজন আমাকে ভালোবেসে শীতের সকালে পুকুরে লাফ দিয়েছে, এমনটা ভাবতেই ভালো লাগে।বলেই হাসতে লাগলো সিমিন।
এইটা তোমার স্রেফ পাগলামি। ভালোবাসার তীব্রতা বোঝাতে একটা ছেলে শীতের সকালে লাফ দিয়ে পুকুরে পড়ে যাবে। তাছাড়া সে সাতারও জানে না। মরে গেলে ভালোবাসার তীব্রতা প্রমাণ হবে, তাই না?
ভালোবেসে কেউ কারো জন্য মরে যাচ্ছে এইটা অনেক তীব্র ভালোবাসা না তোর কাছে?
চুপ করো তুমি। তুমি তারেকের ইমোশন নিয়ে খেলছো।
ওকে। আর কিছু বলতে চাস তুই? নাহলে আমি উঠি। বলেই উঠতে যাবে এমন সময় বললাম-
আচ্ছা সিমিন, তোমার ব্যাপারটা আরেকটু পরিস্কার করে বলোতো।
দেখ! একটা ঘটনার বাইরে থেকে সেই ঘটনা নিয়ে অনেকভাবেই সমালোচনা করা যায়, ঘটনার অনেক ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু ঘটনার ভিতর থেকে বলতে গেলে কার্যকরণ অনেক কমে যায়।
হুমম।
তাহলে তোকে বলি আমার জীবনের কিছু কথা। এই কথাগুলো আগে কাউকেই বলিনি।
ঠিক আছে বলো।
তখন আমি ক্লাস সেভেনের ছাত্রী। ওই বয়সটাতে প্রেম-ভালোবাসা নিয়ে এতো তীব্র জ্ঞান ছিল না। তবে সেই বয়সে বাড়িওয়ালার ছেলেটাকে খুব ভালো লাগতো। পড়া বুঝে নেওয়ার বাহানা করে তার কাছে গল্প করতে যেতাম। তার সঙ্গে সময় কাটাতে খুব বেশি ভালো লাগতো। সেই বয়সে এটা ঠিক ভালোবাসা নাকি মোহ ছিল এখনো বুঝতে পারি না।প্রায় দিনই তার সাথে দেখা হতো। আমরা এক রুমে বসে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। ছেলেটিও আমাকে পছন্দ করতো। যদিও সে তখন ইউনিভার্সিটিতে পড়তো তারপরেও আমি গেলেই স্বাচ্ছন্দ্যে গল্প করতো নানা বিষয় নিয়ে। মাঝেমধ্যে ভালোবাসার কথা বলতো। আমি হ্যাঁ না কিছু না বলে মুগ্ধ হয়ে গল্প শুনতাম। সব কিছু ঠিকঠাক মতো চলছিল। এক বিকালে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আকাশ কাপিয়ে বৃষ্টি নামলো হঠাৎ। ইলেকট্রিসিটিও চলে গেলো সেই সময়টাতে । অন্ধকারে ভয় হতে লাগলো। তখনো সেই ভয় আসলে কিছুই ছিল না। কিছুক্ষণ পর ভয়ে কুকড়ে গেলাম যখন শরীরে একটা হাতের স্পর্শ পেলাম। সেই বয়সেই বুঝে গিয়েছিলাম হাতের স্পর্শটা অন্যরকম। কিন্তু সেই সন্ধ্যায় আমার চিৎকারের শব্দ বৃষ্টি আর বাঁজ পড়ার শব্দকে ছাপিয়ে যেতে পারেনি। সেই সন্ধ্যা আমার জন্য নির্মম সন্ধ্যা হয়ে উঠেছিল। তবে আমি সেই কথা কখনোই কাউকে বলনি, বলতে পারিনি। পরে সেই ছেলেটির সাথে দেখা হলেই অন্যদিকে চলে যেতাম। মনের ভিতর ছেলেদের নিয়ে ভয় বাসা বেধে গেল। তারপর থেকে আমি ভালোবাসার সম্পর্কে স্বাভাবিক হতে পারি না। সত্যি বলতে কি জানিস, আমার কাছে এখন সব ছেলেকেই প্রতারক মনে হয়। জানি অনেক ছেলেই ভালো। তারপরেও ভয়টাকে আমি কাটাতে পারি না।
চুপ করে সিমিনের কথা শুনছিলাম। তার কথাগুলো শুনে অনেকক্ষণ চুপ করে থাকলাম। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বললো-
আমার একটা জরুরী কাজ আছে। আমি আজ যাই। এই বলেই সে চলে গেল।
আমি আরো কিছুক্ষণ মাঠে বসে রইলাম শূণ্য বোধ নিয়ে। মানুষের জীবনে কতো রকমের ঘটনা যে অন্তরালে থেকে যায়! বাসায় ফেরার সময়ও বিষয়টা নিয়ে ভাবলাম। হঠাৎ সময় দেখতে গিয়ে ঘড়ির দিকে তাকাতেই মনে পড়লো বেশ কিছুদিন ধরে অবন্তীদের বাসায় যাওয়া হচ্ছে না। একদিন যাওয়া দরকার।
(চলবে......)
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব
চতুর্থ পর্ব
পঞ্চম পর্ব
ষষ্ঠ পর্ব
সপ্তম পর্ব
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
একরামুল হক শামীম বলেছেন: হুমাও কেলা? ![]()
২|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
সামী মিয়াদাদ বলেছেন: এতো পর্ব একসাথে পড়া কষ্টের....তয় শামীম লিখছে যেহেতু ভালাই হইবো......পরে পড়ুমনে
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
হুমমম। ধন্যবাদ সামী ভাই। ![]()
৩|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৬
নাজনীন খলিল বলেছেন:
হুমমম!
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
একরামুল হক শামীম বলেছেন: হুমমম!
ধন্যবাদ আপু।
৪|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৬
মোহাম্মদ আরজু বলেছেন: কি আর কমু ?
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০
একরামুল হক শামীম বলেছেন: কি কইতে চাইলে কইয়া ফালাইতে পারো। মত প্রকাশের স্বাধীনতা আছে না? ![]()
৫|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
নিবিড় অভ্র বলেছেন:
টুইস্ট ![]()
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০
একরামুল হক শামীম বলেছেন: মন খারাপ এবং আবার হাসি!! হাইজেনবার্গের দ্বৈত অবস্থান নীতি কেন? ![]()
৬|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৮
নকীবুল বারী বলেছেন: আপনের নাকি বিবাহ......????
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪১
একরামুল হক শামীম বলেছেন: কি কয়!!
টাশিকিত হৈলাম
৭|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: বেশ।বেশ।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪১
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।
৮|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০
পারভেজ বলেছেন: ভালো লাগলো। অনেক কিছু স্পর্শ করা হয়েছে এই পর্বে।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে পারভেজ ভাই।
৯|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
আবু সালেহ বলেছেন:
মন খারাপের দিনে মন খারাপ করা আরেকটা পোস্ট.......
তোমারে মাইনাস
লেখাটাকে প্লাস...
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
একরামুল হক শামীম বলেছেন: মন খারাপ কেন? ![]()
১০|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
নিবিড় বলেছেন: ঘটনায় বাম হাত ঢুকাইলেন ক্যান??
তবে মেসেজ ভালো ছিল.....
আপনারে সত্যি পিটাইতে ইচ্ছা করে ....কতদিন বসায়া রাখলেন হেয়াল আছে?
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
একরামুল হক শামীম বলেছেন: এইবার লিখতে অনেক আলসি হইছে। আলসেমিতে ধরছে আমারে ![]()
ধন্যবাদ পড়ার জন্য।
১১|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
ওয়ার হিরো বলেছেন: হুমমমমম
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
একরামুল হক শামীম বলেছেন: হুমমমম
১২|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
আকাশনীল বলেছেন: আপনের নাকি বিবাহ......????
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪
একরামুল হক শামীম বলেছেন:

১৩|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫০
হমপগ্র বলেছেন: শামীম ভাই, মাঝখানের গুলা পড়ি নাই।
এই পার্টটা বেশ ভাল হইছে। বিশেষ করে ছাত্র হিসেবে বর্ণনাটা আমার সাথে মিলে যায়!
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ ইমরোজ।
১৪|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
নাঈম বলেছেন: হুমমম...............
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৮
একরামুল হক শামীম বলেছেন: আইছে আরেক হুমানো পাবলিক ![]()
১৫|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪
মনজুরুল হক বলেছেন:
শৈশবের কানামাছি ভোঁভোঁ সময়ে নিয়ে গেলে ভাই ! নষ্টালজিক! হায় কৈশোর !
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২
একরামুল হক শামীম বলেছেন: হুমমমম.... হায় কৈশোর !
১৬|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২
মমমম১২ বলেছেন: হুম অবন্তিকে মিস করছি।অনেক দিন দেখা নেই।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯
একরামুল হক শামীম বলেছেন: অবন্তী আবার ফিরিয়া আসিবেক ![]()
ধন্যবাদ আপনাকে।
১৭|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৩
কলিকালের মানুষ বলেছেন: ....সবগুলো একসাথে পড়লাম.....এই পবটাই সবচেয়ে ইন্টারেস্টিং হইছে....বাকিগুলা একটু হালকা মনে হইছে....তবে লেখার হাত বেশ ফ্লুইড....আশা করি আপনার কাছ থেকে নতুন কিছু, মৌলিক কিছু পাব ভবিষ্যতে...ধন্যবাদ...
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৪
একরামুল হক শামীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করে যাবো।
১৮|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৪
প্রিয়তমা বলেছেন: হুমম...
এই পর্বটা অনেক গুছিয়ে লিখেছো...ভালো লাগছে...
অপেক্ষায়...![]()
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবা তোমাকে ![]()
১৯|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩
রাশেদ বলেছেন: বাদ গেচে কিচু পর্ব!
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৩
একরামুল হক শামীম বলেছেন: পড়ে নিয়েন সময় করে।
আপনি কবে থেকে আবার জেনারেল হৈলেন রাশু ভাই!! ![]()
২০|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৪
রাশেদ বলেছেন: দেখি পড়ুম।
গালি দিচিলাম কিচু। ![]()
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৯
একরামুল হক শামীম বলেছেন: হায় হায়!! এই ঘটনা ঘটলো কবে!!! ![]()
২১|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এই পর্বে গল্পের টার্নিংটা ভালো লাগলো। সিমিনের কৈশোর স্মৃতি তাকে মানসিকভাবে জড় করে রেখেছে, এই বিষয়টি অনেক মেয়ের ক্ষেত্রেই ঘটে।
দুয়েকটা বানান খেয়াল করে দেখবেন।
শুনে < শোনে
ঘুরাচ্ছে < ঘোরাচ্ছে
এই ধরনের সমাপিকা ক্রিয়ার শব্দগুলোতে উ-কার ব্যবহার না করে ও-কার ব্যবহার করাই যুক্তিযুক্ত এবং শুদ্ধ।
বানান-বিষয়ক আমার যাবতীয় মন্তব্য আমি না বললেও সর্বদা মুছে ফেলার অনুরোধ করছি।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৩
একরামুল হক শামীম বলেছেন: অনেক কৃতজ্ঞতা। আপনার কমেন্ট খুব মিস করছিলাম।
দু্ইটা বানান ইনশাআল্লাহ এখন থেকে আর ভুল হবে না। এই ভুলটা যাতে না হয় সেজন্য আপনার কমেন্টটা থাকা জরুরী। ![]()
২২|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩০
এন এইচ আর বলেছেন: ভাই জান লিখবান লাগছেন বালাই মাগার বাংলা নাটকের মত আস্তে আস্তে ছোট কইরেন না। তবে তার পর ও বলছি ভাল লাগছে,............্
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩৫
একরামুল হক শামীম বলেছেন: আচ্ছা। ![]()
অনেক ধন্যবাদ আপনাকে।
২৩|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫২
কঁাকন বলেছেন: গল্প তো ব্যাপক হারে চারদিকে ডালপালা মেলছে
খুবি ভালো লাগছে![]()
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
একরামুল হক শামীম বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
২৪|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৪
নরাধম বলেছেন: ভালইছে। চলুক, সাথে আছি।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ নারু ভাই। ![]()
২৫|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: যেখানে সিমিন মস্করা করে আশংকা করলো যে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছে 'আমি', সেখানে 'আমি'র জবাবে সিমিনকে 'তুই' বলে ফেলছে। তোমার মনে হয় চোখ এড়ায়ে গেছে তাই ধরায়ে দিলাম।
এই পর্বটা খুবই ভালো হয়েছে। নতুন চরিত্র এনে তাদের নতুন গল্প পড়তে ভালো লাগলো। অবন্তী আর ছাত্রী একটু একঘেঁয়ে করছিলো বইকি। গুড জব শামীম!
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
একরামুল হক শামীম বলেছেন: খেয়াল করি নি। এখন ঠিক করে দিলাম। ধন্যবাদ তোমাকে।
২৬|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৯
অ্যামাটার বলেছেন: hmm...
prodiper niche ondhokarta-o ache...
_____________________________________________
offtopic: onnek to hoilo, eibar naker rumal-ta na hy soran!!![]()
০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
একরামুল হক শামীম বলেছেন: হুমমম প্রদীপের নিচে অন্ধকার......
২৭|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
আউলা বলেছেন: তোরে নাকি তোর বউয়ের সাথে রিক্সায় হুড উঠাইয়া যাইতে দেখা যায়!!
খুলনায় থাকি বলে ভাবিস না খবর রাখি না!!
বেয়াদ্দপ ফাজিল পোলাপান..মুরুব্বীদের কথা একবারও ভাবলি না!! 
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
একরামুল হক শামীম বলেছেন: এইগুলা কি কস!! আমিতো কিছুই বুঝলাম না। মাথার উপ্রে দিয়া গেল। ![]()
২৮|
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪
জেরী বলেছেন: আজ পোস্টের কমেন্ট করবো না![]()
অভিনন্দন রইলো
.....................আইনের লোক হইয়া বে-আইনী কাজ কেমনে করলেন শামীম ভাই
............খিক.....খিক![]()
![]()
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৯
একরামুল হক শামীম বলেছেন:

২৯|
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৮
আউলা বলেছেন: আইনের লোক বেআইনী কাজটা কিভাবে করলি!!
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৯
একরামুল হক শামীম বলেছেন: কিসের বেআইনী কাজ!! 
৩০|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
তানজু রাহমান বলেছেন: ![]()
"আউলা বলেছেন: আইনের লোক বেআইনী কাজটা কিভাবে করলি!!"
তবে ইন্টারেস্টিং টার্ন ![]()
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৫
একরামুল হক শামীম বলেছেন: কমেন্টের প্রথম পার্টের জবাবে - 
দ্বিতীয় পার্টের জবাবে - ![]()
৩১|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩১
রাশেদ বলেছেন: ঈদ মোবারক! ![]()
০৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৮
একরামুল হক শামীম বলেছেন: ঈদ মোবারক। রাশু ভাই সালামি কই? ![]()
৩২|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
একরামুল হক শামীম বলেছেন:
----------------------ঈদ মোবারক----------------------------
============ ================
ঈদের শুভেচ্ছা জানাতে আলাদা পোস্ট দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তা আর হলো না। এজন্য এই পোস্টেই ঈদ শুভেচ্ছার বিনিময় করলাম। ![]()
আমার সিনিয়র ব্লগাররা নিজ দায়িত্বে সালামির টাকা পয়সা রেখে যান। সর্বনিম্ন ৫০ টাকা। ![]()
আর আমার জুনিয়র ব্লগাররা সালাম করে সালামির জন্য লাইনে দাড়াও। সিনিয়র ভাইদের কাছ থেকে প্রাপ্ত টাকার কিয়দংশ তোমাদের দেওয়া হৈবেক।![]()
তবে সমবয়সী ব্লগারদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয় নি। তাদেরও ঈদের শুভেচ্ছা।
.............. .....সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক......................
৩৩|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
প্রিয়তমা বলেছেন: (আর সমবয়সী ব্লগারদের সাথে সালামির বৃহৎ কিছু অংশ ভাগ-বাটোয়ারার বিষয়টি সিনিয়র, জুনিয়রদের গোপনে আলাপ করে হইবেক
)
ঈদ মোবারক ![]()
০৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
ঈদ মোবারক
৩৪|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
প্রণব আচার্য্য বলেছেন: আগের পর্বগুলো পড়া হয়নি...
ধীরে ধীরে পড়ছি
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৪
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৫|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
অপ্সরা বলেছেন: ভালো লাগলো এ লেখাটাও। আগেই পড়েছিলাম অফলাইনে। এখন জানালাম।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ
৩৬|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
জেরী বলেছেন: ঈদ মোবারক![]()
(২ জনেরে)
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
ধন্যবাদ ![]()
৩৭|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
নিহন বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০
একরামুল হক শামীম বলেছেন: ঈদ মোবারক ![]()
ধন্যবাদ তোমাকে।
৩৮|
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক.....!! ( লগে ফাঁসি মুবারক.....!! )
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২১
একরামুল হক শামীম বলেছেন: ঈদ মোবারক ![]()
কিন্তু মেঘু সঙ্গে আবার ফাঁসি মোবারক ক্যান? ![]()
৩৯|
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৭
টেকনো বলেছেন: চালিয়ে যান। খুব ভাল লাগলো।
ঈদ মোবারক।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ঈদ মোবারক।
৪০|
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো তোমাকে দেখে.....ঈদ কেমন করলা?
গল্পটা পড়েছি....।
এই পর্বটা একটু বদলে গেছে......।ভালো লেগেছে।
শুভকামনা ।ভালো থেকো।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
৪১|
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: পড়লাম........ পরের টা কবে?????
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০
একরামুল হক শামীম বলেছেন: পরেরটা লিখার সময় পাচ্ছি না ![]()
৪২|
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৪
অপ্সরা বলেছেন: এটা কি অসমাপ্তই রয়ে যাবে?
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০
একরামুল হক শামীম বলেছেন: আরে না। অসমাপ্ত থাকবে না। ![]()
৪৩|
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০
পুসকি বলেছেন: হেল্লো![]()
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪
একরামুল হক শামীম বলেছেন: হেল্লো!
খবর কি?
৪৪|
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১
ভেংচুক বলেছেন: হুম,এবার পরেরডা
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৫
একরামুল হক শামীম বলেছেন: আচ্ছা। আপনার ধৈর্য্য দেখে আমি মুগ্ধ হচ্ছি। বিনীত ধন্যবাদ। ![]()
৪৫|
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪
রাশেদ বলেছেন: ঈদ মোবারক!
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯
একরামুল হক শামীম বলেছেন: আইছে আরেকজন! এতোপরে ঈদের শুভেচ্ছা কি? নাকি পরবর্তী ঈদের অগ্রীম শুভেচ্ছা ?
শুভেচ্ছা বুঝলাম কিন্তু সালামি কই? ![]()
৪৬|
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪
রাশেদ বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
একরামুল হক শামীম বলেছেন: আচ্ছা বিজয় দিবসেরও শুভেচ্ছা ![]()
৪৭|
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫
রাশেদ বলেছেন: এই পর্বে দেখি কাহিনী অন্যদিকে গেছে। বেশি মাল্টিডাইমেনশনাল হইলে পরে রাশ টানতে পারবা তো! ![]()
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৪
একরামুল হক শামীম বলেছেন: সুতাতো আমার হাতে। সব টাইনা ধর্মু ![]()
৪৮|
০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭
সিলভার রেইন বলেছেন: time gap আছে একটা। ফার্স্ট ইয়ারের পরে ডিরেক্ট থার্ড ইয়ারে কেন ভাই।!!! সেকেন্ড ইয়ারে কাহিনী আমাগোরে শোনাবেন না!!!!
সিমিনের কাছে "সরি"।
মিসিং অবন্তী।
ওর সাথে মাঝের এক বছর কি করছেন এইটা যদি না বলেন তাইলে কিন্তু মাইনাস দিমু।
০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২
একরামুল হক শামীম বলেছেন: ভাইজান পঞ্চম পর্বে টাইম উল্লেক নাই। ওইখান থেকেই দ্বিতীয় বর্ষের ঘটনা ধরে নেন। ![]()
সিমিনের কাছে আমরা সবাই স্যরি।
৪৯|
০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: আবার বলতে বাধ্য হলাম, হুমায়ুনের ধাঁচ চলে আসছে।
প্লীজ একটু লক্ষ্য রাখেন, যাতে হুমায়ুন চলে না আসে।
০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
একরামুল হক শামীম বলেছেন: আচ্ছা লক্ষ্য রাখা হৈবেক।
৫০|
০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
হিমালয়৭৭৭ বলেছেন: আরে, সিমিনের ব্যাপারটা অন্যভাবে দেখালে ভাল হতনা! বিশেশ করে ঝড়ো বিকেল-ইলেকট্রিসিটি অফ....এই ব্যাপারগুলো বাংলা সিনেমার মত হয়ে গেছে। ছেলেটি সুযোগসন্ধানী হলে তা অন্যভাবেও নিতে পারে, বিশেষ করে এই যুগে সেটাকোন ব্যাপরই না। সিমিন এখন থার্ড ইয়ারে পড়ছে, সেভেনে পড়ার সময় এক দশক আগে হয়নি। তাই ততটা প্রাচীনও নয় কাহিনী, সেক্ষেত্রে ঘটনার ক্ষেত্রটা ভিন্নভাবে আসতে পারতো। এই ব্যাপারটি আরোপিত মনে হয়েছে।তবে গল্পে নতুন চরিত্রগুলোর সংযোজন ভালো লাগলো, বিশেষ করে তারেককে পানিথেকে লাফ দিতে বলার অংশটুকু অন্যরকম: ভার্সিটিতে এই ধরনের অমেরুদণ্ডী প্রাণির অভাব নেই, বুয়েটে আমার এক বন্ধুই আছে এরকম ।।।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৮
একরামুল হক শামীম বলেছেন: হুমমম। আপনার বিষয়টা ভেবে দেখার মতো। ধন্যবাদ আপনাকে মন্তব্যটার জন্য।
৫১|
১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৪
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: "একটা ঘটনার বাইরে থেকে সেই ঘটনা নিয়ে অনেকভাবেই সমালোচনা করা যায়, ঘটনার অনেক ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু ঘটনার ভিতর থেকে বলতে গেলে কার্যকরণ অনেক কমে যায়।" ... সত্যকথন টা ভাল লাগলো। ইনফ্যাচুয়েশন আর তীব্র ভালবাসার একটা মার্জিন বা মিশ্রন পেলাম গল্পে, তাছাড়া সিমিন সহ অন্য চরিত্রের আবির্ভাব ভাল লাগলো। পরেরটায় যাই ভাইয়া... ![]()
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
একরামুল হক শামীম বলেছেন: পড়ে সুন্দর করে মন্তব্য জানানোর জন্য ধইন্যাপাতা ![]()
৫২|
০৮ ই মে, ২০০৯ রাত ৯:৩৫
শত রুপা বলেছেন: পড়লাম।
০৮ ই মে, ২০০৯ রাত ১০:২৭
একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা ![]()
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
মোহাম্মদ আরজু বলেছেন: হুমম ...