নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদা আক্তার তান্নি। বিবিএ ৪র্থ বর্ষ (হিসাববিজ্ঞান)।নোয়াখালি সরকারী কলেজ, নোয়াখালী।

নাহিদ তান্নি

নাহিদা আক্তার তান্নি

নাহিদ তান্নি › বিস্তারিত পোস্টঃ

দরিদ্রতার অভিশাপ

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

দরিদ্রতার অভিশাপ
নাহিদা তান্নি
___________________
বাবার কাঁধে সন্তানের লাশ !
দরিদ্রতার অভিশাপ।
বিনা চিকিৎসায় সন্তান গেছে মারা,
কিছুই করতে পারেনি বাবা
অপলক নয়নে চেয়ে থাকা ছাড়া।

গরীব বাবা-মা বহুকষ্টে
সামান্য আয়োজন করে
করেছে কন্যাকে সুপাত্র দারস্থ ;
ভাবে এবার বুঝি তারা নিশ্চিন্ত।

কিন্তু হায়! ভাগ্যের নির্মম পরিহাস!
যৌতুকের জন্য কন্যার উপর চলতে থাকে
পৈশাচিক অত্যাচার,
কখনো বা ঘটে যায়
গৃহবধূ হত্যার অনাচার।

কি নিষ্ঠুর এই নন্দিত ভূবন!
দরিদ্রতার অভিশাপ বুঝি এতই করুণ?
দরিদ্রতা না হয় নিলাম মেনে।
কিন্তু, অমানবিকতা!
সেটাও কি নেব মেনে?
হে মনুষ্যত্ব!
কোথায় তুমি আজ?
এই সভ্য সমাজের কোথায় তোমার বসবাস?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.