![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তানভীর আহমেদ, ৬০ সেকেন্ড নামে একটি বিজ্ঞাপনী সংস্থা ও পেইজেস নামের একটি মাসিক লাইফ স্টাইল পত্রিকা চালাই। আমি বিশ্বাস করি মানুষই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আজ আপনি একজনের বিপদে পাশে দাড়ান, একদিন আপনার বিপদেও কেউ একজন আপনার পাশে দাড়াবে। আমি আমার দেশ এবং স্বাধীনতার প্রশ্নে আপোষহীন। আমার কাছে দেশপ্রেম মানে, যার যার অবস্থান থেকে সৎ ভাবে কাজ করে যাওয়া, তাহলেই দেশ এগিয়ে যাবে...৭১ আমাদের চেতনার মূল উত্স, তাই ৭১-এর সঠিক ইতিহাস জানা জরুরি। \n
ইদানিং রাস্তা ঘাটে তথাকথিত কিছু স্মার্ট পোলাপাইনরে দেখি উদ্ভট লাল, কমলা, টিয়া, গোলাপী, বেগুনি কালারের পেন্ট (!) পইরা চলাফেরা করে। তারা যে ডিজাইন আর কালারের পেন্ট পইরা ঘুরে, আমরা এতোদিন জানতাম এই ধরনের স্টাইল ফলো করে "গে" টাইপের পোলারা ।
বুঝতাসিনা, দিন বদ্লায়তাসে, আমি বুড়া হইয়া গেসি !
নাকি দেশে কাঠাল পাতা খাবার, অসুস্থ প্রতিযোগিতার কারণে, তরুণ সমাজের একটা অংশ "গে" হইয়া যাইতেসে.....
©somewhere in net ltd.