![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঠ্যপুস্তক এর পাশাপাশি অস্ত্র বিদ্যাটাও আমারজানা আছে। আর এটাকে আমি সবার উপরে রাখতেচাই কারণ অস্ত্রের সামনে বিদ্যান ব্যক্তিরাওবোকাচোদা হয়ে যায় :)
"প্রতিবাদ" শব্দটার অর্থ কেমন যেন
অদ্ভূত হয়ে যাচ্ছে। এক সময় "প্রতিবাদ"
বলতে যেটা জানতাম হাতের কাছে যা
কিছু পাও তা নিয়েই শত্রুর সাথে লড়াই
করা।
আর এখনকার "প্রতিবাদ" মিছিল-মিটিং,
বিক্ষোব সভা, ফেসবুকে একটা ইভেন্ট
খুলে পেসক্লাব এর সামনে গিয়ে
কিছুক্ষণ চিল্লা ফাল্লা , দুই ঘণ্টা
অনাহার, ফেসবুক প্রফাইলে I support
Taskin, I sipport Tanu , I support হেন তেন
আর কত কি ! আর এক মাস পর ? কে
কোথায় কেউ জানে না ! তারপর !
আবারো একটা রোমহর্ষক কাহিনী
আবারো সেই প্রতিবাদের নামে
সাজানো গোছানো কিছু নাটক। যে
নাটকের অভিনেতাও আমরা আবার দর্শক
ও আমরা ! আর এই নাটক এর মঞ্চ হচ্ছে
ফেসবুক এ খোলা একটা ইভেন্ট। যেখানে
হোস্টরা প্রতিবাদের নামে পপুলার
হওয়ার আশায় থাকেন। আর অভিনেতারা
সাদা কাগজে দস্তখাত করে কিসের যেন
সাক্ষী হতে চায় !! এভাবেই প্রতিবাদ
চলছে এবং চলতেই কি থাকবে ?
।
ভাই প্রতিবাদ করা কি এতই সোজা ?
এত সোজাই যদি হত তাহলে ৭১ এ
প্রতিবাদ জানাতে গিয়ে মৃত্যুর ভয়কে
ত্যাগ করে লাক্ষো মানুষ শহিদ হলো
কেন?
আপনি কি পারবেন তাদের মত মৃত্যুর
ভয়কে ত্যাগ করে প্রতিবাদ জানাতে?
ফেসবুকে তো তাসকিন কে নিষিদ্ধ
করাতে ICC কে এবং তনুর ধর্ষণ কারিদের
গালাগালি কম করেননি । শুধু তাসকিন
আর তনুর কথা বললাম বাকিদেরটা তো
ইতিহাস ।
সাহস আছে কি আপনার ICC কর্তৃপক্ষের
সামনে গিয়ে তাদের মা-বোন এক করে
দিতে? পারবেন কি তনুর ধর্ষণ কারিদের
সামনে গিয়ে হাতে চাকু নিয়ে ধর্ষণ
কারির লিঙ্গ বিছিন্ন করতে?
জুনায়েদ ইভান ভাই এর একটা পোস্ট
দেখলাম। তাতে লিখা ছিল-
"""কিছু করতে চাও ? তাহলে একটা পাথর
নাও। চল...ধর্ষক ধরি। তনুকে যারা
মেরেছে তাদের সবকটাকে মাঠের
মাঝখানে এনে ব্যাটিং পিচের পাশে
পুতে ফেলি। তারপর গ্যালারী থেকে
পাথর মারি"" ।
যদি এমন করতে পারেন তবে সেটাই হবে
"প্রতিবাদ" এর আসল সংজ্ঞা।
কিন্তু চাকু দিয়ে লিঙ্গ বিছিন্ন করে
এবং সামনে গিয়ে গালাগালি করার পর
আপনার সাথে যা হবে মৃত্যুর ভয়কে
উপেক্ষা করে তার মুখোমুখি হতে
পারবেন তো !
ভাই আমার ও ইচ্ছে করে এমন কিছু করে
দেখাতে। এমন সব যোগ্য প্রতিবাদের
অধিনায়ক হতে। কিন্তু আমি পারিনা
করণ যোগ্য প্রতিবাদ করার পর যা হবে
তার মুখোমুখি হওয়ার সাহস আমার নাই।
আমি পারিনা করণ আমি মৃত্যুকে ভয় পাই।
কিন্তু আমি কথা দিচ্ছি আর দশজন যদি
মৃত্যুর ভয়কে উপেক্ষা করে হাতে চাকু
নিয়ে যোগ্য প্রতিবাদের সন্ধানে ওই সব
কঠিন বাস্তবতার মুখোমুখি হওযার সাহস
দেখিয়ে রাজপথে নামে তবে আমিও
মৃত্যুর ভয়কে উপেক্ষা করে রাজপথে
নামতে দ্বিধা করবো না।
©somewhere in net ltd.