নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলাকায় সব চেয়ে ভাল ছেলে থেকে কবে যে এলাকার দুষ্ট ছেলে গুলোর সর্দার বনে গেলাম বুঝতেই পারলাম না। আমি মোটেও রোমান্টিক নই। আবেগের চেয়ে বিবেগটাকেই বেশি প্রাধান্য দেই।উক্তির চেয়ে যুুক্তি তাই আমার কাছে বেশি গ্রহণীয়। বাকযুদ্ধে জয়ী হওয়াই আমার লক্ষ্য।

Tanveer Hossain

পাঠ্যপুস্তক এর পাশাপাশি অস্ত্র বিদ্যাটাও আমারজানা আছে। আর এটাকে আমি সবার উপরে রাখতেচাই কারণ অস্ত্রের সামনে বিদ্যান ব্যক্তিরাওবোকাচোদা হয়ে যায় :)

Tanveer Hossain › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৩১



পৃথিবীর সবচেয়ে দামি বস্তুর নাম ইন্টারনেটের কল্যানে হয়ত অনেকেই জানে৷ তা হল অ্যান্টিম্যাটার। বিজ্ঞানীদের ভাষ্য মতে এটিই সবচেয়ে দামি বস্তু যার মূল্য প্রায় ৬২.৫ ট্রিলিয়ন ডলার।

কখনো কি ভেবেছেন পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু কোনটা!
হুট করে মাথায় হয়ত আটানা দামের লজেন্স এর কথা আসতে পারে। কিন্তু না। এর থেকে ও সস্তা বস্তু আছে যার বহুমুখী ব্যবহারের সাথে এর দামের পার্থক্যটাই একে আমার চোখে সস্তা বস্তুর মুকুট পরিয়েছে।
আর সেটি হলো দিয়াশলাইয়ের বাক্স যা পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু। এই একটাকা দামের ম্যাচ বক্সে ২৫ টির মত কাঠি থাকে যা দিয়ে আপনি চাইলেই পুরো একটা বনাঞ্চল পুড়িয়ে ফেলতে পারবেন । মাত্র ১টা কাঠি দিয়েই শত শত ঘর বাড়ি ছাই করে শত কোটি টাকা লোকসান করে দেওয়া সম্ভব। এই বক্সে থাকা প্রায় সব কাঠি দিয়ে গড়ে ৪ টা করে ১০০ টার ও বেশি সিগারেট ধরিয়ে কষ্ট সব ধোঁয়ায় মিশিয়ে দিতে পারেন। গড়ে ১.৫ টা করে ৪০ টা কয়েল জ্বালিয়ে মশার হাত থেকে বাচতে পারেন ৭০ টারও বেশি মোমবাতি জ্বালিয়ে ঘর আলোকিত করতে পারেন। ১টি কাঠি দিয়ে ১বার করে ২৫ বার চুলা জ্বালিয়ে মজার মজার সব আইটেম রান্না করে খেতে পারেন। আর এই সব কিছুই সম্ভব মাত্র একটাকা দামের এই ম্যাচ বক্স দিয়েই।
খুবই সস্তা তাই না!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৮

কলাবাগান১ বলেছেন: মাছের নামের সঠিক উচ্চারন হল স্যামন...স্যালমন না

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: আরেকটা সস্তা বস্তু আছে। ব্লেড। বলাকা ব্লেড। দুই টাকা।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৪

Tanveer Hossain বলেছেন: তবে ব্লেড থেকে দিয়াশলাই ক্ষতি সাধন বেশি করে।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

জগতারন বলেছেন:
কলাবাগান১ বলেছেন: মাছের নামের সঠিক উচ্চারন হল স্যামন...স্যালমন না

...স্যালমন না

সকলের জ্ঞাতার্থে আমাকে বলিতেই হয়;
দিয়াশলাইয়ের বাক্স যা পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু।
প্রস্তুতকারি প্রতিষ্ঠান যে নাম; .স্যালমন তাহা ইংরেজী বানান অনুসারে ঠিকই আছে তবে উচ্চারন করিবার সময়ে স্যামন উচ্চারন করিতে হইবে। উচ্চারনে 'ল' বা L অক্ষরটি ঊহ্য থাকিবে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

Tanveer Hossain বলেছেন: ধন্যবাদ নতুন কিছু শিখিতে পারিলাম ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.