নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am just ME, TAKE it or LEAVE it

I m not WIERD, I m just a LIMITED ADDITION

আমি তানভীর

ফেবুতে আমি facebook.com/tanvir2308

আমি তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমার কলেজ লাইফের কিছু মজার ঘটনা

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৪

১.



কলেজ লাইফ এর কথা । ভিপি স্যাররে পুরা যমের মত ভয় পাইতাম । একদিন অফ পিরিয়ডে সব বন্ধুরা কলেজের পিছনে বইসা আছি । এর মধ্যেই প্রকৃতি আমারে ডাক দিল । এই ডাক উপেক্ষা করার শক্তি আমার নাই । তাই সুবোধ বালকের মত টয়লেটে ঢুইকা গেলাম । আমাদের টয়লেট ছিল কলেজের পিছনেই । সবার সাথে একটু মজা করার জন্য বাইর হওয়ার পর জিপার টানতে টানতে চোখ বন্ধ কইরাই বললাম,"আহ ! ত্যাগেই প্রকৃত সুখ " ;) চোখ খুইলা তো পুরা টাশকি । দেখি ভিপি স্যার সামনে দাড়ানো । আমার কথা শুইনা স্যার নিজেই হাসতেছে । জিন্দেগিতে ওই একবার ই স্যাররে হাসতে দেখছিলাম :)



২.



স্কুলের এসেম্বলি ছিল আমার সবচেয়ে অপছন্দের জিনিশ । ভাবছিলাম কলেজে এইটার হাত থেকে মুক্তি পামু । কিন্তু ভর্তির পরে দেখলাম এইখানে আরও কঠিন অবস্থা । প্রতিদিন এসেম্বলি করা লাগত । তাও আবার আমার ক্লাশ ছিল চার তলায় । সকাল বেলাই ৩-৪ বার চার তলায় উঠা নামা করতে করতে জান শেষ । একবার এসেম্বলির ভয়ে আমার কয়েকটা ফ্রেন্ড টয়লেটে গিয়া লুকাইয়া ছিল । কেমনে জানি আমাদের ম্যাথের শওকত স্যার ওইটা দেইখা ফেলছে । এসেম্বলি শেষ হওয়ার পর স্যার ও যাইয়া টয়লেটের সামনে দাড়াইল । পোলাপান ঘন্টার আওয়াজ শুইনাই দরজা খুলে দেখে স্যার সামনে । পুরাই বেকায়দা অবস্থা । টয়লেট ছিল ৪ টা । পোলাপান বাইর হইল ৩৩ জন । পরে স্যার ক্লাশে আইসা কয়, "আগে জানতাম পোলারা গাঁজা খাইয়া, আফিম খাইয়া নেশা করে । আইজকা দেখলাম পোলাপান টয়লেটের গন্ধ দিয়া ও নেশা করে, কি আজিব অবস্থা ।" :|





৩.



সেন্সরড :)







৪.



পারিবারিক কারণে ফার্ষ্ট ইয়ারের পর আমার কলেজ চেঞ্জ করতে হয় । নতুন কলেজে সেকেন্ড ইয়ারে আমি সর্বসাকুল্যে মাত্র দুইটা ক্লাশ করছি । কোন টিচাররেই আমি চিনতাম না, টিচাররা ও আমারে চিনত না :P বছর শেষে নির্বচনী পরীক্ষায় এটেন্ড করলাম । প্রথম দিন এক ম্যাডাম খাতা সাইন করতে আইসা বলে,"তুমি কে ? তোমারে তো চিনলাম না ।" ম্যাডাম ভাবছিল আমি কারও প্রক্সি দিতে গেছি । এই নিয়া হুলস্থুল কারবার । পরে প্রিন্সিপাল আইসা রেজিষ্টার বুক চেক কইরা ঘোষণা দিল,"এই ছেলে আমাদেরই ষ্টুডেন্ট । কোন এক বিচিত্র কারণে সে বোধহয় ভুলে গেছিল যে কলেজে ভর্তি হলে ক্লাশ করতে হয় । তাই শাস্তি স্বরুপ এই পরীক্ষায় প্রতি বিষয়ে তার ৫ নম্বর কাটা যাবে ।" :((



৫.



শেষ করতেছি স্কুল লাইফের একটা ঘটনা দিয়া । কলেজের ভিতরে স্কুল কেমনে জানি ঢুইকা গেল :| তখন ক্লাশ এইটে পড়ি । কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় ভার্সিটির ষ্টুডেন্ট (লোকে বলত ;) ) বৃত্তি পরীক্ষা ছিল ডিসেম্বর মাসে । দুইদিনে চার বেলা পরীক্ষা । প্রথম দিন হলে ঢুকতেছি । সাথে ছিল এক পিচ্চি পোলা । আমার আগে ঐ পোলা ঠিকই ঢুকল কিন্তু স্যার আমারে ঢুকতে দেয় না । স্যার কয়, "আপনি এইখানে ক্যান ? গেটে দেখেন নাই গার্জিয়ান ঢুকা নিষেধ ।" স্যার মনে করছিল আমি ঐ পিচ্চি পোলার গার্জিয়ান :-B

মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০

বড় বিলাই বলেছেন: =p~ =p~ =p~

বড়ই মজার স্মৃতি। :P

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৬

আমি তানভীর বলেছেন: ধন্যবাদ আপু :)

২| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫২

একজন বাউন্ডুলে বলেছেন: B-) B-) B-)

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৭

আমি তানভীর বলেছেন: :P :P :P :P

৩| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৩

ঘুমন্ত আমি বলেছেন: বড়ই মজা পেলাম

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩০

আমি তানভীর বলেছেন: ধন্যবাদ ঘুমন্ত ভাই :)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৬

কি নাম দিব বলেছেন: খুবই মজা পেলাম।

কিন্তু তিন নং এ সিরিয়াসলি টাশকি খাইসি।

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩২

আমি তানভীর বলেছেন: ঐ ঘটনার পর থেকে স্যার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল, আমাদেরকে আর জ্বালায় নাই :)

৫| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২০

কক্সবয় বলেছেন: “ স্যার এর গালে এক চড় বসাইয়া দিল ”-কি কন ভাই !! মনে বড় দু:খ পাইলাম ।

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৪

আমি তানভীর বলেছেন: আপনে মনে দুঃখ পাইছেন আর স্যার গালে দুঃখ পাইছিল :)

৬| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৫

রাশমী বলেছেন: মজা পাইলাম!!

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪৮

আমি তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪৩

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ওই স্যার কি এতোটাই খারাপ ছিলো যে শিক্ষক হবার পরেও চড় খাওয়া এড়াইতে পারলোনা??

যে যাই বলুক, চরম খারাপ না হইলে কার এমন করা উচিত না। হাজার হোক, আমাদের শিক্ষা তো দেন উনারাই। আমাদের বড় হওয়ায় উনাদেরও তো কিছু না কিছু অবদান আছেই।

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫২

আমি তানভীর বলেছেন: এই ঘটনাটা সম্পূর্ন সত্য কি না সেটা বলতে পারব না । তবে অনেক বড় ভাইয়ের মুখে শুনেছি তিনি কয়েকটা ভাল ষ্টুডেন্টকে ও ফেল করিয়ে দিয়েছিলেন তার কাছে কোচিং না করায় ।

তারপর ও একজন শিক্ষক এর গায়ে হাত তোলাটা কখনোই শোভনীয় আচরন নয় ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৩১

zaki642 বলেছেন: আপনি এইখানে ক্যান ? গেটে দেখেন নাই গার্জিয়ান ঢুকা নিষেধ !! ;) =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫৫

আমি তানভীর বলেছেন: ;) ;) ;) শেষ পর্যন্ত আমার প্রবেশ পত্র দেখাইয়া প্রমাণ করতে হইছিল যে আমি কারও গার্জিয়ান নই :D

৯| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:২৫

দুঃখ বিলাসি বলেছেন: আইজকা দেখলাম পোলাপান টয়লেটের গন্ধ দিয়া ও নেশা করে, কি আজিব অবস্থা ;)

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৫

আমি তানভীর বলেছেন: আমরা সবাই দূরে দাড়াইয়া গুনছিলাম । ৪ টা টয়লেট থেকে ৩৩ জন বাইর হৈল ;) সে এক বিরল দৃশ্য ;)

১০| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৬

হেডস্যার বলেছেন:
৩ নম্বর এর ঘটনা টা মানতে পারলাম না। যারা শিক্ষকের গায়ে হাত তুলে তারা ছাত্র তো না ই মানুষ ও না।
জানোয়ার।

১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৮

আমি তানভীর বলেছেন: আপনার সাথে একমত । হয়তো কখনো স্যাররা আমাদের কঠিনভাবে শাসন করে কিন্তু শেষ পর্যন্ত তাতে আমাদেরই লাভ

১১| ১৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩০

তন্ময়০১৩ বলেছেন: আপনি এইখানে ক্যান ? গেটে দেখেন নাই গার্জিয়ান ঢুকা নিষেধ !!! =p~ =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫০

আমি তানভীর বলেছেন: :P :P :P :P

১২| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: চরমসসসসসসসসসসসস ++++
লিখে যান,আমরা পাশে আছি ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০১

আমি তানভীর বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান ;) :P

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: ৩ নং ঘটনাটা আমিও মানতে পারলাম না। এটা আপনার কাছে ফান মনে হচ্ছে? অথচ একজন মানুষের জন্যে কতটা অপমানজনক হৈতে পারে সেটা ভাবসেন কখনও?

যাই হোক,

কোন এক বিচিত্র কারণে সে বোধহয় ভুলে গেছিল যে কলেজে ভর্তি হলে ক্লাশ করতে হয়


এইটা সবচে হাসির হৈছে =p~

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০০

আমি তানভীর বলেছেন: ৩ নাম্বারটা মুছে দিলাম :)


মন্তব্যের জন্য ধন্যবাদ হামা ভাই :)

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: শেষটা ইড়া সবচে বেশি হাসি পাইছে। হা হা :-B

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৯

আমি তানভীর বলেছেন: :#> :#> ধন্যবাদ আপু

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: পইড়া*:(

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৪

আমি তানভীর বলেছেন: :)

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৩

রাতুল_শাহ বলেছেন: ৫ নং এর সাথে অনেকের পরিচয়টা বেশি মনে হয়।


তবে খুব মজা লাগে। বৃত্তি পরীক্ষার সময় মায়ের বকা খেতে হয়েছিল।
কারণ মা যেখানে বসে ছিলেন, সেখানে এক অভিভাবকের মেয়ে নাকি ১৫-১৬ ঘন্টা পড়ত। মেয়েটাকে দেখতাম বৃত্তি পরীক্ষার সময়ও বই নিয়ে ব্যস্ত। যাহোক বৃত্তি পেয়েছিলাম আর আমার পজিশন থানাতে ১ম ছিল, তাই মেয়েটার আগে ছিলাম।। এটা মনে পড়লে খুব ভাল লাগে। অন্তত মায়ের বকা থেকে বেঁচে গেছি।

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২২

আমি তানভীর বলেছেন: আপ্নেতো অনেক ভাল ষ্টুডেন্ট B:-)

আমি ৩য় হৈছিলাম । ভাগ্য ভাল আমার আম্মু ব্লগে নাই । নইলে আপ্নের রেজাল্ট দেইখা আমারে বকা শুরু করত :#)

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মজা পাইছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.