![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
মানসিক চাপ/অশান্তি ব্যাপারটা খুব খারাপ৷
তীব্র মানসিক অস্থিরতা মাথার উপর প্রচন্ড চাপ ফেলে,যার ফলে অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায় আর সৃজনশীলতা নষ্ট করে ফেলে৷ ৩বছর তীব্র মানসিক যন্ত্রণায় ভুগে(প্রেমঘটিত কিছু না) এর ভয়াবহ ফলটা বেশ ভালমতই টের পেয়েছি,পাচ্ছি৷
আজ টেবিল গুছাতে গিয়ে ২টা পুরান ডায়রী পেলাম৷ভুলেই গিয়েছিলাম আমাৱ কবিতার কথা৷ হ্যা,ক্লাস নাইন থেকে বেশ কয়েকটা কবিতা লিখেছিলাম৷ ভাল কিছু হতনা,তবু লিখার চেষ্টা করতাম৷ খুব সাধারণ মানের ১৬/২০লাইনের কবিতা৷
অথচ এখন কথাগুলোও গুছিয়ে বলতে পারিনা,লেখাতো দূরের কথা৷ বলতে চাওয়া কথার শব্দগুলো মাথায় গিট্টু পাকিয়ে বসে থাকে....
©somewhere in net ltd.